Uranium Corporation of India Limited Recruitment: মাধ্যমিক পাশে ইউসিআইএল এর এপ্রেন্টিসশীপে নিয়োগ! আবেদন করুন ২রা ফেব্রুয়ারীর মধ্যে।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
Uranium Corporation of India Limited Recruitment

Uranium Corporation of India Limited Recruitment: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া (ইউসিআইএল) মূলত ইউরেনিয়াম খনি এবং প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। এটি ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনে একটি সরকারি সংস্থা। এই সংস্থাটি ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এবং অন্যান্য রাজ্যে ইউরেনিয়াম খনির কাজ কর্ম পরিচালনা করে। ইউরেনিয়াম ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এইবার এই ইউসিআইএল ভারতীয় নাগরিকদের কাছ থেকে এপ্রেন্টিসশীপ ট্রেনিং এর জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

ইচ্ছুক প্রার্থীদের আমাদের এই প্রতিবেদন থেকে ইউসিআইএল এর (Uranium Corporation of India Limited Recruitment) এপ্রেন্টিসশীপের যোগ্যতা, স্টাইপেন্ড, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, সিলেকশন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জেনে নিতে পারেন।

Important Dates

অনলাইন এপ্লিকেশনর রেজিস্ট্রেশন শুরু০৩-০১-২০২৫
অনলাইন এপ্লিকেশন রিসিট করার শেষ তারিখ ০২-০২-২০২৫ পর্যন্ত।

নিয়োগকারী কোম্পানি

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত সরকারের স্বশাসিত সংস্থা।

এপ্রেন্টিসের নাম ও পদসংখ্যা

মোট ২৮০টি শূন্যপদের মধ্যে নিচে দেওয়া বিভিন্ন পদে এপ্রেন্টিসশীপ নিয়োগ (Uranium Corporation of India Limited Recruitment) করবে ইউরানিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড:

এপ্রেন্টিসের নামপদসংখ্যা
ফিটার ৮০টি
ইলেক্ট্রিসিয়ান৮০টি
ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক) ৩৮ টি
টার্নার/ম্যাচিনিস্ট ১০টি
ইন্সট্রমেন্ট মেকানিক ৪টি
মেকানিক ডিজেল/মেকানিক MV ১০টি
কার্পেন্টার ৩টি
প্লাম্বার ৩টি

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

মাসিক বৃত্তি (Uranium Corporation of India Limited Recruitment)

এপ্রেন্টিসশীপ রুলস ১৯৯২ এর রুল ১১ অনুযায়ী বা নিয়ম মেনে নির্বাচিত প্রার্থীদের নূন্যতম মাসিক বৃত্তি দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের মাধ্যমিক পাস ও তার সাথে প্রাসঙ্গিক ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আইটিআই পাশ হতে হবে।

বয়সসীমা

ইচ্ছুক প্রার্থীদের ০৩-০১-২০২৫ তারিখে সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/OBC/PwBDদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সীমার ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Uranium Corporation of India Limited Recruitment)

উপযোক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের এপ্রেন্টিসশীপ ওয়েবপোর্টাল এর রেজিস্ট্রেশন ট্যাব এ গিয়ে ইমেইল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন ডিটেলস দিয়ে পোর্টাল এ ঢুকে চাহিদামতো তথ্য দিয়ে প্রোফাইল কমপ্লিট করতে হবে ও অনলাইনে এপ্লিকেশন সাবমিট করতে হবে ও সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে।

প্রার্থীরা অবশ্যই এপ্রেন্টিসশীপ অপর্চুনিটি ট্যাব সেক্শনে গিয়ে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার Jaduguda /Narwapahar and Turamdih থেকে একটি বা একাধিক ইউনিট সিলেক্ট করতে হবে।

কি কি ডকুমেন্টস জমা করবেন

  • মাধ্যমিক ও আইটিআই এর সমস্ত মার্কশীটস এবং সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট [for SC/ST/OBC [NCL]।
  • EWS সার্টিফিকেট।
  • প্রতিবন্ধীদের জন্য মেডিকেল সার্টিফিকেট।
  • ফটো ও স্বাক্ষর।
  • আঁধার কার্ড এবং প্যান কার্ড।
  • ব্যাঙ্ক একাউন্ট।
  • এছাড়া অন্যান্ন প্রয়োজনীয় ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের মেরিট ব্যাসিস নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের আইটিআই তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থী বাছাই বা Uranium Corporation of India Limited Recruitment এ নিয়োগ করা হবে।

আবেদন করার আগে প্রার্থীরা অবশ্যই বিজ্ঞাপনে দেওয়া বিভিন্ন শর্তাবলী ভালো করে দেখে নেবেন।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Register and ApplyClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment