Punjab National Bank Recruitment 2025: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ভারত সরকারের একটি সুপরিচিত পাবলিক সেক্টর ব্যাঙ্ক। সম্প্রতি এই ব্যাঙ্ক তাদের টিমের জন্য কিছু পুরুষ খেলোয়াড়দের নিয়োগ করার উদ্যোগ নিয়েছে।
যে সব যোগ্য প্রতিভাবান খেলোয়াড়রা বহুল পরিচিত এই ব্যাঙ্ক টিমের সাথে যোগ হয়ে নিজেদের প্রতিভাকে জাতীয় বা আন্তর্জাতীয় স্তরে আরো মেলে ধরতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।
তাই, ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞাপনে দেওয়া পদের নাম, নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য এই প্রতিবেদন থেকে জেনে নিতে পারেন।
Important Dates
বিজ্ঞপ্তি ও আবেদন জমা শুরু | ০১-০১-২০২৫ থেকে |
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ২৪-০১-২০২৫ পর্যন্ত |
নিয়োগকারী দপ্তর
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ভারত সরকারের পাবলিক সেক্টর ব্যাঙ্ক।
পদের নাম
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার সিনিয়র হকি টীম এর জন্য হকি প্লায়ার্স (মেইল) ইন ক্লেরিক্যাল/সাবর্ডিনেট ক্যাডার এ নিচে দেওয়া নামে/পদে নেবে:
- কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (স্পোর্টসপারসন-মেইল), ক্লারিক্যাল গ্রেড।
- অফিস অ্যাসিস্ট্যান্ট (স্পোর্টসপার্সন- মেইল), সাবর্ডিনেট গ্রেড।
Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।
Vacancy in Punjab National Bank Recruitment 2025
মোট ৯টি শূন্যপদে লোক নেওয়া হবে।
বেতন কাঠামো
পদ | বেতনকাঠামো |
কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (স্পোর্টসপারসন-মেইল) | এই পদে নিয়োগপ্রাপ্তরা ২৪,০৫০ টাকা থেকে ৬৪,৪৮০/- টাকা মূল বেতনে যোগ দেবেন। |
অফিস অ্যাসিস্ট্যান্ট (স্পোর্টসপার্সন- মেইল) | এই পদে নিয়োগপ্রাপ্তদের ১৯,৫০০ থেকে ৩৭,৮১৫ টাকা মূল বেতনে দেওয়া হবে। |
প্রার্থীদের মূল বেতনের সাথে বিভিন্ন ভাতাদি যোগ হয়ে মোট বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদন (Punjab National Bank Recruitment 2025) করতে হলে প্রার্থীদের ২৪-০১-২০২৫ অনুযায়ী স্নাতক হতে হবে তার সাথে রাজ্য বা দেশের হয়ে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে হকি খেলায় প্রতিনিধিত্ব করার প্রমান দেখাতে হবে। এছাড়া এই পদে আবেদনকারীদের শারীরিক দক্ষতায় জাতীয় পুরস্কারে ভূষিত ক্রীড়াবিদ হতে হবে ।
বয়সসীমা
পদ | বয়স |
কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (স্পোর্টসপারসন-মেইল) | ০১-০১-২০২৫ অনুযায়ী সর্বনিন্ম ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। |
অফিস অ্যাসিস্ট্যান্ট (স্পোর্টসপার্সন- মেইল) | ০১-০১-২০২৫ অনুযায়ী আবেদনকারীদের সর্বনিন্ম ১৮ বছর ও সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। |
বয়সের ছাড়
SC/STদের ক্ষেত্রে ৫ বছর ও OBC(NCL )দের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় আছে।
How to Apply in Punjab National Bank Recruitment 2025
ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করবেন। প্রার্থীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে এপ্লিকেশন পূর্ণ করবেন ও তার সাথে সমস্থ নথি জুড়ে দিয়ে আবেদন করবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রার্থীরা একটা আবেদনপত্রসহ সমস্ত নথি একটা মুখবন্ধ খামে একথাটি-Recruitment of 09 Hockey Players(Male) in Punjab National Bank (FY 2024-25) লিখে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এ নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেবেন :
The Chief Manager (Recruitment Section), Human Resource Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No.4, Sector 10, Dwarka, New Delhi-110075.
আবেদন ফী (Punjab National Bank Recruitment 2025)
এই পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের কোনো এপ্লিকেশন ফী বা ইন্টিমেশন চার্জ দিতে হবে না।
প্রার্থীরা কি কি নথি দেবেন
- জন্মের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট।
- স্থায়ী বাসিন্দার সাটিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট যেমন SC /ST /OBC ইত্যাদি।
- নো অব্জেকশন সার্টিফিকেট।
- রাজ্য বা দেশের হয়ে জাতীয়/আন্তর্জাতিক স্তরে হকি খেলার অ্যাওয়ার্ড/ সার্টিফিকেট ইত্যাদি। এছাড়া চাহিদামত অন্নান্য প্রয়োজনীয় সব নথি।
নিয়োগ পদ্ধতি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হকি প্লেয়ার (মেইল) ইন ক্লেরিক্যাল / সাবর্ডিনেট ক্যাডার নিয়োগ (Punjab National Bank Recruitment 2025) হবে তিনটি পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে যথা স্পোর্টস পারফরমেন্স, ফিল্ড ট্রায়ালস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। সংক্ষিপ্ত তালিকা করে ফিল্ড ট্রায়াল এর জন্য ডাকা হবে। ফিল্ড ট্রায়ালের রেজাল্ট এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত বাছাইয়ের জন্য ইন্টারভিউতে ডাকা হবে।
আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞাপন দেখে সমস্ত শর্তাবলী সম্পর্কে অবহিত হয়েই আবেদন করতে হবে।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Related Articles