NCL JSA Recruitment 2025: জাতীয় রাসায়নিক পরীক্ষাগারে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
NCL JSA Recruitment 2025

NCL JSA Recruitment 2025: ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, পুনে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থা মোট ১৮টি শূন্যপদে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ৫ই মে তারিখের মধ্যে আবেদন করে এই সুযোগ গ্রহণ করতে পারেন।

ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে (NCL JSA Recruitment 2025) আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের কি যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, স্যালারি কত পাবেন, আবেদন কিভাবে করতে হবে, নিয়োগ কিভাবে করবে এবং অন্যান্য গুরুত্তপূর্ণ সব তথ্য এই প্রতিবেদন থেকে পেয়ে যাবেন।

গুরুত্তপূর্ণ তারিখ

অনলাইন আবেদন শুরু৭ এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০ টা থেকে
আবেদনের শেষ তারিখ৫ মে, ২০২৫ বিকাল ৫:৩০ টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

CSIR – ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, পুনে।

পদের নামশূন্য পদের সংখ্যা (NCL JSA Recruitment 2025)

১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (General)-মোট শূন্যপদ ১১টি।
২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Stores & Purchase)-মোট শূন্যপদ ৪টি।
৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Finance & Accounts)-মোট শূন্যপদ ৩টি ।

Read More: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগ! মাধ্যমিক পাশ থেকে আবেদন শুরু।

বেতন কাঠামো

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত চাকরিপ্রাপকরা গ্রুপ-সি (Non-Gazetted) ক্যাটেগরিতে সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্সের পে লেভেল– ২ তে (১৯,৯০০ – ৬৩,২০০/-) বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে DoPT-এর নিয়ম অনুযায়ী কম্পিউটারে ইংরেজিতে ৩৫ ওয়ার্ড প্রতি মিনিট/হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ০৫-০৫-২০২৫ তারিখে সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স হতে হবে।

বয়সের ছাড়

তবে সরকারি নিয়মে SC/ ST প্রার্থীদের ৫ বছর, OBC (Non-Creamy layer) প্রার্থীদের ৩ বছর, PwBD (Unreserved) প্রার্থীদের ১০ বছর সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হবে। এছাড়া আরো কিছু কিছু সংরক্ষিত পদের ক্ষেত্রে নির্দিষ্ট হারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (NCL JSA Recruitment 2025)

যেই সমস্ত আবেদনকারী ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে আবেদন করতে চান, তাদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের জব সেক্শনে গিয়ে রেজিস্ট্রেশন করে নির্দেশমতো সম্পূর্ণ তথ্য তার সাথে ফটোগ্রাফ, স্বাক্ষর ও ডকুমেন্টস জমা দেবেন। তারপর এপ্লিকেশন ফী জমা দিয়ে এপ্লিকেশন সাবমিট করবেন ও এপ্লিকেশনের কপি প্রিন্ট করে নেবেন।

আবেদন ফি

Unreserved (UR), OBC, এবং EWS প্রার্থীরা ৫০০/- এপ্লিকেশন ফী অনলাইন মোডে UPI, Net Banking, Credit, Debit cards ব্যবহার করে পেমেন্ট করতে হবে। Women/SC/ST/PwBD/Ex-Servicemen/CSIR Permanent Employees প্রার্থীদের ফী দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

আবেদন করা প্রার্থীদের OMR বেসড কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে।
Paper-I এ ১০০ প্রশ্নের(মান ২০০ নম্বর) মেন্টাল এবিলিটি টেস্ট নেওয়া হবে এবং এটাতে প্রার্থীদের কোয়ালিফাই করতে হবে।
Paper-II তে ৫০টি প্রশ্ন করে ১০০ টি প্রশ্নের জেনারেল অবরেনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
তারপর প্রার্থীদের কম্পিউটার টাইপিং এর প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এ যোগ্য প্রার্থী সিলেকশন (NCL JSA Recruitment 2025) করা হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Related Article

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ ট্রেইনী নিয়োগ! শূন্যপদ ৪০০টি।

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment