India Post Driver Recruitment 2025: ভারত সরকারের ডাক বিভাগে নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
India Post Driver Recruitment 2025

India Post Driver Recruitment 2025: ভারত সরকারের ডাক বিভাগ একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাঝারি বা অল্পশিক্ষিত ছেলেমেয়েদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। শুধু তাই নয় এই চাকরি আবার ভারত সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন এই ডাক বিভাগে।

তাই যারা ভারত সরকারের ডাক বিভাগে চাকরি করতে তার অবশ্যই এই নিয়োগের বিজ্ঞপ্তিতে (India Post Driver Recruitment 2025) দেওয়া সমস্ত তথ্য যেমন পদের নাম, প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতনভাতা, আবেদনফী, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নেবেন।

Important Dates

বিজ্ঞপ্তি জারি ১৪-১২-২০২৪ তারিখ
আবেদন জমার দেওয়ার শেষ তারিখ১২-০১-২০২৫ সন্ধ্যা ৫ টা পর্যন্ত

নিয়োগকারী দপ্তর

ডিপার্টমেন্ট অফ পোস্টস, ভারত সরকার।

পদের নাম ও শূন্যপদ সংখ্যা

Name of the postVacancy
Staff Car (Driver)18 (Ur-17,EWS-01,ST-01)

Read More: রেলওয়েতে গ্রুপ-ডি নিয়োগ! শূন্যপদ ৩২০০০। দ্রুত আবেদন করুন।

কোন ডিভিশনে বা ইউনিটে নিযুক্তি পাবেন

যোগ্য প্রার্থী বাছাইয়ের পর (India Post Driver Recruitment 2025) প্রার্থীদের মেরিট কাম প্রেফারেন্স এর ভিত্তিতে বিভিন্ন ডিভিশন বা ইউনিটে দেওয়া হবে। আবেদনপত্রে প্রেফারেন্স দেওয়ার জন্য প্রার্থীরা কোন কোন ডিভিশন বা ইউনিটে কত সংখ্যক শূন্যপদ আছে টা নিচে দেখে নিন:

India Post Driver Recruitment 2025

বেতন কাঠামো

স্টাফ কার ড্রাইভারদের প্রাথমিক বেতন ৭ম বেতন কমিশনের পে লেভেল-২ (১৯,৯০০/-টাকা)তে স্থির হবে ও তার সাথে কেন্দ্রীয় সরকারের সমস্ত ভাতা যোগ হয়ে মূল বেতন পাবেন।

India Post Driver Recruitment 2025

Educational Qualification in India Post Driver Recruitment 2025

মাধ্যমিক পাশ তার সাথে হালকা ও ভারী গাড়ির লাইসেন্সসহ গাড়ির চালানোর অভিজ্ঞতা ও গাড়ির কলকব্জা সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন।

India Post Driver Recruitment 2025

বয়সসীমা

এই পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

OBC দেড় ক্ষেত্রে ৩ বছর, SC দেড় ক্ষেত্রে ৫ বছর আর এক্স-সার্ভিসম্যান দের ক্ষেত্রে ৩ বছর ছাড়ের ব্যবস্থা আছে।

আবেদন পদ্ধতি 

আবেদনকারী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বিজ্ঞাপনে দেওয়া নির্দিষ্ট আবেদনপত্র পূর্ণ করে সমস্ত কাগজপত্রসহ স্পীডপোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে চিফ পোস্ট মাস্টার জেনারেল, বিহার সার্কেল এ পাঠাতে হবে।

আবেদন ফী (India Post Driver Recruitment 2025)

আবেদনপত্রের সাথে প্রার্থীরা যে কোনো পোস্ট অফিস থেকে ১০০ টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা UCR এপ্লিকেশন ফী হিসাবে জুড়ে দিতে হবে।


পরবর্তী সময় সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ৪০০ টাকা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা UCR এর মাধ্যমে পরীক্ষার ফী হিসাবে দিতে হবে। SC/ST/Female প্রার্থীদের এই ফিস দিতে হবে না।

কি কি ডকুমেন্টস জমা দেবেন

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের নিচে দেওয়া নথিগুলি আবেদনপত্রের সাথে জুড়ে দিতে হবে:

  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট।
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ড্রাইভিং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • এক্স-সার্ভিসম্যান এর প্রমাণপত্র।

নিয়োগ পদ্ধতি

আবেদনকরা প্রার্থীদের প্রাথমিক কাগজপত্র যাচাইয়ের পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটস দের ট্রেড টেস্ট/ড্রাইভিং টেস্টে হালকা ও ভারী গাড়ি চালানোর দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় পাশ করা প্রার্থীরা যোগ্য ও চাকরিপ্রাপক (India Post Driver Recruitment 2025) হিসাবে বিবেচিত হবেন।

India Post Driver Recruitment 2025

Important Links

Official WebsiteClick Here
Official Notification & Application FormDownload Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment