Specialist Medical Officer Recruitment: ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর সম্প্রতি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সাবজেক্ট ও ডিসিপ্লিনের একাধিক পদে নিয়োগ করার কথা বলা হয়েছে।
অতিসম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসরত উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারেন।
ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা যারা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত হতে চান তাদের জন্য আমরা এই প্রতিবেদনে বিজ্ঞাপনে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির (Specialist Medical Officer Recruitment) বিভিন্ন বিষয় যেমন বিভিন্ন সাবজেক্টবা ডিসিপ্লিন, কতগুলি পদ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করেছি।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন জমা দেওয়া শুরু | ১০-০১-২০২৫ থেকে |
অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন জমার দেওয়ার শেষ তারিখ | ০৪-০২-২০২৫ বিকাল ৫:৩০ পর্যন্ত |
নিয়োগকারী দপ্তর
স্বাস্থ্য দপ্তর, ত্রিপুরা সরকার।
পদের নাম (Specialist Medical Officer Recruitment)
পদের নাম | শূন্যপদ |
সাবজেক্ট বা ডিসিপ্লিন ভিত্তিক স্পেশালিস্ট মেডিকেল অফিসার, ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড-IV, গ্রুপ-এ গেজেটেড পদ | সরাসরি নিয়োগের মাধ্যমে মোট ১৭২ টি স্থায়ী পদে নিয়োগ করবে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর |
Read More: আরবিআই তে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ! বেতন আশি হাজার টাকা।
সাবজেক্ট বা ডিসিপ্লিন ভিত্তিক পদের সংখ্যা
সাবজেক্ট বা ডিসিপ্লিন | মোট পদের সংখ্যা |
অর্থোপেডিক্স | ৬টি |
জেনারেল মেডিসিন | ১৮টি |
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (PMR) | ৪টি |
ইমার্জেন্সি মেডিসিন | ৬টি |
বায়োকেমিস্ট্রি | ৫টি |
এনেস্থেসিওলজি | ১৬টি |
রেডিয়েশন অনকোলজি | ২টি |
ট্রান্সফিউশন মেডিসিন (IHBT) | ৪টি |
রেসপিরেটরি মেডিসিন | ৫টি |
মাইক্রোবায়োলজি | ৫টি |
ফিজিওলজি | ৩টি |
প্যাথলজি | ৬টি |
নিউক্লিয়ার মেডিসিন | ২টি |
রেডিও-ডায়াগনসিস | ৬টি |
কমিউনিটি মেডিসিন | ৮টি |
ডার্মাটোলজি | ৫টি |
ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি | ৬টি |
সাইকিয়াট্রি | ৪টি |
এনাটমি | ৩টি |
ফার্মাকোলোজি | ৩টি |
জেনারেল সার্জারি | ৯টি |
অতর্হিনোল্যারিঙ্গলজি | ৫টি |
অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলোজি | ১৮টি |
পেডিয়াট্রিক | ১৮টি |
অফথালমোলজি | ৫টি |
আবেদনকারী প্রার্থীরা সংরক্ষিত পদের সংখ্যা বিজ্ঞাপনে দেখে নেবেন।
বেতন কাঠামো
ত্রিপুরা সরকারের স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসাবে স্নাতকোত্তর যোগ্যতা নিয়ে যারা যোগ দেবেন (Specialist Medical Officer Recruitment) তারা ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স ২০১৮ এর লেভেল-১৫(পূর্ব সংশোধিত গ্রেড পে ৬,৬০০/-টাকা) ও যারা স্নাতক হিসাবে যোগ দেবেন তারা ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স ২০১৮ এর লেভেল-১৪ (পূর্ব সংশোধিত গ্রেড পে ৫,৪০০/-টাকা) বেতনক্রম ও তার সাথে অন্যান্য ভাতা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসাবে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের NMC/MCI স্বীকৃত ২ বছর বা তার অধিক সময়ের স্নাতকোত্তর ডিগ্রী/DNB /পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। তার সাথে যে কোনো স্টেট মেডিকেল কাউন্সিল/NMC /MCI স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।
প্রার্থীদের বাংলা অথবা ককবরক ভাষার জ্ঞান চাওয়া হয়েছে।
বয়সসীমা
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ০৪-০২-২০২৫ পর্যন্ত সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বয়স শিথিলকরণ
এসসি/এসটি/পিএইচ/PWD/সরকারি চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সের ৫ বছর ছাড় পাবেন।
How to Apply Specialist Medical Officer Recruitment
আবেদনকারী প্রার্থীরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর ওয়েবসাইট এ গিয়ে প্রয়োজনীয় কিছু বায়ো-ডেটা দিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করবেন। তারপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে ওয়েবসাইটে ঢুকে সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণরূপে আবেদনপত্র পূরণ করে অনলাইন সাবমিট করবেন।
তবে প্রার্থীদের অনলাইন এপ্লিকেশন এর প্রিন্ট সহ সব কাগজপত্র ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর রিসিট সেক্শনে পাঠাতে হবে। প্রার্থীরা ডাক বিভাগের মাধ্যমেও পাঠাতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা (Specialist Medical Officer Recruitment) সেক্রেটারি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, আগরতলা, পিন-৭৯৯০০১ এই ঠিকানায় অনলাইন এপ্লিকেশন এর প্রিন্ট সহ সব ডকুমেন্ট পাঠাবেন।
আবেদন ফি
জেনারেল প্রার্থীরা ৪০০ টাকা ও এসসি/এসটি/বিপিএল/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৩৫০ টাকা অনলাইনে নিয়োগ ফিস দেবেন।
ডকুমেন্ট কি লাগবে
- বয়সের শংসাপত্র।
- মাধ্যমিক থেকে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- MBBS/PG(MD/MS/Diploma)/DNB/Post Graduate Diploma Holders সার্টিফিকেট।
- পাবলিকেশন।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ।
- SC/ST সার্টিফিকেট ।
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
- নো অব্জেকশন সাটিফিকেট।
- API স্কোর ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি
আবদেনকারী প্রার্থীদের সার্ভিস রুল অনুযায়ী দুই ধাপে ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম ধাপে API স্কোর স্ক্রিনিং যেখানে ৮৫ নম্বর থাকবে আর দ্বিতীয় ধাপে ১৫ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন (Specialist Medical Officer Recruitment) করা হবে ।
পরীক্ষার সিলেবাস
প্রার্থীদের সুবিধার জন্য API Score নির্ধারণ পদ্ধতি নিচে দেওয়া হল:
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার পূর্বে বিজ্ঞাপনের শর্ত্যাদি বুঝে আবেদন করবেন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Registration and Apply Link | Click Here |
Related Articles
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার নিয়োগ!এখুনিই আবেদন করুন।
- ইউকো ব্যাঙ্ক এ একাধিক পদে নিয়োগ! যোগ্যতা স্নাতক।
- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এ নিয়োগ! সর্বনিন্ম বেতন প্রায় দেড় লক্ষ টাকা।
- ইন্ডিয়ান পোর্টস এসোসিয়েশনে চাকরি! বেতন শুরু পঞ্চাশ হাজার থেকে।
- সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।