CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এ জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে বেতন পঁয়ত্রিশ হাজার।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment

CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment: সি এস আই আর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (IIP) ভারতের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত জ্বালানি এবং পেট্রোলিয়াম গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেরাদুনে অবস্থিত। এটি টেকসই জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে গবেষণা করে যাচ্ছে।

সি এস আই আর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (IIP), দেরাদুন, সম্প্রতি নতুন চাকরির সুযোগের অপেক্ষায় থাকা প্রতিভাবান প্রার্থীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে। এই সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের শর্তাবলী পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন। এই প্রতিষ্ঠানের অংশ হওয়া মানে দেশের জ্বালানি নিরাপত্তা এবং উদ্ভাবনী শক্তিতে অবদান রাখা।

প্রার্থীদের সুবিধার জন্য এই প্রতিবেদনে CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment এ পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফিস, আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি ইত্যাদি প্রতিটি প্রয়োজনীয় বিষয় পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে।

Important Dates

অনলাইন এপ্লিকেশন জমা শুরু ২২ জানুয়ারী ২০২৫ থেকে
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ১০ ফেব্রুয়ারী ২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

সি এস আই আর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, দেরাদুন।

পদের নামশূন্য পদের সংখ্যা

পদের নাম শূন্য পদের সংখ্যা
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) ৫ টি (UR -৪টি,SC -১টি )
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোর এন্ড পারচেজ) ৩টি (UR)
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস) ৫টি (UR)
জুনিয়র স্টেনোগ্রাফার ৪টি (UR)

মোট ১৭টি শূন্যপদে লোক নিয়োগ করবে।

Read More: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোন বেসড অফিসার নিয়োগ! স্নাতক যোগ্যতায় আবেদনের সময়সীমা ৯ ফেব্রুয়ারী।

Salary in CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোর এন্ড পারচেজ) পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা ৭ম বেতন কমিশনের পে লেভেল-২, ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা বেতনকাঠামোতে মূল বেতন স্থির হয়ে তার সাথে অন্যান্য ভাতা যোগ হয়ে আনুমানিক মোট ৩৫,১৮০/- টাকা বেতন পাবেন।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস) বা জুনিয়র স্টেনোগ্রাফার পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা ৭ম বেতন কমিশনের পে লেভেল-৪, ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা বেতনকাঠামোতে মূল বেতন স্থির হয়ে তার সাথে অন্যান্য ভাতা যোগ হয়ে আনুমানিক মোট ৪৬,০৫০/- টাকা মোট বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোর এন্ড পারচেজ)/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস) পদগুলিতে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও তার সাথে কম্পিউটারে 35 w.p.m in English or 30 w.p.m in Hindi টাইপিং করার ক্ষমতা থাকতে হবে।

জুনিয়র স্টেনোগ্রাফার পদগুলিতে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের (CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment) যে কোনো স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও তার সাথে DoPT নির্ধারিত স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোর এন্ড পারচেজ)/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্টস) পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর হতে হবে।

জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন।

How to Apply in CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment 

এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেক্শনে গিয়ে অনলাইনে এপ্লিকেশন জমা দিতে হবে। প্রার্থীদের প্রথমে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর চাহিদামতো সমস্ত তথ্য, ডকুমেন্টস এবং পেমেন্ট রিসিট স্ক্যান করে অনলাইনে এপ্লিকেশনের সাথে জমা দিতে হবে।

আবেদন ফী

UR, OBC ও EWS শ্রেণীর প্রার্থীরা SB Collect এর মাধ্যমে অনলাইনে ৫০০/-(পাঁচশো) টাকা আবেদন ফিস দিতে হবে। SC/ST/PWD/Women/CSIR Employees/Ex-Servicemen/Abroad প্রার্থীদের কোনো ফিস লাগবে না।

কি কি Document লাগবে

এই পদগুলিতে (CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment) আবেদনকারী প্রার্থীদের এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি, প্রার্থীর ছবি, পেমেন্ট রিসিট ও সমস্ত ডকুমেন্টস সেলফ এটাস্টেড করে একটি মুখবন্ধ খামের উপরে এপ্লিকেশন ফর দা পোস্ট অফ তার সাথে পোস্ট কোড লিখে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে পাঠাতে হবে। নিচে ডকুমেন্টস গুলির একটি তালিকা দেওয়া হলো:

  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • প্রার্থীর ছবি।
  • জন্মের শংসাপত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST/OBC) সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট (for EWS) ।
  • ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • ফী রিসিট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সিনিয়র কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, সি এস আই আর- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, পোঃ আই আই পি , মোক্ষমপুর, হরিদ্বার রোড, দেরাদুন-২৪৮০০৫, উত্তরাখন্ড।

নিয়োগ পদ্ধতি

এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের প্রথমে টাইপিং টেস্ট/স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে শর্টলিস্ট করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। আবেদনকারী প্রার্থীরা CSIR-IIP Junior Secretariat Assistant Recruitment এর লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞাপন থেকে দেখে নিতে পারেন।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment