JIO Recruitment 2025: জিও কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম চাকরি! দশম পাশে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
JIO Recruitment 2025

JIO Recruitment 2025: রিলায়েন্স জিও ভারতের একটি শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি। এই কোম্পানি ২০১৬ সালে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্বারা প্রতিষ্ঠিত হয়। বলা হয়ে থাকে এই কোম্পানিই ভারতে টেলিযোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটায়।

যারা এই বিশ্ববিখ্যাত কোম্পানিতে কাজ করতে চান তাদের জন্য তার অনলাইন আবেদনের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারেন। জিও কোম্পানি ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। ইচ্ছুক প্রার্থীরা তাদের পছন্দমত পদে আবেদন করতে পারেন।

এই প্রতিবেদনে, আমরা জিও কোম্পানিতে বাড়িতে বসে কাজ করার মানে ওয়ার্ক ফ্রম হোম (JIO Recruitment 2025) এর জন্য আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, কাজের দায়িত্ব এবং আরও অনেক কিছু বিস্তারিতভাবে আলোচনা করব।

কোম্পানির নাম

রিলায়েন্স জিও।

রিলায়েন্স জিও একটি টেলিযোগাযোগ কোম্পানি। ভারতের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্তৃক ২০১৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতে 4G পরিষেবা চালু করে ভারতের টেলিযোগাযোগ বেবস্থাকে পুরোপুরি রূপে বদলে দিয়েছে। এরাই প্রথম সাশ্রয়ী দামের ডেটা ও ভয়েস প্ল্যান সরবরাহ করে ব্যাপক সাবস্ক্রাইবার বৃদ্ধি ঘটায়।

পদের নাম (JIO Recruitment 2025)

জিও কাস্টমার অ্যাসোসিয়েট-ফ্রীল্যান্সার। ওয়ার্ক ফ্রম হোম পদে।

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

স্যালারি

এখানে আপনার দক্ষতা, এক্সপেরিয়েন্স ও ইন্টারভিউর পর আপনাকে আপনার স্যালারি জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই জব করতে হলে আপনাকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হলেই হবে।

অভিজ্ঞতা

এখানে জব (JIO Recruitment 2025) করতে কোনো অভিজ্ঞতার দরকার নেই। তবে অভিজ্ঞতা থাকলে আপনাকে প্রাধ্যান্য দেওয়া হবে।

বয়সসীমা

এই কাজের কোন নির্ধারিত বয়সসীমা ধার্য্য করা হয়নি। তার মানে এখানে যে কোনো বয়সের ছেলে-মেয়েরা আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি

এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন (JIO Recruitment 2025) করতে হবে। আবেদন করতে হলে আপনাকে জিও কোরিয়ার্স এপ অথবা career.jio.com গিয়ে আবেদন করতে হবে।

এখানে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে পারেন। আপনি এখানে অসংখ্য পদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আপনার পছন্দ, যোগ্যতা ও আপনার দক্ষতা আপনার সফল ক্যারিয়ার গড়ে দিতে পারে। তাই অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী পদেই আবেদন করবেন।

আমরা এখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট-ফ্রীল্যান্সার পদে আবেদন পদ্ধতি বলে দিচ্ছি। জিও কোরিয়ার্স এপ ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিউ ইউসার দিয়ে নিজের একাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনাকে ছয়টা ধাপে যথা পার্সোনাল ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন, প্রেফারেন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স ও আড্ডিশনাল ইনফরমেশন ইত্যাদি দিয়ে আপনার প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে।

Role in JIO Recruitment 2025

জিও কাস্টমার অ্যাসোসিয়েট-ফ্রীল্যান্সার এ ক্লিক করলেই আপনি আপনার কাজ বুঝে যাবেন। এই পদের কাজ হল আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে। জিওর প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে ও কাস্টমারদের বুঝাতে হবে। জিও কানেকশন বিক্রি করতে হবে । নতুন কাস্টমার জিওতে আনতে হবে ও কাস্টমারদের জিও রিচার্জ করতে হেল্প করতে হবে।

দক্ষতা কি কি

  • লেখাপড়ার সাধারণ জ্ঞান মানে লিখতে ও পড়তে জ্ঞান থাকতে হবে।
  • স্মার্টফোনের ব্যবহার জানতে হবে।
  • স্থানীয় ভাষায় কথা কথা বলার জ্ঞান থাকতে হবে।
  • বিক্রি ও কাস্টমার পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে।
  • শিখার ক্ষমতা থাকতে হবে।
  • লক্ষ্য এবং ফলাফল ভিত্তিক কাজ করার ক্ষমতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে আপনি আপনার প্রোফাইল কমপ্লিট করে Apply Now করলেই আবেদন করা কমপ্লিট হয়ে যাবে। তবে চাকরি পাওয়ার আগে আপনাকে কিছু টেস্ট দিতে হবে।

আপনাকে এখানে তিনটা এসেসমেন্ট কমপ্লিট করতে হবে যথা-Assess Yourself, Scheduled Tests, Video Interview ইত্যাদি। তবে টেস্টগুলি একেবারে সহজ। টেস্ট কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিও ইন্টারভিউ নেওয়া হবে।

তারপর আপনার চাকরি Approve হয়ে গেলে আপনাকে একটা লেটার দেওয়া হবে যেখানে সমস্ত ইনফরমেশন যেমন স্যালারি কত, কোথায় চাকরি করবে, জব কন্ডিশন ইত্যাদি দেওয়া থাকবে। এইভাবেই জিও কোম্পানিতে কাজ (JIO Recruitment 2025) করতে পারেন।

পরীক্ষার সিলেবাস

এখানে কোনো সিলেবাস নেই। আপনাকে উপরে দেওয়া টেস্টগুলিতে একেবারে সহজ বা বেসিক কিছু প্রশ্ন করা হবে। এগুলিতে সহজেই পাশ করতে পারবেন।

Important Links

Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment