HPCL Junior Executive Recruitment: হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ! শূন্যপদ ২৩৪ টি।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
HPCL Junior Executive Recruitment

HPCL Junior Executive Recruitment: ভারত সরকারের অধিগৃহীত একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হলো হিন্দুস্থান পেট্রোলিয়াম কপোরেশন লিমিটেড বা HPCL। HPCL সম্প্রতি বিভিন্ন শূন্যপদে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

এই প্রতিবেদনে আমরা আবেদন পদ্ধতি, বেতন কাঠামো, বয়সসীমা, আবেদন ফিস, এবং নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরছি। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই আবেদন (HPCL Junior Executive Recruitment) করতে ভুলবেন না।

Important Dates

অনলাইন এপ্লিকেশন জমা শুরু হবে১৫ জানুয়ারী ২০২৫ সকাল ৯:০০ টা থেকে
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ১৪ ফেব্রুয়ারী রাত্র ১১:৫৯ পর্যন্ত।

নিয়োগকারী কোম্পানি

হিন্দুস্থান পেট্রোলিয়াম কপোরেশন লিমিটেড, ভারত সরকারের অধিগৃহীত সংস্থা।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

মোট ২৩৪টি শূন্যপদে লোক নিয়োগ করবে তার মধ্যে জুনিয়র এক্সিকিউটিভ(মেকানিকাল)-১৩০টি, জুনিয়র এক্সিকিউটিভ(ইলেকট্রিকাল)-৬৫টি, জুনিয়র এক্সিকিউটিভ(ইন্সট্রুমেন্টেশন)-৩৭টি ও জুনিয়র এক্সিকিউটিভ(কেমিক্যাল)-২টি।

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

বেতন কাঠামো (HPCL Junior Executive Recruitment)

এই পদের নির্বাচিত প্রার্থীরা ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা পে স্কেল মূল বেতন স্থির হয়ে বাৎসরিক মোট বেতন হবে আনুমানিক ১০ লক্ষ ৫৮ হাজার। মোট বেতনে যুক্ত হবে ডিএ, এইচ আর এ, ক্যাফেটেরিয়া এলাউন্স, পারফরমেন্স রিলেটেড পে, রিটায়ারমেন্ট বেনিফিটস ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র এক্সিকিউটিভ(মেকানিকাল) পদের আবেদনকারী প্রার্থীদের রেগুলার মোডে ৩ বছরের ফুল টাইম মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

জুনিয়র এক্সিকিউটিভ(ইলেকট্রিকাল) পদের আবেদনকারী প্রার্থীদের রেগুলার মোডে ৩ বছরের ফুল টাইম ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

জুনিয়র এক্সিকিউটিভ(ইন্সট্রুমেন্টেশন) পদের আবেদনকারী (HPCL Junior Executive Recruitment) প্রার্থীদের রেগুলার মোডে ৩ বছরের ফুল টাইম ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

জুনিয়র এক্সিকিউটিভ(কেমিক্যাল) পদের আবেদনকারী প্রার্থীদের রেগুলার মোডে ৩ বছরের ফুল টাইম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা

এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/OBC(NCL)/Ex-Servicemen/PwBD শ্রেণীর আবেদনকারী প্রার্থীরা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে(www.hindustanpetrolium.com) ক্যরিয়ার অপশনে কারেন্ট ওপেনিং এ গিয়ে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে চাহিদামতো সমস্ত তথ্য এমনকি ফটো ও স্বাক্ষর দিয়ে সম্পূর্ণ আবেদনপত্র পূর্ণ করে অনলাইনে এপ্লিকেশন (HPCL Junior Executive Recruitment) জমা দেবেন।

আবেদন ফি

আবেদনকারী UR/OBC(NC)/EWS প্রার্থীরা ১১৮০/-(এক হাজার একশো আশি) টাকা + জিএসটি সহ অনলাইনে Debit Card/Credit Card/ UPI/Net Banking এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। সংরক্ষিত প্রার্থী SC/ST/PwBD প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।

ডকুমেন্ট কি লাগবে

প্রার্থীরা আবেদন করার সময় চাহিদামত ফটো, স্বাক্ষরসহ সমস্ত তথ্য দিয়ে আবেদন করবেন। তবে নিচে দেওয়া ডকুমেন্টসগুলি(অরিজিনাল ও সেলফ এটাস্টেড) পার্সোনাল ইন্টারভিউতে নিয়ে যেতে হবে:

  • কল লেটার।
  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST/OBC(NC)) সার্টিফিকেট।
  • PwBD সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট(for EWS)।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
  • প্রার্থীর নিজের ছবি।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি (HPCL Junior Executive Recruitment)

এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT), গ্রুপ টাস্ক/ গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

পরীক্ষার সিলেবাস

কম্পিউটার বেসড টেস্ট বা CBT দুই পার্টে অবজেক্টিভ প্রশ্ন দিয়ে তৈরি হবে:

  • প্রথম পার্টে থাকবে General Aptitude যেখানে English Language, Quantitative Aptitude Test & Intellectual Potential test (Logical Reasoning and Data Interpretation) ইত্যাদি থেকে প্রশ্ন করা হবে।
  • দ্বিতীয় পার্টে থাকবে Technical / Professional Knowledge যেখানে প্রশ্ন করা হবে Qualifying degree /Educational background ইত্যাদির উপরে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment