IAF AGNIVEER VAYU: ভারতীয় বায়ুসেনাতে লোক নিয়োগ! আবেদনকারীদের জন্য দারুন সুযোগ।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
IAF AGNIVEER VAYU

IAF AGNIVEER VAYU: যারা ভারতীয় বায়ুসেনাতে যোগ দিতে চান তাদের জন্য দারুন সুযোগ। ভারতীয় বায়ুসেনা অগ্নিবীরবায়ু পদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। বায়ুসেনাতে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।

ভারতীয় বায়ুসেনা অগ্নিবীরবায়ু পদে নিয়োগের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলাদের কাছ থেকে দরখাস্ত আহব্বান করেছে। ইচ্ছুক ভারতীয় পুরুষ ও মহিলারা নির্দিষ্ট শর্ত বা যোগ্যতার পূরণের সাপেক্ষে বা ভিত্তিতে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন।

এই প্রতিবেদনে আমরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদে আগ্রহী প্রার্থীদের বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি,আবেদন ফি, ডকুমেন্ট, নিয়োগ পদ্ধতি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Important Dates

আবেদন শুরু 07 January 2025 at 11:00 Hours
আবেদনের শেষ তারিখ ও সময়27 January 2025 at 23:00 Hours

নিয়োগকারী দপ্তর

Indian Air Force, Government of India.

পদের নাম

AGNIVEERVAYU INTAKE 01/2026 under Agnipath Scheme.

বেতন কাঠামো (IAF AGNIVEER VAYU)

অগ্নিবীরবায়ু (IAF AGNIVEER VAYU) পদে নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী Risk and Hardship allowances, Dress and Travel allowances, ration, clothing, accommodation and Leave Travel Concession (LTC), ৪৮ লক্ষ টাকার non-contributory Life Insurance cover ও বাৎসরিক ইনক্রিমেন্ট  ইত্যাদিসহ প্রতিমাসে ৩০,০০০ টাকা পাবেন।

Agniveer Scheme সম্পর্কে প্রার্থীরা অবশ্যই অবগত আছেন। অগ্নিবীরবায়ু (IAF AGNIVEER VAYU) পদে নির্বাচিত প্রার্থীরা ৪ বৎসর এর জন্য সেবানিধি প্যাকেজ এর অধীনে কাজ করবেন। ৪ বৎসর পরে প্রায় ১০.০৪ লক্ষ টাকা পাবেন।  অগ্নিবীরবায়ু নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো :

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড(Central/State/UT) থেকে ইংরেজিতে ৫০% মার্ক্স্ সহ ১০+২/ ডিপ্লোমা ইন ইঞ্জিনারিং অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ন্ন হতে হবে। নিচে আরো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হলো:

বয়স সীমা

অগ্নিবীরবায়ু প্রার্থীদের বয়স 1st January 2005 থেকে 1st July 2008 পর্যন্ত সর্বোচ্চ ২১ বৎসর হতে হবে।

How to Apply IAF AGNIVEER VAYU ?

অগ্নিবীরবায়ু প্রার্থীরা শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে https://agnipathvayu.cdac.in এই ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন পর আবদেন পত্র জমা দেবেন। তবে অনলাইন এ আবেদনপত্র পূরণ করার আগে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র যেমন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ছবি, বাম বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, প্রার্থীদের পিতামাতার সই ইত্যাদি প্রস্তুত করে রাখবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

আবেদনকারীরা অগ্নিবীরবায়ুর ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in গিয়ে শুধুমাত্র অনলাইন এ আবেদন করতে পারবেন।

আবেদন ফি

প্রার্থীরা Rs.550/- plus GST অনলাইন পদ্ধতিতে Debit Card/Credit Card/Internet Banking through payment gateway এর মাধ্যমে জমা দেবেন।

ডকুমেন্ট কি লাগবে

+ অনলাইন এ আবেদন করার জন্য নিচে দেওয়া কাগপত্রগুলি বা ডকুমেন্টগুলি আপলোড করতে হবে:

(ক) দশম শ্রেণী/ম্যাট্রিকুলেশন পাসের সার্টিফিকেট।
(b) আবাসিক শংসাপত্র/COAFP শংসাপত্র।
(c) ইন্টারমিডিয়েট/10+2 বা সমমানের মার্কশিট।

অথবা

3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ফাইনাল ইয়ারের মার্কশিট (যদি 3 বছরের ভিত্তিতে আবেদন করা হয়
যা একটি সরকার থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নির্ধারিত ধারায় স্বীকৃত পলিটেকনিক) এবং
ইন্টারমিডিয়েট/ম্যাট্রিকুলেশন মার্কশিট (যদি ইংরেজি ডিপ্লোমা কোর্সে একটি বিষয় না হয়)।

অথবা

2 বছরের ভোকেশনাল কোর্স ইংরেজি, পদার্থবিদ্যা এবং গণিত বিষয় সহ নন-ভোকেশনাল কোর্সের মার্কশিট।
(গ) উচ্চ শিক্ষার যোগ্যতা/অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেট, যদি থাকে।
(d) নির্দিষ্ট বর্ণনা করে দেওয়া পাসপোর্ট আকারের সাম্প্রতিক রঙিন ছবি (নভেম্বর 2024 এর আগে তোলা হয়নি এমন)।
(ঙ) প্রার্থীর বাম হাতের বুড়ো আঙুলের ছাপের ছবি (আকার 10 KB থেকে 50 KB)।
(f) প্রার্থীর স্বাক্ষরের ছবি (আকার 10 KB থেকে 50 KB)।
(ছ) প্রার্থীর পিতামাতার (পিতা/মা) / অভিভাবকের স্বাক্ষরের ছবি (যদি প্রার্থীর
অনলাইন আবেদন পূরণের তারিখে 18 বছরের কম)।

নিয়োগ পদ্ধতি

IAF AGNIVEER VAYU পদে আবেদনকারী প্রার্থীদের Phase-I Online Test এর পর Shortlisted Candidate দের Phase-II পরীক্ষার ও কাগজপত্র যাচাই করার জন্য ডাকা হবে। তারপর (Physical Fitness Test -I &Physical Fitness Test -II) ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও এডাপ্টিবিলিটি টেস্ট(Adaptability Text-I & Adaptability Text-I)এর পর Phase-III তে মেডিকেল এক্সামিনেশন(Medical Examination) হবে।

পরীক্ষার সিলেবাস

প্রার্থীদের সুবিধার জন্য Phase-I পরীক্ষার নমুনা নিচে দেওয়া হলো:

Important Links

Official NoticeDownload
Official WebsiteClick Here
Register and Apply LinkClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment