HDFC Bank Recruitment 2025:এইচ ডি এফ সি ব্যাংকে চাকরি! আকর্ষণীয় সুযোগ-সুবিধা পেতে চটজলদি আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
HDFC Bank Recruitment 2025

HDFC Bank Recruitment 2025: এবার প্রতিভাবান চাকরিপ্রার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগের অফার নিয়ে এসেছে ভারতের একটি শীর্ষস্থানীয় ব্যাঙ্ক। এখানে নির্বাচিত প্রার্থীরা চাকরির সঙ্গে উচ্চমানের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন।

অতিসম্প্রতি HDFC ব্যাংক একটি নিয়োগর বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে যারা এই ব্যাংকে কাজ করবে তাদের আকর্ষণীয় বেতনকাঠামোসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

আপনি যদি এই ব্যাংকের সাথে কাজ করতে ও তাদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা ভোগ করতে চান, তাহলে জেনে নিন এই ব্যাংকের আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ, আবেদন ফিস, যোগ্যতা ও বয়সসীমা ইত্যাদি।

Important Dates

অনলাইন এপ্লিকেশন শুরু৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন এপ্লিকেশন করার শেষ তারিখ০৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন পরীক্ষামার্চ মাস (প্রস্তাবিত)

নিয়োগকারী দপ্তর

এইচ ডি এফ সি ব্যাঙ্ক

HDFC ব্যাংক হল ভারতের শীর্ষস্থানীয় একটি বেসরকারি ব্যাংকগুলির। এটি বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা প্রদান করে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যাংকটি খুচরা ও কর্পোরেট ব্যাংকিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ব্যাঙ্ক শক্তিশালী গ্রাহক সেবা, ডিজিটাল ব্যাংকিং সমাধান এবং দৃঢ় আর্থিক পারফরম্যান্সের জন্য পরিচিত। বর্তমানে HDFC ব্যাংক ভারত এবং বিদেশে লক্ষ লক্ষ গ্রাহককে সেবা প্রদান করে যাচ্ছে।

পদের নাম (HDFC Bank Recruitment 2025)

রিলেশনশিপ ম্যানেজার-প্রবেশনারি অফিসার(PO)

Read More : ইউকো ব্যাঙ্ক এ একাধিক পদে নিয়োগ! যোগ্যতা স্নাতক।

Probation Period

রিলেশনশিপ ম্যানেজার-প্রবেশনারি অফিসার (PO) পদে বাছাইকৃত প্রার্থীরা ৬ মাস প্রবেশনের পর চাকরিতে কনফার্মেশন দেওয়া হবে।

স্যালারি

নির্বাচিত প্রার্থীদের স্কেল অফ এপয়েন্টমেন্ট (HDFC Bank Recruitment 2025) হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার/ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।

নির্বাচিতদের জন্য এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্বীকৃত পে স্কেল ৩,০০,০০০ থেকে ১২,০০,০০০/- টাকা কম্পেন্সেশন প্যাকেজ ও তার সাথে এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত কোর্সে ৫০% নম্বর নিয়ে স্নাতক ও তার সাথে ১-১০ বছর সেই স্ক্যালগুলিতে কাজ করতে হবে এবং ১-১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

রিলেশনশিপ ম্যানেজার-প্রবেশনারি অফিসার (HDFC Bank Recruitment 2025) পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ০৭-০২-২০২৫ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের এইচ ডি এফ সি ব্যাংকের ওয়েবসাইট এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে। এই পদের আবেদনকারী প্রার্থীরা এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর ওয়েবসাইটে গিয়ে নাম, কন্টাক্ট নম্বর, ইমেইল Id ইত্যাদি দিয়ে অনলাইন এপ্লিকেশন রেজিস্ট্রেশন করবেন, তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরো এপ্লিকেশন পূরণ করবেন ও ছবি ও স্বাক্ষর আপলোড করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপর পেমেন্ট করে এপ্লিকেশন সাবমিট করবেন।

আবেদন ফি (HDFC Bank Recruitment 2025)

আবেদনকারীদের GST/HDFC Bank Transaction charge ইত্যাদি বাদ দিয়ে ৪৭৯ টাকা Debit Cards/Credit Cards/Internet Banking/IMPS/Cash Cards/Mobile Wallets এর মাধ্যমে এপ্লিকেশন ফী/ইন্টিমেশন চার্জ দিতে হবে।

আবেদন করতে কি কি প্রয়োজন

আবেদনকারী প্রার্থীদের প্রাথমিকভাবে নিচে দেওয়া ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে:

  • স্ক্যান করা ফটোগ্রাফ।
  • স্ক্যান করা স্বাক্ষর।
  • বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ।
  • প্রার্থীদের হাতের লেখা ঘোষণাপত্র।
  • একটা Brief Resume ।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের প্রথমতঃ অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্ট এর পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। উভয় পরীক্ষার মিলিত নম্বরের উপর ফাইনাল সিলেকশন (HDFC Bank Recruitment 2025) বা চাকরির জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।

পরীক্ষার সিলেবাস

প্রশ্নপত্রে নম্বর, English language-৩০ নম্বর, Numerical Ability-৩৫ ও Reasoning Ability-৩৫ নম্বর নম্বর মিলিয়ে ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীদের অনলাইন পরীক্ষার নমুনা নিচে দেওয়া হলো:

HDFC Bank Recruitment 2025:

পরীক্ষাকেন্দ্র

প্রার্থীরা কলকাতা সহ মোট ১৭ টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন।

প্রার্থীরা আবেদন করার আগে বিজ্ঞাপনে (HDFC Bank Recruitment 2025) দেওয়া সমস্ত তথ্য, শর্তাবলী ইত্যাদি ভালোকরে বুঝে ও যাচাই করেই আবেদন করবেন।

Important Links

Official NotificationDownload Here
Official WebsiteClick Here
Register and Apply LinkClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment