IRCON International Recruitment 2025: ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড হল একটি প্রিমিয়ার নবরত্ন কোম্পানি যা ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীনে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এই কোম্পানি মূলত রেলওয়ে, হাইওয়ে, বিল্ডিং ইত্যাদি অবকাঠামো নির্মাণ প্রকল্পে নিযুক্ত।
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড দেশ ও বিদেশে এই নির্মাণ প্রকল্পের সফলতার জন্য খ্যাতি লাভ করেছে। সম্প্রতি এই সংস্থা বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষানবিশের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানায়।
যারা এই খ্যাতিসম্পন্ন কোম্পানিতে শিক্ষানবীশ হিসাবে যোগদান করতে চান, তাদের জন্য এই প্রতিবেদন বিজ্ঞাপনদের (IRCON International Recruitment 2025) সমস্ত বিষয় যেমন আবেদনের শেষ তারিখ, কি কি পদে এপ্রেন্টিসস নেবে, স্টাইপেন্ড কত পাবেন, যোগ্যতা কি, নির্বাচন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
Important Dates
অনলাইন আবেদন জমা শুরু | ৩১-১২-২০২৪ থেকে শুরু হয়ে গেছে |
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ১৫-০১-২০২৫ পর্যন্ত |
দপ্তর
ইরকণ ইন্টারন্যাশনাল লিমিটেড, ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের অধীনস্ত একটা সংস্থা।
কোন পদে নেবে
এই সংস্থা দুই শ্রেণীতে এপ্রেন্টিসস নেবে যথা গ্রাজুয়েট এপ্রেন্টিসস এবং টেকনিশান (ডিপ্লোমা) এপ্রেন্টিসস।
Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।
আসন সংখ্যা (IRCON International Recruitment 2025)
1.গ্রাজুয়েট এপ্রেন্টিসস এ মোট ২০ টি আসনের মধ্যে সিভিল ১৩টি, ইলেকট্রিকাল ৪টি, ও এস এন্ড টি ৩ টি আসন আছে। তার মধ্যে SC/OBC(NCL) ও UR দের জন্য সংরক্ষিত আসন আছে।
2. টেকনিশান (ডিপ্লোমা) এপ্রেন্টিসস এ ১০টি আসনের মধ্যে সিভিল ৭টি, ইলেকট্রিকাল ২টি ও এস এন্ড টি ১ টি আসন আছে। প্রার্থীরা সংরক্ষিত আসন সংখ্যা বিজ্ঞাপন থেকে দেখে নেবেন।
বৃত্তি
গ্রাজুয়েট এপ্রেন্টিসস | প্রতিমাসে ১০,০০০/- টাকা করে বৃত্তি পাবেন। |
টেকনিশান (ডিপ্লোমা) এপ্রেন্টিসস | প্রতিমাসে ৮,৫০০/- টাকা করে পাবেন। |
প্রশিক্ষণের সময়
ইরকন একবছর বা ১২ মাসের প্রশিক্ষণের জন্য এপ্রেন্টিসসের (IRCON International Recruitment 2025) নেবে।
শিক্ষাগত যোগ্যতা
গ্রাজুয়েট এপ্রেন্টিসস | প্রার্থীদের ০১-০১২-২০২৪ অনুযায়ী প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিভাগে স্নাতক বা তার সমতুল্য হতে হবে। |
টেকনিশান (ডিপ্লোমা) এপ্রেন্টিসস | এই বিভাগে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ০১-০১২-২০২৪ অনুযায়ী প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিভাগে ডিপ্লোমা বা তার সমতুল্য হতে হবে। |
বয়সসীমা
এই সংস্থায় এপ্রেন্টিসসে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বয়সের শিথিলকরণ
সরকার নির্ধারিত নিয়ম অনুসারে SC/STদের ক্ষেত্রে ৫ বছর ও OBC(Non-Creamy Layer)দের ক্ষেত্রে ৩ বছর ছাড়ের ব্যবস্থা আছে।
How to Apply in IRCON International Recruitment 2025
প্রার্থীরা তিন ধাপে অনলাইনে আবেদনপত্র পূর্ণ করবেন। প্রথমে বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীদের নিজের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূর্ণ করবেন। শেষে ফটোগ্র্রাফ, স্বাক্ষর এবং সব সার্টিফিকেট দিয়ে এপ্লিকেশন সাবমিট করবেন।
এপ্লিকেশন পাঠানোর ঠিকানা
আবেদনকারীরা জমা দেওয়া এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি করে ডিক্লারেশন এর নিচে স্বাক্ষর করে তার সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ এটাস্টেড করে ২৫-০১-২০২৫ এর মধ্যে নিচে দেওয়া ঠিকানায় মুখবন্ধ খামে করে পাঠাতে হবে। খামের উপরে অবশ্য Application for the Engagement of Apprentices as per Apprentices Act 1961-Advt No.A01/2024-একথা লিখে পাঠাতে হবে। ঠিকানা হল:
JGM/HRM,
Ircon International Limited,
C-4, District Centre,
Saket, New Delhi-110017
ডকুমেন্ট কি লাগবে
- জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট।
- কাস্ট(SC/ST/OBC) সার্টিফিকেট।
- EWS সার্টিফিকেট।
- পরিচয় পত্র।
- ফটোগ্রাফ।
- স্বাক্ষর।
মনে রাখবেন, প্রার্থীদের ডকুমেন্ট পাঠানোর সময় অবশ্যই সেলফ এটাস্টেড করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
যোগ্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে গঠিত মেধা তালিকার ভিত্তিতেই নির্বাচন (IRCON International Recruitment 2025) করা হবে।এখানে কোনো ইন্টারভিউ হবে না জানিয়ে দেওয়া হয়েছে।
প্রার্থীরা এপ্রেন্টিসসের নোটিফিকেশন ভালোকরে পরে আবেদনের যোগ্য মনে হলেই আবেদন করবেন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply | Click Here |
Related Articles
- ভারতীয় রেলে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।
- ইউকো ব্যাঙ্ক এ একাধিক পদে নিয়োগ! যোগ্যতা স্নাতক।
- এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে চাকরি! শীঘ্রই আবেদন কর।
- আইটিবিপিতে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।