Tripura Fishery Officer Recruitment: ত্রিপুরা সরকারের মৎস দপ্তরে অফিসার নিয়োগ! বেতন আটচল্লিশ হাজার টাকা।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
Tripura Fishery Officer Recruitment

Tripura Fishery Officer Recruitment: এবার ত্রিপুরা চাকরি প্রার্থীদের দারুন সুযোগ করে দিলো ত্রিপুরা সরকারের মৎস দপ্তর। সম্প্রতি এই দপ্তর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটি বিজ্ঞাপন দিয়ে কিছু লোক নিয়োগের কথা জানিয়ে দিয়েছে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র জমা দিয়ে এই দপ্তরে যোগ দেওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন।

তাই, বিজ্ঞাপন অনুযায়ী (Tripura Fishery Officer Recruitment) এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো কীভাবে আপনি এই পদে আবেদন করতে পারেন, শূন্যপদ কতগুলি, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

Important Dates

অনলাইন এপ্লিকেশন ও ফী জমা শুরু হবে২২-০১-২০২৫ থেকে
অনলাইন এপ্লিকেশন ও ফী জমার শেষ তারিখ১৫-০২-২০২৫ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মৎস্য দপ্তর, ত্রিপুরা সরকার নিয়োগ করবে।

পদের নামশূন্য পদের সংখ্যা (Tripura Fishery Officer Recruitment)

পদের নামশূন্য পদের সংখ্যা
Fishery Officerমোট ৫৩টি পদে লোক নিয়োগ করবে। তার মধ্যে UR-২৭টি, SC-০৮টি ও ST-১৮টি সংরক্ষিত পদ আছে।
Tripura Fishery Officer Recruitment

Read More: ত্রিপুরা স্বাস্থ্যদপ্তরে স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগ! আবেদনের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারী।

বেতন কাঠামো

এই পদে নির্বাচিত প্রার্থীরা ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স, ২০১৮ এর পে লেভেল-১৩ (৪৭,৬০০/- টাকা) ( পূর্বতন বেতন কাঠামো ১০,২৩০-৩৪,৮০০ টাকা ও গ্রেড পে ৪৮০০/-) টাকা মূল বেতন তার সাথে অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের (Tripura Fishery Officer Recruitment) ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করতে হবে ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সংস্থা থেকে চার বছরের ফিশারী সাইন্স এ (B.F.SC) স্নাতক হতে হবে। তার সাথে বাংলা ও ককবরক ভাষায় জ্ঞান, কম্পিউটারের থাকা চাওয়া হয়েছে।

বয়সসীমা

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের ১৫-০২-২০২৫ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৪০ হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/PwDs(PH)/Government Servants প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ৫ বছর ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব পোর্টালে গিয়ে ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে দিয়ে আবেদন করে এপ্লিকেশন ফিস জমা দেবেন।

আবেদন ফি (Tripura Fishery Officer Recruitment)

General Category প্রার্থীদের ক্ষেত্রে ৩৫০/-(তিনশো পঞ্চাশ) টাকা ও SC/ST/BPL/Physically Handicapped প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/-( দুইশ পঞ্চাশ) টাকা আবেদন ফিস দিতে হবে।

ডকুমেন্ট কি লাগবে

আবেদনকারী প্রার্থীরা চাহিদামতো তথ্য দিয়ে আবেদনপত্র পূর্ণ করবেন ও নিচে দেওয়া ডকুমেন্টসগুলি অরিজিনাল ও সেলফ এটাস্টেড করে ইন্টারভিউতে নিয়ে যাবেন:

  • ইন্টারভিউ কল লেটার।
  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST) সার্টিফিকেট।
  • ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
  • প্রার্থীর নিজের ছবি।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন (Tripura Fishery Officer Recruitment) করা হবে।

পরীক্ষার সিলেবাস

যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩ ঘন্টায় ১৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ১ নম্বরের ১৮০ প্রশ্ন থাকবে। তারমধ্যে পার্ট-I এ ইংলিশ, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ২০ নম্বরের এবং পার্ট-II তে ফিশারী সাইন্স এ ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্টে ২০ নম্বর মিলিয়ে মোট ২০০ নম্বরের টেস্ট নেওয়া হবে।

উপযুক্ত প্রার্থীরা ফিশারী অফিসার পদের পরীক্ষার বিস্তারিত সিলেবাস বিজ্ঞাপন থেকে দেখে নিতে পারেন।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment