NPCIL Executive Trainee Recruitment 2025: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ ট্রেইনী নিয়োগ! শূন্যপদ ৪০০টি।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
NPCIL Executive Trainee Recruitment 2025

NPCIL Executive Trainee Recruitment 2025: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি একটি নুতন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪০০টি শূন্যপদে ‘এক্সিকিউটিভ ট্রেইনী’ পদে নিয়োগ করবে। এই পদে নিয়োগ প্রাপ্তদের জন্য মোটা বেতনসহ অনেক সুযোগ সুবিধা রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলে হয়েছে।

NPCIL এর ‘এক্সিকিউটিভ ট্রেইনী’ (NPCIL Executive Trainee Recruitment 2025) পদে আবেদন করতে হলে-কি কি পদে ট্রেইনী নিয়োগ করা হবে, আবেদনের বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, স্যালারি কত দেওয়া হবে, আবেদন ফী কত জমা দিতে হবে এবং কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয় এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

Important Dates

অনলাইন আবেদন শুরু১০ এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০টা থেকে
আবেদনের শেষ তারিখ৩০ এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০০টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

পদের নামশূন্য পদের সংখ্যা (NPCIL Executive Trainee Recruitment 2025)

‘এক্সিকিউটিভ ট্রেইনী’ পদে মোট ৪০০ শূন্যপদে নিয়োগ করবে। এই পদগুলির মধ্যে-

১) মেকানিক্যাল-১৫০টি
২) কেমিক্যাল-৬০টি
৩) ইলেক্ট্রিক্যাল-৮০টি
৪) ইলেকট্রনিক্স-৪৫টি
৫) ইন্সট্রুমেন্টেশন-২০টি
৬) সিভিল-৪৫টি

Read More: জাতীয় ভূ-পদার্থ গবেষণা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ!

বেতন কাঠামো

এই পদগুলিতে নির্বাচিত ট্রেইনিরা প্রতিমাসে ৭৪,০০০/- করে স্টাইপেন্ড পাবেন। ট্রেনিং শেষে নির্বাচিত প্রার্থীরা Scientific Officer/C in Group ‘A’ পদে ৭ম বেতন কমিশনের সুপারিশকৃত পে লেভেল-১০ এর পে ম্যাট্রিক্স ৫৬,১০০ /-তার সাথে কেন্দ্রীয় সরকারের সমস্ত ভাতা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে দেওয়া এক্সিকিউটিভ ট্রেইনী (NPCIL Executive Trainee Recruitment 2025) পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা যেই পদে আবেদন করতে চান, সেই পদের প্রাসঙ্গিক বিষয়ে (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং) ৬০% নম্বরসহ B.E./B.Tech পাশ হতে হবে।

এবং

প্রার্থীদের একই ইঞ্জিনিয়ারিং বিভাগে কোয়ালিফাইং ডিগ্রী হিসাবে GATE-2023 অথবা GATE-2024 অথবা GATE-2025 স্কোর থাকতে হবে

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের ৩০-০৪-২০২৫ অনুযায়ী বয়স হিসাব করা হবে। General/EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর বয়স হতে হবে। প্রার্থীদের জন্ম ৩০-০৪-১৯৯৯ এর পরে হতে হবে।

বয়সের ছাড়

OBC (NCL) প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ৩ বছর, SC/ST প্রার্থীদের ৫ বছর এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমার ১০ বছর ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (NPCIL Executive Trainee Recruitment 2025)

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইটের ‘এপলাই অনলাইন’ সেক্শনে গিয়ে প্রার্থীদের প্রথমে GATE 2023/2024/2025 এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইমেইলে পাঠানো লিংকের মাধ্যমে একাউন্ট এক্টিভেট করে সমস্ত তথ্য দিয়ে এপ্লিকেশন পূর্ণ করবেন এবং তার সাথে ফটোগ্রাফ, স্বাক্ষর আপলোড করবেন। শেষে এপ্লিকেশন ফী দিয়ে এপ্লিকেশন সাবমিট করবেন ও এপ্লিকেশন কপি নিজের কাছে রাখবেন।

আবেদন ফি

General (UR )/EWS/OBC পুরুষ প্রার্থীদের ৫০০/- এপ্লিকেশন ফী অনলাইনে জমা দিতে হবে। Female, SC/ST, PwBD, Ex Servicemen, Dependents of Defence Personnel Killed in Action (DODPKIA) এবং NPCIL এমপ্লয়ী প্রার্থীদের ফী দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

আবেদন করা প্রার্থীদের GATE Score এর মাধ্যমে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে ও document verification করা হবে। যদিও ইন্টারভিউর পর মেডিকেল টেস্ট করা হবে, কিন্তু ইন্টারভিউর পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট বা সিলেকশন (NPCIL Executive Trainee Recruitment 2025) করা হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Online RegistrationClick Here

Related Article

ভারত সরকারের অস্ত্র গবেষণা কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া শুরু ! শূন্যপদ ৭০টি।

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment