RBI JE Recruitment 2025: ভারতীয় রিসার্ভ ব্যাঙ্ক যাকে সংক্ষেপে আমরা RBI বলে থাকি ইটা প্রত্যেক ভারতীয়ের কাছে একটি গর্বের প্রতিষ্ঠান। ছোট থেকে বড় প্রত্যেক ভারতীয় ব্যাংকের ব্যাঙ্ক বলে এটিকে চেনে।
এবার সেই ব্যাংকের ব্যাঙ্ক ভারতীয় নবীন প্রজন্মের জন্য এক অসাধারণ সুযোগ নিয়ে এল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি জুনিয়র ইঞ্জিনিয়ার (RBI JE Recruitment 2025) পদে নিয়োগের জন্য দেশের প্রতিভাবান তরুণ ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। সারা দেশ থেকে তরুণ ইঞ্জিনিয়ারদের প্রতিযোগিতার মাধ্যমে জন্য সম্মানজনক কর্মজীবন গড়তে বিজ্ঞপ্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-তে কাজ করা মানে দেশের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া।
চাকরিপ্রার্থী ইঞ্জিনিয়াররা দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের অংশ হতে এই পদগুলির আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, এবং বেতন কাঠামোসহ নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদন থেকে জেনে নিতে পারেন।
Important Dates
অনলাইন রেজিস্ট্রেশন এবং এপ্লিকেশন শুরু | ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে |
অনলাইন রেজিস্ট্রেশন এবং এপ্লিকেশন করার শেষ তারিখ | ২০ জানুয়ারী ২০২৫ পর্যন্ত |
নিয়োগকারী দপ্তর
Reserve bank of India
পদের নাম
Junior Engineer (Civil/Electrical)
শূন্যপদের সংখ্যা (RBI JE Recruitment 2025)
এই দুইটি পদে মোট শূন্যপদের সংখ্যা ১১ টি। নিচে বিস্তারিতভাবে শূন্যপদ দেখানো হল:
Read More: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার নিয়োগ!এখুনিই আবেদন করুন।
বেতন কাঠামো
এই পদগুলিতে বাছাইকরা প্রার্থীরা প্রতিমাসে ৩৩,৯০০ বেসিক পে ও তার সাথে ভাতাসহ জুনিয়র ইঞ্জিনীররা (Civil/Electrical) প্রায়ই ৮০,২৩৬ টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
সিভিল ইন্জিনিয়ার প্রার্থীদের (RBI JE Recruitment 2025) ক্ষেত্রে স্বীকৃত বোর্ড/সংস্থা/বিশ্ববিদ্যালয় থেকে ৬৫% মার্ক্স্ সহ ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা (৫৫% SC /ST দের ক্ষেত্রে) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% মার্ক্স্ সহ স্নাতক (৪৫% SC/ST দের ক্ষেত্রে)। সাথে ডিপ্লোমা হোল্ডারদের ২ বছর ও ডিগ্রী হোল্ডারদের ১ বছর কাজের অভিজ্ঞতা।
ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ার প্রার্থীদের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড /সংস্থা/বিশ্ববিদ্যালয় থেকে ৬৫% মার্ক্স্ সহ ৩ বছরের ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা (৫৫% SC /ST দের ক্ষেত্রে) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% মার্ক্স্ সহ স্নাতক (৪৫% SC /ST দের ক্ষেত্রে)। সাথে ডিপ্লোমা হোল্ডারদের ২ বছর ও ডিগ্রী হোল্ডারদের ১ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা
প্রার্থীদের ০১-১২-২০২৪ হিসাবে ধরে সর্বনিন্ম ২০ থেকে সর্বোচ্চ ৩০ এর মধ্যে হতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীদের জন্ম ০২-১২-১৯৯৪ এর আগে হতে পারবে না ও ০১-১২-২০০৪ এর পরে হলেও হবে না।
বয়সের ছাড়
নিয়ম অনুসারে SC/ST/OBC/PwBD/Ex-servicemen রা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি (RBI JE Recruitment 2025)
জুনিয়র ইঞ্জিনিয়ার পদপ্রার্থীরা RRB’র ওয়েবসাইট এ ‘Recruitment for the post of Junior Engineer (Civil/Electrical)-PY 2024’ সেকশন এ গিয়ে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে স্ক্যান করা ফটোগ্রাফ, স্বাক্ষর সাথে কিছু অত্যাবশক তথ্য দিয়ে অনলাইন এ আবেদন করবেন ও তারপর আবেদন ফিস দেবেন।
আবেদন ফি
OBC/General/EWS প্রার্থীরা ৪৫০ টাকা + ১৮% GST সহ এক্সামিনেশন ফী ও ইন্টিমেশন চার্জ দিতে হবে। SC/ST/PwBD/EXS প্রার্থীরা শুধুমাত্র ৫০ টাকা + ১৮% GST দেবেন।
ডকুমেন্ট কি লাগবে
প্রার্থীরা (RBI JE Recruitment 2025) বিজ্ঞাপন ভালোকরে পড়ে নিচে দেওয়া ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করবেন:
- স্ক্যান করা ফটোগ্রাফ।
- স্ক্যান করা স্বাক্ষর।
- স্ক্যান করা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ।
- স্ক্যান করা হাতের লেখা ঘোষণাপত্র।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের প্রথমত ২ঘন্টা ৩০ মিনিটে ৩০০ মার্ক্স্ এর অনলাইন টেস্ট নেওয়া হবে ৮ ফেব্রুয়ারী, ২০২৫। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অফিসিয়াল/লোকাল ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষাগুলির ফলাফলের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে ও তারপর মেডিকেল টেস্ট হবে।
পরীক্ষার সিলেবাস
প্রার্থীদের অনলাইন টেস্টে English Language-50 Marks, Engineering Discipline Paper I-100 Marks, Engineering Discipline Paper II-100 Marks, General Intelligence and Reasoning-50 Marks সিলেবাসে থাকবে।
প্রার্থীরা অবশ্যই বিস্তারিত সিলেবাস পুরো এডভার্টাইসমেন্ট (RBI JE Recruitment 2025) দেখে জেনে নেবেন।
পরীক্ষাকেন্দ্র
প্রার্থীরা আগরতলা,কলকাতা ও গুয়াহাটি সহ মোট ২০টি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Register and Apply Link | Click Here |
Related Articles