Wapcos Limited Recruitment: Wapcos Limited হল ভারত সরকারের জল শক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। এই সংস্থা জলসম্পদ, বিদ্যুৎ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ দেওয়া ও প্রকল্প বাস্তবায়নের জন্য সুপরিচিত।
এই সংস্থা জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি সেচ, নগর উন্নয়ন, এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পের সাথে যুক্ত ও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। Wapcos Limited সম্প্রতি একটি বিজ্ঞাপন দিয়ে সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগের কথা জানিয়েছে।
যেই সমস্ত যোগ্যতাসম্পন্ন ইচ্ছুক প্রার্থীরা এইপদে আবেদন করতে চান, তাদের উদ্দেশে আমরা এই প্রতিবেদনে শূন্যপদের সংখ্যা, বেতনভাতা, আবেদন ফিস, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি (Wapcos Limited Recruitment) ইত্যাদি বিস্তিত আলোচনা করছি।
Important Dates
এপ্লিকেশনর জমা শুরু | ০৯-০১-২০২৫ থেকে |
এপ্লিকেশনর জমার শেষ তারিখ | ২৯-০১-২০২৫ পর্যন্ত। |
নিয়োগকারী কোম্পানি
WAPCOS LIMITED, ভারত সরকারের জল শক্তি মন্ত্রানালয়ের অধীন একটি সংস্থা।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম | শূন্য পদের সংখ্যা |
ইঞ্জিনিয়ার (সিভিল) | মোট শূন্যপদ ২৯ টি। তার মধ্যে SC-২টি, OBC-১১টি , EWS-২টি এবং UR-১৪টি পদ রয়েছে। |
Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।
Salary in Wapcos Limited Recruitment
সিভিল ইঞ্জিনিয়ার রেগুলার পদে নিযুক্ত প্রার্থী বা কর্মচারীরা ৪০,০০০-১,৪০,০০০/- টাকা বেতনক্রম পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক তার সাথে ওয়াটার রিসৌর্স ডেভেলপমেন্ট প্রজেক্ট এ ২ বছর ইনভেস্টিগেশন, প্ল্যানিং, ডিসাইন, কনস্ট্রাকশন, অপারেশন ইত্যাদি এক বা একের অধিক ফিল্ড এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদনকারী প্রার্থীদের ৩১-১২-২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বয়সের ছাড়
সরকারি নিয়োগ অনুসারে SC/ST/OBC/PwBD/Ex-Servicemen প্রার্থীরা সর্বোচ্চ বয়সীমার ছাড় পাবেন। এই সংস্থায় কর্মরত প্রার্থীরা কোম্পানির নিয়ম অনুসারে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
আবেদনকারী ইচ্ছুক যোগ্য প্রার্থীরা কোম্পানি প্রদত্ত সিভি ফরম্যাটে চাহিদামতো সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণরূপে পূর্ণ করে তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সেলফ এটাস্টেড করে একটি মুখবন্ধ খামে ভর্তি করে ও তার উপরে পদের নাম লিখে কোম্পানির দেওয়া নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট/রেজিস্টার্ড পোস্ট/কুরিয়ার এ পাঠাতে হবে।
Application Fees in Wapcos Limited Recruitment
ইচ্ছুক আবেদনকারী জেনারেল, OBC এবং মহিলা প্রার্থীরা এপ্লিকেশন ফর্ম এর সাথে ১০০০/-(এক হাজার) টাকার ডিমান্ড ড্রাফট ( in favor of WAPSCO Ltd. payable at Gurugram) করে জুড়ে দেবেন। SC/ST/PwBD প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।
প্রার্থীরা চাইলে বাপকস লিমিটেডের প্রদত্ত ব্যাঙ্ক একাউন্টেও এপ্লিকেশন ফিস অনলাইনে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এপ্লিকেশন ফর্ম এর সাথে পেমেন্ট রিসিট জুড়ে দিতে হবে।
কি কি ডকুমেন্টস জমা দেবেন
- পূর্ণ করা এপ্লিকেশন ফর্ম।
- জন্মের শংসাপত্র।
- মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীটস।
- কাস্ট সার্টিফিকেট।
- OBC (NCL ) ক্যাটাগরি সার্টিফিকেট।
- EWS প্রমানের সার্টিফিকেট।
- প্রতিবন্ধী সার্টিফিকেট।
- নো-অব্জেকশন সার্টিফিকেট।
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
- অরিজিনাল ডিমান্ড ড্রাফট/অনলাইনে পেমেন্ট স্লিপ।
- এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
নিয়োগ পদ্ধতি
উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন (Wapcos Limited Recruitment) করা হবে। নির্বাচিত প্রার্থীদের অবশ্যিই ভারতীয় পাসপোর্ট থাকতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে:
শ্রী সতীশ চান্দ, ডেপুটি চিফ ম্যানেজার(HR ), WAPCOS Limited, (এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং), ৭৬-সি, ইনস্টিটিউশনাল এরিয়া, সেক্টর-১৮, গুরুগ্রাম-১২২০১৫।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
CV Format | Download |
Related Article