CSIR NEIST Recruitment: নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে গ্রুপ-সি নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদনের সুযোগ।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
CSIR NEIST Recruitment

CSIR NEIST Recruitment: ভারত সরকারের বিজ্ঞান ও শিল্প গবেষণা বিভাগের অধীন একটি সংস্থা হল CSIR-নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি(NEIST )। এটি আসামে অবস্থিত।

CSIR-NEIST সম্প্রতি একটি একটি বিজ্ঞাপনের মাধ্যমে, যার এডভার্টাইসমেন্ট নম্বর ১/২০২৫-REC , বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু করছে। এই বিজ্ঞাপনটি বেকার যুবক-যুবতীদের কাছে চাকরির জন্য একটি সুবর্ণ সুযোগ। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সঠিক প্রস্তুতি এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।

তাই CSIR-NEIST Recruitment এর নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, যেমন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফিস, বেতন কাঠামো, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে করা হয়েছে। অনলাইনে আবেদন করার আগে বিজ্ঞাপনে উল্লেখিত শর্তাবলী ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Important Dates

অনলাইন এপ্লিকেশন জমা শুরু ১৪-০১-২০২৫ সকাল ৯:০০ টা থেকে
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ১৪-০২-২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
অনলাইন আবেদনের হার্ডকপি পাওয়ার শেষ তারিখ ২৮-০২-২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

সি এস আই আর-নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।

পদের নাম ও পোস্ট কোড (CSIR NEIST Recruitment)

জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ)

পদের নামপোস্ট কোড
জুনিয়র স্টেনোগ্রাফার১৪-০২-২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল)JST-01
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ)JSA-02

Read More: AIIMS এ উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি নিয়োগ! মোট ৪৫৯৭টি শূন্যপদে আবেদন করুন।

শূন্য পদের সংখ্যা

জুনিয়র স্টেনোগ্রাফার পদে মোট ৪টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল) পদে ৩টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস) পদে ১টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ) পদে ৪টি শূন্যপদে নিয়োগ করবে।

বেতন কাঠামো

জুনিয়র স্টেনোগ্রাফার পদে নির্বাচিত (CSIR NEIST Recruitment) প্রার্থীদের ৭ম পে কমিশন নির্ধারিত বেতনক্রম পে লেভেল-৪, ২৫,৫০০ থেকে ৮১,১০০/- টাকা বেতনক্রম পাবেন। তার সাথে অবশ্যই অন্যান্য সব ভাতা যোগ হয়ে মোট বেতন পাবেন।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ) পদে নির্বাচিত প্রার্থীদের ৭ম পে কমিশন নির্ধারিত বেতনক্রম পে লেভেল-২, ১৯,৯০০ থেকে ৬৩,২০০/- টাকা বেতনক্রম ও তার সাথে অবশ্যই অন্যান্য সব ভাতা যোগ হয়ে মোট বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদনকারী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা তার সাথে DoPT নির্ধারিত স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ) পদে আবেদনকারী (CSIR NEIST Recruitment) প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা তার সাথে DoPT নির্ধারিত কম্পিউটার চালানোর ও কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

জুনিয়র স্টেনোগ্রাফার পদের আবেদনকারী প্রার্থীদের ১৪-০২-২০২৫ তারিখে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ) পদের আবেদনকারী প্রার্থীদের ১৪-০২-২০২৫ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

CSIR NEIST Recruitment

আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের প্রথমে বৈধ ইমেইল আইডি দিয়ে এর CSIR-NEIST এর ওয়েবসাইটে (www.neist.res.in) এ গিয়ে অনলাইনে আবেদন (CSIR NEIST Recruitment) করতে হবে। আবেদন করারই সময় অবশই চাহিদামতো সমস্ত তথ্য ও তার সাথে ফটোগ্রাফ ও স্বাক্ষর দিয়ে আবেদনপত্র জমা দেবেন। তারপর আবেদনপত্রের প্রিন্ট আউট কপি ও সমস্ত ডুকমেন্টস, ফটো ও ডিমান্ড ড্রাফট বিজ্ঞাপনে দেওয়া নির্দেশ অনুযায়ী তাদের দপ্তরে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

আবেদনকারী প্রার্থীরা নিচে দেওয়া ঠিকানায় মুখবন্ধ খামে অনলাইন এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি ও তার সঙ্গে সমস্ত কাগজপত্রের সেলফ এটাস্টেড কপি দিয়ে খামের উপরে এপ্লিকেশন ফর টি পোস্ট অফ (পদের নাম লিখবেন) এরপর পোস্ট কোড লিখে ডাক মারফত পাঠাবেন:

দি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিএসআইআর-নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি(NEIST), জোরহাট-৭৮৫০০৬, আসাম

Application Fees in CSIR NEIST Recruitment

General/OBC/EWS প্রার্থীরা যে কোনো ন্যাশনালইজেড ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৫০০/-(পাঁচশো) টাকা এপ্লিকেশন ফিস দিতে হবে। ডিমান্ড ড্রাফট ডিরেক্টর, CSIR-NEIST, জোরহাট পেএবল করে পাঠাতে হবে। প্রার্থীদের আবেদন ফিস দিতে হবে না।

ডকুমেন্ট কি লাগবে

  • ডিমান্ড ড্রাফট।
  • প্রার্থীর নিজের স্বাক্ষর করা ছবি(color)।
  • জন্মের শংসাপত্র।
  • মাধ্যমিক থেকে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট (SC/ST/OBC)সার্টিফিকেট।
  • EWS সার্টিফিকেট।
  • PwBD সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

জুনিয়র স্টেনোগ্রাফার পদের আবেদনকারী প্রার্থীদের লিখিত কম্পিটিটিভ এক্সামিনেশন এবং স্টেনোগ্রাফির প্রফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে নির্বাচন (CSIR NEIST Recruitment) করা হবে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(স্টোর্স এন্ড পারচেজ) পদের প্রার্থীদের লিখিত কম্পিটিটিভ এক্সামিনেশন এবং কম্পিউটার টাইপের প্রফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে।

পরীক্ষার সিলেবাস

জুনিয়র স্টেনোগ্রাফার পদের প্রার্থীদের ২ ঘন্টায় ২০০ Marks এর OMR বেসড অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের পরীক্ষা নেওয়া হবে যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসনিং ৫০ Marks, জেনারেল অবরেনেস ৫০ marks ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে এন্ড কম্প্রিহেনশন ১০০ Marks এর প্রশ্ন থাকবে।

আবেদনকারীদের ২ ঘন্টা ৩০ মিনিটে ২০০ মার্ক্স্ এর OMR বেসড অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের পরীক্ষা নেওয়া হবে। এখানে দুই পেপার এর পরীক্ষা হবে। প্রথম পেপার(Paper-I) হবে ৯০ মিনিটের যেখানে মেন্টাল এবিলিটি টেস্ট নেওয়া হবে ১০০ মার্কসের। পেপার ২(Paper-II) তে জেনারেল অবরেনেস ও ইংরেজী ল্যাঙ্গুয়েজের ৫০ করে ১০০ মার্ক্স্ এর ৬০ মিনিটে পরীক্ষা নেওয়া হবে।

আবেদন করার আগে প্রার্থীরা অবশ্যই বিজ্ঞাপনে (CSIR NEIST Recruitment) দেওয়া যোগ্যতা ও বিভিন্ন শর্তাবলী দেখে নেবেন।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
ApplyClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment