ITBP Recruitment 2025: আইটিবিপিতে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
ITBP Recruitment 2025

ITBP Recruitment 2025: ভারত সরকারের অনেকগুলি গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীর মধ্যে Indo-Tibetan Border Police Force বা ITBP একটি, যা আমাদের দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত রক্ষায় নিয়োজিত। প্রতিকূল আবহাওয়াতে ওনারা সবসময় অপ্রতিরোধ্য হয়ে আমাদের দেশকে রক্ষায় নিয়োজিত থাকেন।

প্রায় প্রতিবছর এই বাহিনী কিছু নতুন সদস্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (ITBP Recruitment 2025) প্রকাশ করে। এবছর ও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ITBP একটি বিজ্ঞাপন দিয়ে কিছু লোক নিয়োগের কথা জানিয়ে দিয়েছে।

এই প্রতিবেদনে আপনি ITBP এর এই নিয়োগ পক্রিয়ার সব প্রয়োজনীয় তথ্য – যেমন: যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পাবেন। যারা ITBP-তে যোগদান করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডলাইন হতে চলেছে।

চলুন শুরু করা যাক!

Important Dates

অনলাইন আবেদন শুরু২৪-১২-২০২৪ তারিখ সময় ০০:০১ AM থেকে
আবেদনের শেষ তারিখ২২-০১-২০২৫ রাত্র ১১:৫৯ PM পর্যন্ত

নিয়োগকারী দপ্তর

Indo-Tibetan Border Police Force, Ministry of Home Affairs, Government of India.

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

পদের নামশূন্য পদের সংখ্যা
হেড কনস্টবল ( মটর মেকানিক) ০৭ টি [UR-2, ST-3, OBC-1 & EWS-1]
কনস্টবল ( মটর মেকানিক) ৪৪ টি [UR-17, SC-7, ST-7, OBC-7 & EWS-6]

Read More: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এ নিয়োগ! সর্বনিন্ম বেতন প্রায় দেড় লক্ষ টাকা।

বেতন কাঠামো (ITBP Recruitment 2025)

পদের নামবেতন কাঠামো
হেড কনস্টবল ( মটর মেকানিক) ৭ম বেতনক্রম অনুসারে লেবেল ৪ (Rs.25,500-81,100/-) তার সাথে অন্যান্য ভাতাসমূহ।
কনস্টবল ( মটর মেকানিক) ৭ম বেতনক্রম অনুসারে লেবেল ৪ (Rs.21,700-69,100/-) তার সাথে অন্যান্য ভাতাসমূহ।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
হেড কনস্টবল ( মটর মেকানিক) যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ITI থেকে মোটর মেকানিক এর সার্টিফিকেট অথবা তিন বছরের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
কনস্টবল ( মটর মেকানিক) যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ ও তার সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ITI থেকে নিজ নিজ ট্রেডের সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট।

বয়সসীমা

এই পদগুলিতে (ITBP Recruitment 2025) আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ২২-০১-২০২৫ পর্যন্ত সর্বনিন্ম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্ম বয়স ২৩-০১-২০০০ থেকে ২২-০১-২০০৭ এর মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC(NCL)/EWS/Ex-Servicemen/Government Servant রা বয়সের ছাড় পেতে হলে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।

আবেদন পদ্ধতি (ITBP Recruitment 2025)

প্রার্থীরা ITBP এর ওয়েবসাইট https://www.itbpolice.nic.in এ গিয়ে Email Id ও Phone Number সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণরূপে অনলাইন এ ফর্ম পূরণ করে জমা দেবেন।

আবেদন ফী

UR, OBC এবং EWS Category প্রার্থীরা ১০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিয়োগ ফিস জমা করবেন। SC/ST/Ex-Servicemen দের ক্ষেত্রে কোনো ফী নেই।

নিয়োগ পদ্ধতি

এই পদে আবেদনকারী প্রার্থীদের প্রথমে ধাপে(Phase-I) Physical Efficiency Test ও Physical Standard Test এর পর দ্বিতীয় ধাপে (Phase-II) ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এরপর ১০০ মার্ক্স্ (G.K-10 Marks, Mathematices-10 Marks, Hindi or English-20 Marks & Trade Related Theory-60 Marks) এর অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড টেস্ট(CBT) হবে।

তৃতীয় ধাপে (Phase-III) ৫০ মার্ক্স্ (Vehicle Inspection-10 Marks, Identification of faults-10 Marks, Rectification of defects-25 Marks & Handling of tools-05 Marks) এর প্রাকটিক্যাল স্কিল টেস্ট নেওয়া হবে। সবগুলি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি হবে।

শেষে (Phase-IV) মেডিকেল টেস্ট ও তারপর চাকরির জন্য নির্বাচিত (ITBP Recruitment 2025) করা হবে।

Important Links

Official NoticeDownload Here
Official WebsiteClick Here
Apply NowClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment