HP High Court Stenographer Recruitment 2025: হিমাচল প্রদেশ হাইকোর্ট অনেকগুলি শূন্যপদে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই পদগুলির মধ্যে রেগুলার এবং কন্ট্রাক্ট উভয় পদে নিয়োগ করা হবে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে এই সুযোগ গ্রহণ করতে পারেন।
হিমাচল প্রদেশ হাইকোর্টে আবেদন করতে হলে প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে, বয়স কত হতে হবে, কিভাবে আবেদন করতে হবে, নির্বাচিত হলে বেতন কত পাবেন, কিভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে ইত্যাদি এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
Important Dates
অনলাইন আবেদন শুরু | ১৬ এপ্রিল, ২০২৫ থেকে |
অনলাইন আবেদনর শেষ তারিখ | ১৬ মে, ২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
হাই কোর্ট অফ হিমাচল প্রদেশ, শিমলা।
পদের নাম
স্টেনোগ্রাফার গ্রেড-III, গ্রুপ-সি।
Read More: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ! শূন্যপদ ১০০৭টি।
শূন্য পদের সংখ্যা (HP High Court Stenographer Recruitment 2025)
মোট ৫২টি শূন্যপদে রেগুলার এবং কন্ট্রাক্ট বেসিস লোক নিয়োগ করবে। এর মধ্যে ২২টি রেগুলার পদে এবং ৩০টি কন্ট্রাক্ট বেসিস নিয়োগ করবে।
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্ত হলে প্রার্থীরা পে লেভেল-০৬ এর পে ম্যাট্রিক্স ₹২৫,৬০০-৮১,২০০/- বেতন পাবেন। এছাড়া The HP District Judiciary Staff (Recruitment, Promotion, Control, Conduct, Discipline and Other Conditions of Service) Rules, 2022 (R&P Rules, 2022) অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা ইত্যাদি নির্ধারিত হবে।
কন্ট্রাক্ট বেসিস পদের ক্ষেত্রে হিমাচল প্রদেশ সরকার নির্ধারিত মজুরি/সাম্মানিক ভাতা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্টেনোগ্রাফার পদে (HP High Court Stenographer Recruitment 2025) আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের স্নাতক হতে হবে। এছাড়া ইংলিশে ৮০ ওয়ার্ড প্রতি মিনিট স্টেনোগ্রাফির স্পিড থাকতে হবে এবং কম্পিউটারে ইংলিশে ৪০ ওয়ার্ড প্রতি মিনিট ও হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
Unreserved (UR) এবং EWS প্রার্থীদের ০১-০১-২০২৫ তারিখে সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স হতে হবে। অন্যান্য প্রার্থীরা (SC, ST, OBC, PH, HP Govt. employees) ০১-০১-২০২৫ তারিখে সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি (HP High Court Stenographer Recruitment 2025)
আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা হিমাচল প্রদেশ হাই কোর্টের ওয়েবসাইটে দেওয়া এপ্লিকেশনের নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন। প্রার্থীরা প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রার করে এপ্লিকেশনে সমস্ত তথ্য দিয়ে পূর্ণ করে নিজের ফটোগ্রাফ, স্বাক্ষর, ডকুমেন্টস আপলোড করে এপ্লিকেশন জমা দেবেন।
আবেদন ফী
Unreserved (UR) প্রার্থীদের জিএসটি সহ ₹৩৪৭.৯২/- অনলাইন মোড এপ্লিকেশন ফী জমা দিতে হবে। হিমাচলের সংরক্ষিত প্রার্থীদের (SC,ST, OBC, EWS, PH) জিএসটি সহ ₹১৯৭.৯২/-একইভাবে এপ্লিকেশন ফী জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
হাই কোর্ট মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পরীক্ষার দিন, তারিখ এবং সময় সব জানিয়ে দেবে। পরীক্ষার ব্যাপারে বিজ্ঞাপনে বিস্তারিত দেওয়া হয়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্টেনোগ্রাফি এবং টাইপ টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন (HP High Court Stenographer Recruitment 2025) করবে। প্রার্থীরা অবশ্যই হিমাচল প্রদেশ হাই কোর্টের ওয়েবসাইটে নজর রাখবেন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
Related Article