Kolkata Metro Rail Recruitment: কলকাতা মেট্রো রেল একটি সম্মানজনক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর এখানে চাকরি করা মানে নিজেকেও অনেক সম্মানিত অনুভব করা।
যারা কলকাতা মেট্রো রেলে চাকরি করতে চান তাদের জন্য সুযোগ নিয়ে এল ভারতের প্রথম মেট্রো রেল সংস্থা। সম্প্রতি কলকাতা মেট্রো রেল গ্রুপ-সি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় (Kolkata Metro Rail Recruitment) অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রতিবেদনটি দেখুন।
Important Dates
আবেদন জমা শুরু | ৩১-১২-২০২৪ থেকে |
আবেদন জমা করার শেষ তারিখ | ৩০-০১-২০২৫ সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা | ফেব্রুয়ারী, ২০২৫ |
নিয়োগকারী দপ্তর
মেট্রো রেল, কলকাতা।
পদের নাম
কলকাতা মেট্রো রেল Cultural Quota তে Tabla ও Synthesizer ডিসিপ্লিন/পোস্ট এ নিয়োগ করবে।
শূন্য পদের সংখ্যা
মোট শূন্যপদের সংখ্যা ২ টি।
Read More: আরবিআই তে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ! বেতন আশি হাজার টাকা।
বেতন কাঠামো (Kolkata Metro Rail Recruitment)
নির্বাচিত প্রার্থীরা গ্রুপ-সি তে ৭ম বেতন কমিশনের ওয় লেভেল-২ (যেটা পূর্বতন বেতন কমিশনের ১৯০০ টাকা গ্রেড পে ছিল) অনুযায়ী বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য (SC/ST/ESM & PWD দের ক্ষেত্রে ৫০% নম্বর অত্যাবশ্যক নয়) অথবা ITI/National Apprenticeship Certificate(NAC) approved by NCVT সহ মাধ্যমিক পাশ।
Cultural Qualification
তবলার ক্ষেত্রে সরকার স্বীকৃত সংস্থা বা ইউনিভার্সিটি থেকে তবলায় Degree/Diploma/Certificate থাকতে হবে ও একইভাবে সিন্থেসাইজার এর ক্ষেত্রেও সরকার স্বীকৃত সংস্থা বা ইউনিভার্সিটি থেকে সিন্থেসাইজার এ Degree/Diploma/Certificate থাকতে হবে।
বয়সসীমা
এই নিয়োগ পক্রিয়ায় (Kolkata Metro Rail Recruitment) Cultural Quota তে Tabla ও Synthesizer ডিসিপ্লিন/পোস্ট এ আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বয়সের ছাড়
SC /ST দের ক্ষেত্রে ৫ বছর, OBC দের ক্ষেত্রে ৩ বছর সর্বোচ্চ বয়সীমার ছাড় রয়েছে। এছাড়া এক্স-সার্ভিসম্যান, PwBD দের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া নির্দিষ্ট ফরম্যাট/এপ্লিকেশন ফর্ম সম্পূর্ণরূপে পূর্ণ করে তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জুড়ে দিয়ে মুখবন্ধ খামের উপরে ‘Application for the post of …………….., Discipline………………’ লিখে নির্দিষ্ট ঠিকানায় ডাক মাধ্যমে পাঠিয়ে দেবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Dy.CPO/Metro Railway, Kolkata at 33/1 J.L Nehru Road Metro Rail Bhavan Pin-7000071.
প্রার্থীরা একটি মুখবন্ধ খামে PCPO’s Office, Personal Department, 2nd Floor এই ঠিকানায় রাখা ড্রপ বাক্স ও জমা দিতে পারেন।
আবেদন ফি (Kolkata Metro Rail Recruitment)
প্রার্থীরা ৫০০ টাকা IPO অথবা যে কোনো ন্যাশনালইজেড ব্যাংকের Bank Draft এর মাধ্যমে পরীক্ষার ফী হিসাবে প্রদান করবেন। তবে IPO অথবা Bank Draft এই এড্রেস এ দিতে হবে FA & CAO, Metro Railway, Kolkata. SC/ST/Ex-Servicemen, PWD, Women, Minorities and Economically Backward Class রা ২৫০ টাকা একইভাবে দেবেন। তবে পরীক্ষার ফিস ফেরতযোগ্য আছে। এটা প্রার্থীরা ভালোকরে দেখে নেবেন।
ডকুমেন্ট কি লাগবে
একটি প্রার্থীরা নিচে দেওয়া ডকুমেন্টস গুলি self-attested করে জমা দেবেন:
- All certificates of Educational Qualification.
- Certificate in proof of age.
- SC/ST/OBC(NCL) Caste certificate.
- Income certificate for claiming EBC/EWS.
- Minority certificate.
- Disability certificate.
- Certificate of Cultural achievement.
- Certificates in languages other than English or Hindi.
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগ পদ্ধতিতে Stage-I (Written Test) ও Stage-II এর মাধ্যমে যোগ্য প্রার্থী চয়ন করা হবে। Stage-I এ ১ ঘন্টায় ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের Stage-II (Assessment of Talent in the Applied Discipline) তে অ্যাপ্লায়েড দিসসিপ্লিনের উপর এসেসমেন্ট করা হবে।
পরীক্ষার সিলেবাস
অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এর লিখিত পরীক্ষায় General Knowledge, General Science, General Mathematics, General English & Official Language, Professional knowledge & Reasoning and Aptitude বিষয়ের উপর প্রশ্ন করা হবে।
প্রার্থীরা আবেদন করার আগে বিজ্ঞাপনের (Kolkata Metro Rail Recruitment) সমস্ত শর্তাবলী যাচাই করে তারপর আবেদন করবেন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Related Articles