Myntra Recruitment: মিন্ত্রাতে নিশ্চিত চাকরি! বাড়িতে বসে কাজ করতে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
Myntra Recruitment

Myntra Recruitment: Myntra একটি জনপ্রিয় ফ্যাশন এবং ই-কমার্সের প্ল্যাটফর্ম যা ছোট বোরো সবার কাছেই পরিচিত। এবার এই সংস্থা চাকরিপ্রার্থীদের সামনে কর্মসংস্থানের পথ খুলে এগিয়ে এলো।

যেইসব চাকরিপ্রার্থীরা কোম্পানিতে চাকরি করতে চান ও ভালো ক্যারিয়ার গড়তে চান, Myntra এর এই ঘোষণা (Myntra Recruitment) তাদের জন্য সুবর্ণসুযোগ। এছাড়া যাদের বিভিন্ন কারণে বাইরে গিয়ে চাকরি করা সম্ভব হচ্ছে না তাদের জন্যও পথ খুলে রেখেছে এই ফ্যাশন এবং ই-কমার্সের কোম্পান। তারা Myntra-র বিভিন্ন পদে বাড়িতে বসে পার্ট টাইম কাজ করতে পারেন।

তাহলে চলুন, চাকরিপ্রার্থীদের সুবিদার্থে এই প্রতিবেদনে আমরা Myntra-র নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য যেমন পদের বিবরণ, যোগ্যতা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি।

কোম্পানির নাম

Myntra

এটি একটি জনপ্রিয় ফ্যাশন এবং ই-কমার্সের প্ল্যাটফর্ম যার হেডকোয়ার্টার ভারতের বেঙ্গালুরু এ অবস্থিত।

পদের নাম (Myntra Recruitment)

Customer Service, Sales, Data Entry সহ বিভিন্ন পদে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন Technology, Fashion, Strategy, Marketing & Creative, Corporate Services এবং Operations ইত্যাদি ডিপার্টমেন্ট এ লোক নিয়োগ করা হবে।

Read More: Amazon Company তে বাড়িতে বসে কাজ! আজই আবেদন করুন।

শূন্য পদের সংখ্যা

এই কোম্পানি প্রায় ৮৫০০ লোক নিয়োগের কথা জানিয়েছে।

বেতন কাঠামো

এই কোম্পানি যেমন বিভিন্ন পদে লোক নিয়োগ (Myntra Recruitment) করবে জানিয়েছে, তেমনই বিভিন্ন পদে ভিন্ন ভিন্ন স্যালারির কথাও জানিয়েছে। কোম্পানির নিয়ম অনুযায়ী পদ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্যালারি দেবে।

এই কোম্পানিতে মোটামুটি স্যালারির প্যাকেজ হবে ১,৫০,০০০ থেকে ৬,৫০,০০০/- টাকা প্রতি বছর বা এনুয়ালি।

শিক্ষাগত যোগ্যতা

Myntra তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পদ ও কোম্পানির নিয়ম অনুযায়ী যে কোনো স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউশন/ইউনিভার্সিটি থেকে 10th, 12th, Diploma, Graduate, Post Graduate পাশ করা লোক নেবে।

প্রার্থীদের দক্ষতা(Myntra Recruitment)

  • প্রার্থীদের কাস্টমার দের সাথে ভালোভাবে কথা বলার সক্ষমতা থাকতে হবে।
  • কাস্টমার দের সমস্যা বুঝে সমাধান করতে হবে।
  • নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে।
  • প্রার্থীদের MS-Word, MS-Excel ইত্যাদিতে কাজ করার বেসিক ক্ষমতা থাকতে হবে।
  • বাড়িতে বসে কাজ করতে চাইলে করতে পারেন তখন বাইরে যেতে হবে না।

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের নূন্যতম বয়স ১৮ হতে হবে। তবে বয়সের উর্দ্ধসীমা নাই।

বয়সের ছাড়

SC/ST/OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। SC/ST এর ক্ষেত্রে ৫ বছর আর OBC এর ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 

প্রার্থীরা Myntra এর অফিসিয়াল ওয়েবসাইট (Myntra Recruitment) এর অফিসিয়াল এনাউন্সমেন্ট সেকশন এ গিয়ে যেখানে লেখা থাকবে কোন কোন পদে লোক নিয়োগ করবে, কোন পদের বেতনভাতা কি, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত, দক্ষতাই বা কি বা আবেদন পদ্ধতি ইত্যাদি ভালোভাবে পরে নেবেন।

তারপর প্রার্থীরা Apply Online এ প্রেস করে প্রার্থীদের ইচ্ছা ও যোগ্যতা অনুযায়ী পদে সম্পূর্ণরূপে আবেদনপত্র পূরণ করে আবেদনপত্র ফাইনাল সাবমিশন করবেন। তবে আপনার আপডেটেড Resume/CV দিতে ভুলবেন না।

আবেদন ফী

Myntra তে আবেদন করতে প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।

কি কি Documents লাগবে

  • Educational Marksheets & Certificates
  • Identity proof-Aadhar Card, PAN Card, Voter ID, Passport etc.
  • Resume/CV
  • Mobile Number & Bank Pass Book
  • Photograph
  • Signature etc.

নিয়োগ পদ্ধতি

Myntra তে আবেদনকারী প্রার্থীদের ডাইরেক্ট সিলেকশন (Myntra Recruitment) করা হবে। এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না।

Job Location

প্রার্থীদের সারা ভারতে চাকরি করতে হবে। তবে যারা ওয়ার্ক ফ্রম হোম এপলাই করবেন তারা বাড়িতে বসেই কাজ করবেন।

Important Links

Official WebsiteClick Here
ApplyClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment