Rajasthan High Court Stenographer Recruitment: রাজস্থান হাই কোর্টে ১৪৪টি শূন্যপদে স্টেনোগ্রাফার নিয়োগ! ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
Rajasthan High Court Stenographer Recruitment

Rajasthan High Court Stenographer Recruitment: রাজস্থান হাই কোর্ট একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞাপন অনুযায়ী অনেকগুলি শূন্যপদে লোক নিয়োগ করবে। ইচ্ছুক আবেদনকারীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

আবেদনকারীরা রাজস্থান হাই কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। রাজস্থান হাই কোর্টে নিয়োগপ্রাপ্ত আবেদনকারীদের ভালো বেতন কাঠামো ও তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় (Rajasthan High Court Stenographer Recruitment) আবেদনকারী প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা ও বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, আবেদন ফিস ও নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Important Dates

অনলাইন এপ্লিকেশন জমা শুরু ২৩ জানুয়ারী থেকে
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

রাজস্থান হাই কোর্ট, যুধপুর, রাজস্থান।

পদের নামশূন্য পদের সংখ্যা

পদের নামশূন্য পদের সংখ্যা
স্টেনোগ্রাফার গ্রেড-II ও গ্রেড-IIIমোট ১৪৪টি শূন্যপদে লোক নিয়োগ করবে।

প্রার্থীরা বিজ্ঞাপন থেকে বিস্তারিত পদের বিবরণ ও সংরক্ষিত পদের সংখ্যা দেখে নেবেন।

Read More: সি এস আই আর- সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে নিয়োগ! ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন।

বেতন কাঠামো (Rajasthan High Court Stenographer Recruitment)

এই পদে নির্বাচিত আবেদনকারী প্রার্থীরা পে লেভেল-১০, ৩৩,৮০০/- থেকে ১,০৬,৭০০ টাকা বেতনকাঠামো পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও তার সাথে বিজ্ঞাপনে নির্দেশিত কম্পিউটার কোর্সে পাশ হতে হবে।

বয়সসীমা

স্টেনোগ্রাফার পদে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে।

বয়সের ছাড়

আবেদনকারী SC/ST/OBC/MBC/EWS/Women প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ৫ বছর ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা রাজস্থান হাই কোর্টের ওয়েবপোর্টালে গিয়ে বিজ্ঞাপনে উল্লেখিত সমস্ত শর্তাবলী মেনে ও চাহিদামতো তথ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবেন।

আবেদন ফি (Rajasthan High Court Stenographer Recruitment)

এই পদে আবেদনকারী General/ OBC ও অন্যান্য রাজ্যের আবেদনকারী প্রার্থীদের ৭৫০/-(সাতশো পঞ্চাশ) টাকা এপ্লিকেশন অনলাইনে ফিস জমা দিতে হবে। OBC/EBC/EWS(NCL) প্রার্থীদের ৬০০/-(ছয়শ) টাকা আবেদন ফিস অনলাইনে জমা দিতে হবে। SC/ST/PWD/ESM প্রার্থীদের ৪৫০/-(চারশো পঞ্চাশ) টাকা আবেদন ফিস একইভাবে জমা দিতে হবে।

ডকুমেন্ট কি লাগবে

অনলাইনে এপ্লিকেশন করার সময় আবেদনকারী প্রার্থীরা অবশ্যই চাহিদামতো ডকুমেন্টস সাবমিট করবেন ও ইন্টারভিউতে নিচে দেওয়া ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে:

  • কল লেটার/এডমিট।
  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST/MBC) সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট (for EWS) ।
  • ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

Rajasthan High Court Stenographer Recruitment পদে আবেদনকারী প্রার্থীদের শর্টহ্যান্ড এবং কম্পিউটার টেস্ট এর কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

পরীক্ষার সিলেবাস

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার বিবরণ নিচে দেওয়া হলো:

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment