Physical Education Teacher: শারীরশিক্ষক পদে নিয়োগে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
Physical Education Teacher

Physical Education Teacher: যারা শিক্ষাদপ্তরে চাকরি করতে চাই তাদের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে এল। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ মহিলাদের কাছ থেকে এই পদে পরীক্ষার জন্য আবেদনপত্র আহ্ববান করেছে।

ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা সরকারের শিক্ষাদপ্তর এর মাধ্যমে শারীরশিক্ষক পদে নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ২০২৪ (STPET) ঘোষণা করেছে।

আগ্রহী প্রার্থীরা নিন্মে উল্লেখিত নিয়োগের বিশদ বিবরণ যেমন পদসংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার ফিস, স্যালারি, পরীক্ষা পদ্ধতি, নিয়োগপদ্ধতি, সিলেবাস ইত্যাদি জেনে আবেদন করতে পারেন।

Important Dates

রেজিস্ট্রেশন এবং অনলাইন এপ্লিকেশন শুরু১৫-০১-২০২৫ তারিখ বিকাল ৪:০০ থেকে
রেজিস্ট্রেশন এবং অনলাইন এপ্লিকেশন করার শেষ তারিখ২২-০১-২০২৫ বিকাল ৪:০০ পর্যন্ত
Physical Education Teacher

নিয়োগকারী দপ্তর

ত্রিপুরা সরকারের শিক্ষাদপ্তর, আগরতলা।

পরীক্ষা ও পদের নাম

পরীক্ষার নামপদের নাম
Selection Test for Physical Education Teacher (STPET)-2024Physical Education Teacher

শূন্য পদের সংখ্যা

এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ১৬৫টি পদ পূরণ করা হবে। তার মধ্যে UR-৬৫ টি,SC-২১ টি ও ৩৯টি পদ ST দের জন্য সংরক্ষিত আছে।

Physical Education Teacher

Read More: দীর্ঘদিন পর রাজ্যে TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হল। চাকরিপ্রার্থীদের সামনে দারুন সুযোগ।

বেতন কাঠামো

যেহেতু এই পদগুলি ৫ বছরের জন্য ফিক্সড পে হিসাবে থাকে, তাই মনোনীত প্রার্থীরা ত্রিপুরা পে ম্যাট্রিক্স ২০১৮ এর লেভেল-১০ এর ৭৫% ফিক্সড পে হিসাবে ২৬,০২৫ টাকা প্রতিমাসে পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই এই নিয়োগ পরীক্ষায় (Physical Education Teacher) বসতে হলে আবেদনকারী প্রার্থীদের B.Sc/B.P.Ed/B.P.E/B.P.Ed(Integrated)/M.P.Ed থাকতে হবে তার সাথে বাংলা বা ককবরক ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

১৮-১২-২০২৪ পর্যন্ত হিসাব করে প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা ৪০ এর মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/PH/Government Servant দের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমার ৫ বছর ছাড় পাবেন। তবে এক্স-সার্ভিসেমেন রা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

How to Apply for Physical Education Teacher

প্রার্থীরা টিআরবিটি’র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে “Apply Online” লিংক এ ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে “Selection Test for Physical Education Teacher (STPET)-2024” লিংক এ গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য সাথে নিজের ছবি ও স্বাক্ষর দিয়ে অনলাইন এ এপ্লিকেশন সাবমিট করবেন।

আবেদন ফি

Unreserved Category প্রার্থীরা ৩০০ টাকা Debit Cards/Credit Cards/Internet Banking এর মাধ্যমে এপ্লিকেশন ফী অনলাইন জমা দিতে হবে। তবে SC/ST/PH Category প্রার্থীরা ২০০ টাকা এপ্লিকেশন ফী জমা দেবেন।

কি ডকুমেন্ট প্রয়োজন

এই পরীক্ষায় (Physical Education Teacher) বসতে হলে আবেদনকারী প্রার্থীদের আবেদন করার সময় নিচে দেওয়া ডকুমেন্টগুলি সাথে রাখতে হবে:

  • স্ক্যান করা ফটোগ্রাফ।
  • স্ক্যান করা স্বাক্ষর।
  • স্ক্যান করা স্বাক্ষর।
  • ইমেইল আইডি/ফোন নম্বর।
  • শিক্ষাগত যোগ্যতার মার্ক্স্।

প্রার্থীরা মনে রাখবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় সমস্ত ডকুমেন্টস যেমন Photo Id/Proof of Date of Birth/Certificates of all Educational Qualification/ No-Objection Certificate/ Caste Certificate ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে।

নিয়োগ পদ্ধতি (Physical Education Teacher)

এই পদে আবেদনকারী প্রার্থীদের STPET-2024 পরীক্ষার ফলাফল ও তারসাথে ডকুমেন্টস ভেরিফিকেশন এর পর মেরিট লিস্ট অনুযায়ী শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে প্রার্থীদের পরীক্ষায় কম করে ৫০% মার্ক্স্ পেতে হবে যেটা SC/ST/PH দের ক্ষেত্রে ৫% শিথিল করা হয়েছে।

Important Links

Official Short NoticeDownload
Official Detailed NoticeDownload
Official WebsiteClick Here
SyllabusDownload
Register and Apply LinkClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment