CSIR NGRI JSA Recruitment 2025: জাতীয় ভূ-পদার্থ গবেষণা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ!

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
CSIR NGRI JSA Recruitment 2025

CSIR NGRI JSA Recruitment 2025: ন্যাশনাল জিওফিসিকাল রিসার্চ ইনস্টিটিউট, হায়দরাবাদ সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই বিজ্ঞাপনে মোট ১১টি শূন্যপদে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করার কথা বলা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ যে কোনো ছেলে-মেয়ে নির্দিষ্ট সময়ে ৫ই মে তারিখের মধ্যে আবেদন করে এই সুযোগ গ্রহণ করার জন্য আহব্বান করা হয়েছে।

এই প্রতিবেদনে ন্যাশনাল জিওফিসিকাল রিসার্চ ইনস্টিটিউটে (CSIR NGRI JSA Recruitment 2025) আবেদন করার জন্য শূন্যপদের বিস্তারিত বিবরণ, কিভাবে করতে হবে, বয়স কত হতে হবে, মাইনা কত পাবে, আবেদন ফী কত জমা দিতে হবে, নিয়োগ কিভাবে করা হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

Important Dates

অনলাইন আবেদন শুরু২রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০টা থেকে
আবেদনের শেষ তারিখ৫ মে, ২০২৫ বিকাল ৬:০০টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

CSIR – ন্যাশনাল জিওফিসিকাল রিসার্চ ইনস্টিটিউট, হায়দরাবাদ।

পদের নামশূন্য পদের সংখ্যা (CSIR NGRI JSA Recruitment 2025)

ন্যাশনাল জিওফিসিকাল রিসার্চ ইনস্টিটিউট মোট ১১টি শূন্যপদে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে। এর মধ্যে-
১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)-৮টি
২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(F&A)-১টি
৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(S&P)-২টি

Read More: ভারত সরকারের অস্ত্র গবেষণা কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া শুরু ! শূন্যপদ ৭০টি।

বেতন কাঠামো

এই পদে যেই সমস্ত আবেদনকারী নির্বাচিত হবেন, তারা ৭ম বেতন কমিশনের নির্ধারিত পে ম্যাট্রিক্সের পে লেভেল-২ তে মূল স্যালারি স্থির হয়ে আনুমানিক মোট ৩৮,৪৮৩/- বেতন পাবেন। মূল বেতনের সাথে DA, HRA, TA সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত ভাতা যোগ হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেই সমস্ত প্রার্থী জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (CSIR NGRI JSA Recruitment 2025) পদে আবেদন করতে চান, তাদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং তার সাথে DoPT নির্ধারিত কম্পিউটারে ইংরেজিতে ৩৫ ওয়ার্ড প্রতি মিনিট/হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ০৫-০৫-২০২৫ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর হতে হবে। এছাড়া বয়স শিথিল করার জন্য আবেদন করা প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (CSIR NGRI JSA Recruitment 2025)

ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ন্যাশনাল জিওফিসিকাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। তারপর লগইন ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করে প্রয়োজনীয় বেক্তিগত, শিক্ষাগত সমস্ত তথ্য দিয়ে এপ্লিকেশন ফিল করে স্ক্যান করা ফটো, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর এপ্লিকেশন ফী দিয়ে রিভিউ করে এপ্লিকেশন সাবমিট করতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের ৫০০/- এপ্লিকেশন ফী অনলাইনে পেমেন্ট সিস্টেম SB Collect এর লিংক ব্যবহার করে জমা করতে হবে। SC/ST/PwBD/Women/Ex-Servicemen প্রার্থীদের এপ্লিকেশন ফী মুকুব করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি

স্ক্রিনিং কমিটি কর্তৃক সুপারিশকৃত শর্টলিস্টেড প্রার্থীদের প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা এবং কম্পিউটারে টাইপরাইটিং পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। কম্পিউটার টাইপিং স্পিড এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় প্রার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা (CSIR NGRI JSA Recruitment 2025) প্রস্তুত করা হবে।

পরীক্ষার সিলেবাস

লিখিত পরীক্ষায় দুইটা পেপারে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে প্রার্থীদের মানসিক দক্ষতা পরীক্ষা (১০০টি প্রশ্ন) করা হবে যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর (নেতিবাচক চিহ্ন নেই) মান রয়েছে। দ্বিতীয় পত্রে জেনারেল অবরেনেস এবং ইংরেজি ভাষা (প্রতিটি ৫০টি প্রশ্ন) থাকবে যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ৩ নম্বর (প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর)। প্রথমে পেপারে কোয়ালিফাই করতে হবে। দ্বিতীয় পেপারে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Online RegistrationClick Here

Related Article

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ! শূন্যপদ ৩০৯টি ।

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment