Delhi FSL JSO Recruitment 2025 Apply: দিল্লী সরকারের ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি সম্প্রতি অনেকগুলি শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। মোট ১১৬টি শূন্যপদে চুক্তিভিত্তিক জুনিয়র সাইন্টিফিক অফিসার নিয়োগের জন্য দিল্লী সরকারের পক্ষ থেকে আবেদন পত্র আহব্বান করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের ২৪ এপ্রিলের মধ্যে এপ্লিকেশন জমা দিতে হবে।
দিল্লী সরকারের ফরেনসিক সাইন্স ল্যাবরেটরিতে (Delhi FSL JSO Recruitment 2025 Apply) আবেদন করতে হলে প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, নিয়োগপত্র পেলে স্যালারি কত পাবেন, কিভাবে প্রার্থীদের আবেদন করতে হবে, কিভাবে এই সংস্থা নিয়োগ করবে-এই সব তথ্য বিস্তারিতভাবে এই প্রতিবেদন আবেদনকারীরা পেয়ে যাবেন।
Important Dates
অফলাইনে আবেদনের শেষ তারিখ | ২৪ এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত। |
ওয়াক ইন ইন্টারভিউর তারিখ | ৬ই মে থেকে ১০ই মে, ২০২৫ পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লী।
পদের নাম ও পদের সংখ্যা (Delhi FSL JSO Recruitment 2025 Apply)
১) জুনিয়র সাইন্টিফিক অফিসার(বায়োলজি)-১৫টি
২) জুনিয়র সাইন্টিফিক অফিসার(কেমিস্ট্রি)-১৪টি
৩) জুনিয়র সাইন্টিফিক অফিসার(Ballistics)-৬টি
৪) জুনিয়র সাইন্টিফিক অফিসার(ফিজিক্স)-৬টি
৫) জুনিয়র সাইন্টিফিক অফিসার(CSMD)-৩৬টি
৬) জুনিয়র সাইন্টিফিক অফিসার(সাইবার ফরেনসিক)-২৪টি
7) জুনিয়র সাইন্টিফিক অফিসার(ফটো)-৪টি
৮) জুনিয়র সাইন্টিফিক অফিসার(Lie -Detection )-৪টি
৯) জুনিয়র সাইন্টিফিক অফিসার(ডকুমেন্ট)-৫টি
১০) জুনিয়র সাইন্টিফিক অফিসার(ফিঙ্গার প্রিন্ট)-১টি
১১) জুনিয়র সাইন্টিফিক অফিসার(HRD /QC )-১টি
Read More: জাতীয় রাসায়নিক পরীক্ষাগারে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।
বেতন কাঠামো
এই পদগুলিতে আবেদন করে নির্বাচিত হয়ে চাকরি পেলে, চাকরিপ্রার্থীরা চুক্তিভিত্তিক সাম্মানিক হিসাবে প্রতিমাসে ₹68,697/- করে পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে যেই সমস্ত প্রার্থী আবেদন করতে চান, তারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতি পদের প্রাসঙ্গিক বিষয়ে (Physics, Chemistry, Biology, Forensic Science, Biotechnology, Computer Science, AI) মাস্টার্স ডিগ্রী অথবা B.Tech in Biotechnology/AI ইত্যাদি পাশ হতে হবে। এবং অভিজ্ঞতা হিসাবে কম করে ৩ বছর যে কোনো স্বীকৃত সংস্থা বা সরকারি সংস্থায় রিসার্চ/এনালিটিক্যাল এক্সপেরিয়েন্স থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে বয়স শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি (Delhi FSL JSO Recruitment 2025 Apply)
প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞাপনের সাথে দেওয়া এপ্লিকেশনের ফরম্যাট ডাউনলোড করে সমস্ত তথ্য এবং ডকুমেন্টসসহ আবেদন পুরান করে নির্দিষ্ট ঠিকানায় ডাক মারফত বা নিজ হাতে বিজ্ঞাপনে দেওয়া সময়মতো জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
দি প্রিন্সিপাল ডিরেক্টর, ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি,সেক্টর-১৪, রোহিনী , দিল্লী -১১০০৮৫।
নিয়োগ পদ্ধতি
জুনিয়র সাইন্টিফিক অফিসার পদগুলিতে শুধুমাত্র ইন্টারভিউর পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন (Delhi FSL JSO Recruitment 2025 Apply) করা হবে। প্রার্থীদের পদ অনুযায়ী নির্দিষ্ট স্থান, তারিখ এবং সময়ে উপস্থিত হয়ে ইন্টারভিউতে বসতে হবে।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Related Article
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগ! মাধ্যমিক পাশ থেকে আবেদন শুরু।