Supreme Court Recruitment: ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা বিচারালয় Supreme Court Of India তে একাধিক পদে কর্মচারী নিয়োগ চলছে। জানুন শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়ঃসীমা কত, মাইনে কত পাবেন, কিভাবে নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে সবকিছু নিয়ে আলোচনা করছি।
আপনি কি জানেন সুপ্রিম কোর্ট এ গেজেটেড ও নন-গেজেটেড প্রচুর পদে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। পচ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারত থেকে ও সুপ্রিম কোর্ট এ আবেদন করতে পারে। কলকাতা ও গুয়াহাটি পরীক্ষা কেন্দ্র থেকেও আপনি পরীক্ষা দিতে পারেন।এখুনিই এই নিয়োগ পক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী দপ্তর
Supreme Court of India, Tilak Marg, New Delhi-11000.
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
Name of the Post | Vacancy |
Court Master (Shorthand) | 31 |
Senior Personal Assistant | 33 |
Personal Assistant | 43 |
বেতন কাঠামো
Name of the Post | Salary |
Court Master (Shorthand) | Rs.67,700/-(Pay Level 11) |
Senior Personal Assistant | Rs.47,600/-(Pay Level 8) |
Personal Assistant | Rs.44,900/-(Pay Level 7) |
শিক্ষাগত যোগ্যতা
Name of the Post | Essential Qualification |
Court Master (Shorthand) | 1) A Degree in Law of a recognized University in India. 2) Proficiency in Shorthand (English) with a speed of 120 w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m. Experience:- Minimum 5 years’ regular service in the cadre of Private Secretary/Senior PA/PA/ Senior Stenographer in Government/Public Sector Undertakings/Statutory bodies. |
Senior Personal Assistant | 1) Degree of a recognized University. 2) Proficiency in Shorthand (English) with a speed of 110 w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m. |
Personal Assistant | 1) Degree of a recognized University. 2) Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m. 3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m. |
Read More
বয়সসীমা
পদের নাম | বয়স |
কোর্ট মাস্টার(শর্টহ্যান্ড) | কোর্ট মাস্টার(শর্টহ্যান্ড) পদের আবেদনকারীদের বয়স সর্বনিন্ম ৩০ থেকে সর্বোচ্চ ৪৫ এর মধ্যে হতে হবে। |
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট | সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনকারীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ এর মধ্যে হতে হবে। |
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট | পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেও একইরকমভাবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনকারীদের মত বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ এর মধ্যে হতে হবে। |
বয়সের ছাড়
Supreme Court Recruitment- সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC/Physically challenged/Ex-Servicemen and Dependents of Freedom Fighters দের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভাগীয় প্রাথীদের ক্ষেত্রে আরো সুযোগ দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে, যা অন্য ক্ষেত্রে কর্মরত প্রাথীরা সেই সুযোগ পাবেন না।
আবেদন পদ্ধতি
আবেদনকারীরা শুধুমাত্র সুপ্রিম কোর্ট এর ওয়েব পোর্টাল এ গিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, আবেদন করার সময়সীমা ০৪- ১২- ২০২৪ থেকে শুরু হবে যা চলবে ২৫-১২-২০২৪ রাত্র ১১:৫৫ পর্যন্ত।
প্রাথীরা একাধিক পদে আবেদন করার আগে প্রতি পদের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ নিশ্চিত করে তারপরেই আবেদন করবেন। অন্যথায় যে কোনো মুহূর্তে আবেদনপত্র বাতিল হতে পারে।
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় ডেটা বা তথ্যাবলী দিয়ে সম্পূর্ণরূপে পূরণ করতে হবে এবং লিঙ্কে প্রদর্শিত নির্দেশাবলী অনুসারে অনলাইনে ফি প্রদান করতে হবে।
আবেদন ফী
General/OBC প্রাথীরা অ-ফেরতযোগ্য আবেদন/পরীক্ষা ফি ও Bank Charge হিসাবে ১০০০ টাকা ও SC/ST/Ex-Servicemen/PH candidates/Dependents of Freedom Fighters রা ২৫০ টাকা UCO Bank প্রদত্ত Payment Gateway মাধ্যমে প্রদান করতে হবে।
Document বা কি কি নথি লাগবে
Supreme Court Recruitmentএ অনলাইন আবেদনপত্রের নিদিষ্ট লিঙ্কের নির্দেশাবলী অনুসারে প্রার্থীকে তার সাম্প্রতিক স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হব।
নিয়োগ পদ্ধতি
Supreme Court Recruitment এ Court Master (Shorthand) পদে আবেদনকারী প্রাথীদের নিন্মলিখিত লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে ও তারপর যোগ্য বিবেচিত প্রাথীদের Original Document Verification এর মাধ্যমে নিয়োগ করা হবে:-
Examination Type | Maximum Marks |
Type Speed Test on Computer | 10 Marks |
Shorthand(English) Test at the speed of 120 words per minute | 100 Marks |
Written Test of General English, General Aptitude, Law, G.K & Computer Knowledge | 110 Marks |
Interview | 30 Marks |
Senior Personal Assistant পদে আবেদনকারীরা ও নিন্মলিখিত লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই হবেন ও তারপর Orginal Document Verification এর মাধ্যমে নিয়োজিত হবেন:-
Examination Type | Maximum Marks |
Type Speed Test on Computer | 10 Marks |
Shorthand(English) Test at the speed of 110 words per minute | 100 Marks |
Written Test of General English, General Aptitude, Law, G.K & Computer Knowledge | 110 Marks |
Interview | 30 Marks |
Personal Assistant পদের যাচাইএর ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার বিবরণ নিচে দেওয়া হলো। তবে এনারাও Original Document Verification এর পরে নিয়োগপ্রাপ্ত হবেন:-
Examination Type | Maximum Marks |
Type Speed Test on Computer | 10 Marks |
Shorthand(English) Test at the speed of 100 words per minute | 100 Marks |
Written Test of General English, General Aptitude, Law, G.K & Computer Knowledge | 110 Marks |
Interview | 30 Marks |
পরীক্ষাকেন্দ্ৰ
Supreme Court Recruitment এ পচ্চিমবঙ্গের এর কলকাতা ও আসামের গুয়াহাটিকে নিয়ে মোট ১৬ টা রাজ্যের ২৩ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 04.12.2024 |
আবেদনের শেষ তারিখ | 25.12.2024 at 23:55 hours. |
Important Links
Official Notice | Download |
Official Website | Click Here |
Register and Apply | Click Here |