DRDO ADRE Apprentices Recruitment 2025: ভারত সরকারের অস্ত্র গবেষণা কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া শুরু ! শূন্যপদ ৭০টি।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
DRDO ADRE Apprentices Recruitment 2025

DRDO ADRE Apprentices Recruitment 2025: ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের অধীন আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টে (ARDE) একটি এপ্রেন্টিসেস পদে নিয়োগের বিজ্ঞাপন বেড়িয়েছে। এই সংস্থা ১৩টি ট্রেডে ৭০টি শূন্যপদে এপ্রেন্টিসশীপ ট্রেনিং এর জন্য এপ্রেন্টিসশীপ এক্ট, ১৯৬১ অনুযায়ী নিয়োগ করবে। ট্রেনিং করতে ইচ্ছুক প্রার্থীদের ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টে এপ্রেন্টিসেস পদে আবেদন করতে হলে প্রার্থীদের কি যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, কি কি পদে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, স্যালারি দেওয়া হবে কিনা, কিভাবে উপযুক্ত যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে-এই সমস্ত বিষয়ে নিয়ে আজকের এই প্রতিবেদন।

Important Dates

অনলাইন আবেদন শুরু৪ এপ্রিল, ২০২৫ থেকে
আবেদনের শেষ তারিখ২০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ARDE), মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।

Read More: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ! শূন্যপদ ৩০৯টি ।

পদের নামশূন্য পদের সংখ্যা (DRDO ADRE Apprentices Recruitment 2025)

আইটিআই (ITI) এপ্রেন্টিসস। আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট ১৩টি ট্রেড সর্বমোট ৭০টি শূন্যপদে এপ্রেন্টিসস নিয়োগ করবে। শূন্যপদগুলি হলো:
১) ইলেক্ট্রিসিয়ান-৮টি
২) ফিটার-১৭টি
৩) মাচিনিস্ট-৮টি
৪) মাচিনিস্ট গ্রাইন্ডার-১টি
৫) মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স-১টি
৬) কোপা-১৬টি
৭) মেকানিক মোটর ভেহিকল-১টি
৮) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং-১টি
৯) ফটোগ্রাফার-২টি
১০) টার্নার-১০টি
১১) ওয়েল্ডার-২টি
১২) কার্পেন্টার-১টি
১৩) ড্রাফটসমেন মেকানিকাল-২টি

বেতন কাঠামো

ITI এপ্রেন্টিসস (DRDO ADRE Apprentices Recruitment 2025) পদে নিযুক্ত হলে, নিয়োগপ্রাপ্ত এপ্রেন্টিসসরা প্রতিমাসে ১৩,০০০/- টাকা করে একবছর পর্যন্ত পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদন করতে হলে, প্রার্থীদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক বিষয়ে পূর্ণ সময়ের কোর্সে ITI পাশ হতে হবে।

বয়সসীমা

০১-০৪-২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে।

বয়সের ছাড়

বয়স শিথিলযোগ্য প্রার্থীদের ক্ষেত্রে, সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার চার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (DRDO ADRE Apprentices Recruitment 2025)

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইনে এপ্রেন্টিসশীপ পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রার্থীরা পছন্দমতো ট্রেডে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে নির্দিষ্ট যোগ্যতার কোয়ালিফাইং মার্কের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশন ও পুলিশ ভেরিফিকেশনের পর নিযুক্ত করা হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Online RegistrationClick Here

Related Article

দিল্লী জল বোর্ডে নিয়োগ! শূন্যপদ ১৩১টি।

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment