DGAFMS Group C Recruitment 2025: প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর। প্রতিবছর অসংখ্য যুবক যুবতীকে এই দপ্তর নিয়োগ করে থাকে। যদিও এই দপ্তরে চাকরির পাওয়ার ক্ষেত্রে অনেক বাধ্য বাধকতা যেমন শারীরিক সক্ষমতা ইত্যাদির প্রয়োজন হয়, তাই সবাই এই দপ্তরে চাকরি পায় না।
কিন্তু প্রতিরক্ষা দপ্তর এইবার এমন একটি বিজ্ঞাপন নিয়ে এলো যেখানে শারীরিক সক্ষমতার প্রয়োজন নাই বললেই চলে। যে কোনো ভারতীয় এই দপ্তরের অধীন ডিরেক্টর জেনারেল অফ আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (DGAFMS) এর বিজ্ঞাপনে দেওয়া অসামরিক পদগুলিতে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞাপনে (DGAFMS Group C Recruitment 2025) দেওয়া নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের বিবরণ, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া এবং নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিশদে এই প্রতিবেদন জানতে পারবেন।
Important Dates
অনলাইন আবেদন জমা শুরু | ৭ জানুয়ারী ২০২৫ থেকে দুপুর ১২ টা থেকে |
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ৬ ফ্রেব্রুয়ারি ২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত |
সম্ভাব্য পরীক্ষা | ফেব্রুয়ারী/মার্চ মাসে। |
নিয়োগকারী দপ্তর
ডিরেক্টর জেনারেল অফ আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (DGAFMS), প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকার।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
DGAFMS নিচে দেওয়া এই পদগুলিতে গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ (DGAFMS Group C Recruitment 2025) করবে:
একাউন্টেন্ট-১টি(OBC), স্টেনোগ্রাফের গ্রেড II-১টি, লোয়ার ডিভিশন ক্লার্ক-১১ টি, ষ্টোর কিপার-২৪ টি, ফটোগ্রাফার-১টি , ফায়ারম্যান-৫টি , কুক-৪টি ,ল্যাব আটটেনডেন্ট-১টি, মাল্টিটাস্কিং স্টাফ-২৯ টি, ট্রেডসম্যান মেট-৩১ টি, ওয়াশারম্যান-২টি , কার্পেন্টার এন্ড জয়েনার-২টি, টিন-স্মিথ-১টি মিলিয়ে মোট ১১৩ টি পদে লোক নিয়োগ করবে।
Read More: দেড় হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ! আবেদন করার দারুন সুযোগ।
Salary in DGAFMS Group C Recruitment 2025
নির্বাচিত প্রার্থীরা নিচে দেওয়া ৭ম বেতন কমিশনের নির্দিষ্ট হারে মূল বেতন ও তার সাথে অন্যান্য ভাতা মিলে মোট বেতন পাবেন:
পদের নাম | বেতন কাঠামো |
একাউন্টেন্ট | পে লেভেল-৫, ২৯,২০০/-টাকা থেকে ৯২,৩০০/- টাকা |
স্টেনোগ্রাফের গ্রেড II | পে লেভেল-৪, ২৫,৫০০/-টাকা থেকে ৮১,১০০/- টাকা |
লোয়ার ডিভিশন ক্লার্ক | পে লেভেল-২, ১৯,৯০০/-টাকা থেকে ৬৩,২০০/- টাকা |
ষ্টোর কিপার | পে লেভেল-২, ১৯,৯০০/-টাকা থেকে ৬৩,২০০/- টাকা |
ফটোগ্রাফার | পে লেভেল-২, ১৯,৯০০/-টাকা থেকে ৬৩,২০০/- টাকা |
ফায়ারম্যান | পে লেভেল-২, ১৯,৯০০/-টাকা থেকে ৬৩,২০০/- টাকা |
কুক | পে লেভেল-২, ১৯,৯০০/-টাকা থেকে ৬৩,২০০/- টাকা |
ল্যাব আটটেনডেন্ট | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
মাল্টিটাস্কিং স্টাফ | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
ট্রেডসম্যান মেট | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
ওয়াশারম্যান | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
কার্পেন্টার এন্ড জয়েনার | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
টিন-স্মিথ | পে লেভেল-১, ১৮,০০০/-টাকা থেকে ৫৬,৯০০/- টাকা |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | Educational Qualification in DGAFMS Group C Recruitment 2025 |
একাউন্টেন্ট | কমার্সে স্নাতক হতে হবে অথবা উচ্চমাধ্যমিক পাস ও তার সাথে সরকারি অফিসে ক্যাশ, একাউন্ট এবং বাজেট সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
স্টেনোগ্রাফের গ্রেড II | উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে স্টেনোগ্রাফি ও টাইপ জানা থাকতে হবে। |
লোয়ার ডিভিশন ক্লার্ক | উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে টাইপ জানা থাকতে হবে। |
ষ্টোর কিপার | উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে ষ্টোর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। |
ফটোগ্রাফার | উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে। |
ফায়ারম্যান | মাধ্যমিক পাশ ও তার সাথে ফায়ার ফাইটিং এর অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। |
কুক | মাধ্যমিক পাশ ও নির্দিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে। |
ল্যাব আটটেনডেন্ট | সাইন্স সহ মাধ্যমিক পাশ তার সাথে ল্যাবরেটরি অথবা কেমিকাল/ ড্রাগ ফ্যাক্টরিতে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। |
মাল্টিটাস্কিং স্টাফ | মাধ্যমিক পাশ হতে হবে। |
ট্রেডসম্যান মেট | মাধ্যমিক পাশ ও তার সাথে ফিটার, ওয়েল্ডার, ওয়াচ রিপেয়ার, ব্ল্যাকস্মিথ, মোল্ডার, কাটলার, পেইন্টার, টিনস্মিথ, কার্পেন্টার এন্ড জৈনের এবং সওয়ার ইত্যাদির যে কোনো একটিতে দক্ষতা থাকতে হবে। |
ওয়াশারম্যান | মাধ্যমিক পাশ ও তার সাথে নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকতে হবে। |
কার্পেন্টার এন্ড জয়েনার | মাধ্যমিক পাশ ও তার সাথে নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। |
টিন-স্মিথ | মাধ্যমিক পাশ ও তার সাথে নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। |
বয়সসীমা
পদের নাম | বয়স |
একাউন্টেন্ট | সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। |
স্টেনোগ্রাফের গ্রেড II, লোয়ার ডিভিশন ক্লার্ক, ষ্টোর কিপার, ফটোগ্রাফার এবং ল্যাব আটটেনডেন্ট | এই পদগুলিতে প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। |
ফায়ারম্যান, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেট,ওয়াশারম্যান, কার্পেন্টার এন্ড জয়েনার এবং টিন-স্মিথ | এই পদগুলিতে প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। |
বয়সের ছাড়
SC/ST/OBC/Ex-Servicemen/Government Employees দের ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীরা ডিরেক্টরেট জেনারেল অফ আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এর ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে এ রেজিস্ট্রেশন ও তার পরে আবেদন (DGAFMS Group C Recruitment 2025) করবেন।
ডকুমেন্ট কি লাগবে
প্রার্থীরা অনলাইন এ আবদেন করার সময় চাহিদা অনুযায়ী ডকুমেন্টস সাবমিট করবেন।
নিয়োগ পদ্ধতি
দুইভাবে যোগ্য প্রার্থী চয়ন করা হবে। প্রথমত: ১০০ Marks এর ২ ঘন্টার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ও তারপর টাইপ টেস্ট/শর্টহ্যান্ড টেস্ট/ট্রেড টেস্ট ইত্যাদির মাধ্যমে।
পরীক্ষার সিলেবাস (DGAFMS Group C Recruitment 2025)
লিখিত পরীক্ষার বিষয়গুলি হল-
- General Intelligence and Reasoning
- Numerical Aptitude
- General English
- General Awareness
আবেদন করার আগে সমস্ত তথ্য মনোযোগ দিয়ে পড়ুন এবং যোগ্যতার মাপকাঠি পূরণ করলে নির্ধারিত সময়ে আবেদন করুন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply | Click Here |
Related Articles