Rail Coach Factory Kapurthala Recruitment 2025: পাঞ্জাবের কাপুরথালা শহরে অবস্থিত ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি। এখানে রেল কোচ, ইঞ্জিন, এবং অন্যান্য রেলওয়ে উপকরণ প্রস্তুত করা হয়। এই ফ্যাক্টরি দেশের অন্যতম বড় রেল কোচ নির্মাণ কেন্দ্র।
সম্প্রতি কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি ২০২৪-২৫ বর্ষের জন্য স্পোর্টস কোটাতে বিভিন্ন ডিসিপ্লিনে শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। ভারতীয় রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের কাছে এটি একটি দারুন সুযোগ।
ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা আমাদের এই প্রতিবেদন থেকে এই রিক্রুটমেন্ট পদ্ধতিতে (Rail Coach Factory Kapurthala Recruitment 2025) পদের নাম, বেতন কাঠামো, আবেদনের সময়, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফিস, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
Important Dates
এপ্লিকেশন জমা শুরু | ০৪-০১-২০২৫ তারিখে সকাল ৯ টা থেকে |
এপ্লিকেশন জমার শেষ তারিখ | ০৩-০২-২০২৫ বিকাল ৫ টা পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
স্পোর্টস কোটাতে বিভিন্ন ডিসিপ্লিনে মোট ২৩টি শূন্যপদে স্পোর্টসপার্সন নিয়োগ করবে। বিভিন্ন ডিসিপ্লিন ও শূন্যপদ নিচে দেওয়া হলো:
ডিসিপ্লিন | শূন্য পদের সংখ্যা |
রেসলিং(মেন) | ২ টি |
হকি(মেন) | ৫টি |
হকি(ওমেন) | ৩টি |
ফুটবল(মেন) | ৬টি |
ক্রস কান্ট্রি(মেন) | ২টি |
ওয়েইটলিফটিং(ওমেন) | ৩টি |
বাস্কেটবল(মেন) | ২টি |
প্রার্থীরা প্লেয়িং পসিশন/ ইভেন্ট বিজ্ঞাপন থেকে দেখে নেবেন।
Read More: AIIMS এ উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি নিয়োগ! মোট ৪৫৯৭টি শূন্যপদে আবেদন করুন।
Salary in Rail Coach Factory Kapurthala Recruitment 2025
লেভেল-১(যাদের গ্রেড পে হবে ১৮০০ টাকা) পদের নির্বাচিত প্রার্থীদের ৭ম বেতন কমিশনের লেভেল-১ এ (১৮,০০০ থেকে ৫৬,০০০/- টাকা) মূল বেতন স্থির হবে ও এর সাথে অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট বেতন পাবেন।
টেকনিশান-৩ (যাদের গ্রেড পে হবে ১৯০০ টাকা) পদের নির্বাচিত প্রার্থীদের ৭ম বেতন কমিশনের লেভেল-২ এ (১৯,৯০০ থেকে ৬৩,২০০/- টাকা) মূল বেতন স্থির হবে ও এর সাথে অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট বেতন পাবেন।
এখানে বলে রাখি, হকি মেন ও ওমেন শুধুমাত্র টেকনিশান-৩ পদে নেওয়া হবে ও এই লেভেল-২ তে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
লেভেল-১ পদে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে অথবা আইটিআই অথবা তার সমমান অথবা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত ন্যাশনাল এপ্রেন্টিসশীপ সার্টিফিকেট থাকতে হবে।
টেকনিশান-৩ আবেদনকারী প্রার্থীদেরও মাধ্যমিক পাস হতে হবে অথবা আইটিআই অথবা তার সমমান অথবা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত প্রাসঙ্গিক ট্রেডে ন্যাশনাল এপ্রেন্টিসশীপ সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীরা স্পোর্টস নর্মস বা খেলাধুলার যোগ্যতার (Rail Coach Factory Kapurthala Recruitment 2025) বিবরণ বিজ্ঞাপন থেকে দেখে নিতে পারেন।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ০১-০৭-২০২৫ পর্যন্ত সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞাপনে নির্ধারিত A4 সাইজের কাগজের ফরম্যাটে সম্পূর্ণ আবেদনপত্র পূর্ণ করে তার সাথে এপ্লিকেশন ফিস দিয়ে জমা দেবেন। প্রার্থীরা আবেদনপত্র ও তার সাথে সমস্ত কাগজপত্রসহ একটি মুখবন্ধ খামে উপরে রিক্রুটমেন্ট এগেইনস্ট স্পোর্টস কোটা ফর ফর দা ইয়ার ২০২৪-২৫ ইন লেভেল-১ অথবা লেভেল-২ একথা লিখে নির্দিষ্ট ঠিকানায় ডাক মারফত পাঠিয়ে দেবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রার্থীরা আবেদনপত্র নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেবেন:
জেনারেল ম্যানেজার(পার্সোনেল), রিক্রুটমেন্ট সেল, রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা-১৪৪৬০২।
Application Fees in Rail Coach Factory Kapurthala Recruitment 2025
অসংরক্ষিত আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞাপনে দেওয়া কোম্পানির ব্যাঙ্ক একাউন্টে ৫০০/-(পাঁচশত) টাকা ট্রান্সফার করতে হবে ও রিসিট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
SC/ST/Ex-Servicemen/Persons with Disability/Women/Minorities and Economic Backward Class আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞাপনে দেওয়া কোম্পানির ব্যাঙ্ক একাউন্টে ২৫০/-(দুইশ পঞ্চাশ) টাকা ট্রান্সফার করতে হবে ও রিসিট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
ডকুমেন্ট কি লাগবে
উপযুক্ত প্রার্থীরা নিচে দেওয়া ডকুমেন্টসগুলি এটাস্টেড করে পাঠাবেন:
- প্রার্থীর নিজের ছবি।
- জন্মের শংসাপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- স্পোর্টস অ্যাচিভমেন্ট এর সমস্ত সার্টিফিকেট।
- কাস্ট(SC/ST/OBC) সার্টিফিকেট।
- EWS সার্টিফিকেট।
- নো অব্জেকশন সার্টিফিকেট।
- এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।
নিয়োগ পদ্ধতি
উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউ ও ট্রায়ালে ডাকানো হবে। ট্রায়ালে ফিট প্রার্থীদের পরবর্তী ধাপগুলিতে যোগ্যতা যাচাই করা হবে ও নির্বাচন করা হবে। প্রার্থীদের সিলেকশন প্রসিজার (Rail Coach Factory Kapurthala Recruitment 2025) নিচে দেওয়া হলো:
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Related Article