SECR Apprentice Recruitment 2025: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে একটি ট্রেড এপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই বিজ্ঞপনে সর্বমোট ১০০৭টি শূন্যপদে নাগপুর ডিভিশন এবং মতিবাগ ওয়ার্কশপ/নাগপুরে এপ্রেন্টিস রুল ১৯৯২ অনুযায়ী ২০২৫-২৬ সালে নিয়োগের কথা বলা হয়েছে।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ট্রেড এপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়সসীমা কত হতে হবে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কিভাবে প্রার্থীরা আবেদন করবেন, মাইনা কত পাবেন, কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সমস্ত বিষয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে যা আবেদনকারীদের অনেক সহায়ক হবে।
Important Dates
অনলাইন আবেদন শুরু | ০৫ এপ্রিল, ২০২৫ থেকে |
অনলাইন আবেদনর শেষ তারিখ | ৪ মে, ২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, রেল দপ্তর, ভারত সরকার।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা (SECR Apprentice Recruitment 2025)
ট্রেড এপ্রেন্টিস পদ। মোট শূন্যপদের সংখ্যা ১০০৭ টি।
এই শূন্যপদগুলিতে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, কোপা, ইলেক্ট্রিসিয়ান, স্টেনোগ্রাফের (হিন্দি/ইংলিশ)/সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেইন্টার, ওয়ারমেন, ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, Upholsterer (ট্রিমার), ম্যাচিনিস্ট, টার্নার, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিসিয়ান, হাসপাতাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিসিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, ক্যাবল Jointer, ডিজিটাল ফটোগ্রাফার, ড্রাইভার-কাম-মেকানিক (লাইট মোটর ভেহিকল), মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স, ম্যাসন (বিল্ডিং কন্সট্রাক্টর) ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Read More: ফরেনসিক সাইন্স ল্যাবরেটরিতে ১১৬টি শূন্যপদে নিয়োগ!
বেতন কাঠামো
নির্বাচিত এপ্রেন্টিসরা ২ বছর আইটিআই কোর্সে ₹৮০৫০/- এবং ১ বছর আইটিআই কোর্সে ₹৭৭০০/- প্রতিমাসে ট্রেনিং চলাকালীন ১ বছর স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে (SECR Apprentice Recruitment 2025) আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং তার সাথে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং/স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং প্রদত্ত ITI পাশ ও সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
ট্রেড এপ্রেন্টিস পদে আবেদনকারী প্রার্থীদের নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়স হতে হবে।
বয়সের ছাড়
SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD ও এক্স-সার্ভিসেমেন প্রার্থীরা ১০ বছর সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি (SECR Apprentice Recruitment 2025)
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা পোর্টালে গিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধাভিত্তিক। আবেদন করা প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই এ প্রাপ্ত নম্বরের শতাংশের উপর ভিত্তি করে আবেদন করা ট্রেডে প্রার্থী নির্বাচন করা হবে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস ভেরিফিকেশনের পর নিয়োগ (SECR Apprentice Recruitment 2025) করা হবে।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
Related Article
জাতীয় রাসায়নিক পরীক্ষাগারে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।