Crowdgen By Appen: আপনি কি বাড়িতে বসে কাজ করতে চান ? তাহলে আর দেরি না করেই এই বহুজাতিক সংস্থায় আপনি আবেদন করতে পারেন।
বিশ্বব্যাপী বিখ্যাত এই কোম্পানি (Crowdgen By Appen) এইবার ভারতে বসবাসকারী হিন্দি,উড়িয়া ও মারাঠি ভাষার লোক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। আপনিও চাইলে এই কোম্পানি তে বাড়িতে বসে কাজ করতে পারেন । প্রতি বৎসর হাজার হাজার লোক নিজেদের সুবিধামতো অবসর সময়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন।
হাজার হাজার লোক কন্ট্রাক্টর, ফ্রীলান্সার বা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে এই কোম্পানিতে কাজ করছে। চাইলে আপনিও করতে পারেন। যদি আপনি Crowdgen By Appen কোম্পানিকে সবসময় কাজ দেন, আপনাকেও এই কোম্পানি সবসময় কাজ দেবে। সুতরাং বুঝতেই পারছেন, এই কোম্পানি অনেক অনেক লোক hire করে।
যদি আপনি হিন্দি ও ইংরেজি ভাষায় সাবলীল হন, আপনি এই কোম্পানিতে কাজ করতে পারেন। শুধুমাত্র আপনার মধ্যে সেই ইচ্ছাশক্তি থাকলেই আপনি এই কাজগুলো করতে পারবেন।
তাহলে চলুন, এই প্রতিবেদনে কোম্পানি নাম, চাকরি আর বেতন সম্পর্কে বিস্তারিত সব তথ্য জেনে নিই।
নিয়োগকারী কোম্পানি
CrowdGen
CrowdGen একটা বিশ্ববিখ্যাত কোম্পানি যেটা Appen Company এর অধীনে। এই Appen Company অনেক বড় গ্লোবাল কোম্পানি হিসাবে বিখ্যাত। এই কোম্পানি এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানিকে Ai Training Data এর যোগান দেওয়া। ছোট থেকে বড় অনেক কোম্পানি যাদের প্রয়োজন তারা এই কোম্পানি থেকে Ai Training Data নিয়ে থাকে। এই কোম্পানি এর বিশেষত্ব হচ্ছে Ai Training Data , Data Annotation ইত্যাদি।
১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে এই কোম্পানি সারা কাজ করছে। এই কোম্পানি এর ফ্র্রিল্যাংসিং প্রজেক্ট সবসময় চলে।
পদের নাম
Social media Evaluator (Gig Worker); Hindi-India
Hindi Social Media Evaluator – Clickbait Detection (India)
Native Speaker of Oriya (India)
Marathi Language Comprehension Content Analyst (India)
এই পদগুলিতে কাজ করতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি চেক করে বিভিন্ন ফ্যাক্টসগুলি যাচাই করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট গুলি সত্য কি মিথ্যা আপনাকে যাচাই করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কি ঘটছে সেটা নজর রাখতে হবে। সেখানে যারা মিথ্যা বলে তাদের প্রতি নজর রাখতে হবে। তবে চিন্তা নেই, তার আগে আপনাকে ট্রেনিং দেওয়া হবে কিভাবে কাজ করবেন এবং তারপর আপনার কাজ শুরু হবে।
৭-১৪ দিন আগের যেইসব সোশ্যাল মিডিয়া পোস্ট আছে সেইগুলি চেক করতে হবে। কোনো খবর মানুষকে বোকা বানাচ্ছে কিনা অথবা ভুল বা মিথ্যা তথ্য দিচ্ছে কিনা সেটা নজর রাখতে হবে।
সোশ্যাল মিডিয়ায় কোনো মিথ্যা ছবি হতে পারবে না। কোনো ধরনের নিজে তৈরি করা নিউজ হতে পারবে না। শেষ ১-২ সপ্তাহ যাবৎ ১৫ টা Shares ও Comments অথবা ১০০ ভিউস হওয়া ভিডিওগুলি চেক করতে হবে। তবে কিভাবে পোস্ট করবেন, কিভাবে চেক করবেন সব আপনাকে শেখানো হবে। তারপর আপনি কাজ করবেন।
এছাড়া আলাদা আলাদা পদে কিছু অভিজ্ঞতা যেমন সোশ্যাল মিডিয়া ক্লিকবাইট সম্পর্কে অভিজ্ঞতা, উড়িয়া ভাষার অভিজ্ঞতা ও মারাঠি ভাষার অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
প্রার্থীরা Crowdgen By Appen এ আবেদন করার আগে বিজ্ঞাপন, সমস্ত নয়মাবলী, যোগ্যতা, আবেদনের শর্তাবলী ও নিয়োগনীতি ইত্যাদি যাচাই করে তারপরই আবেদন করবেন।
Read More: ভারতীয় রেল এর বিভিন্ন পদে লোক নিয়োগ!
বেতন কাঠামো(Crowdgen By Appen)
এখানে ঘন্টার ভিত্তিতে কাজ হয়। আপনি যত ঘন্টা কাজ করবেন, সেই হিসাবে টাকা পাবেন। যেই পেমেন্ট পাবেন সেটা আপনার ব্যাঙ্ক একাউন্ট এ আসবে। সেটা আপনি পেপাল এর মাধ্যমে বা ডাইরেক্ট ব্যাঙ্ক একাউন্ট এর মাধ্যমে ট্রান্সফার করতে পারেন।
এখানে বিভিন্ন পদে প্রতি ঘন্টায় $2 Dollar থেকে $7.50 Dollar পর্যন্ত উপার্জন করতে পারেন। আপনি সবগুলি পদে একসাথে আবেদন করতে পারেন। আবেদন করার সময় বিভিন্ন পদের পেমেন্ট অবশ্যই দেখে নেবেন। সবচেয়ে বেশি পেমেন্ট পাবেন যারা Native Speaker of Oriya (India) পদে আবেদন করবেন যার পেমেন্ট হবে $7.50 Dollar প্রতি ঘন্টায়।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের আবেদদনকারী প্রার্থীদের ভারতীয় হতে হবে মানে ইন্ডিয়াতে থাকতে হবে। যে কোনো ডিগ্রী থাকলেই হবে। ইংলিশ ও হিন্দিতে সাবলীল হতে হবে আর আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হবে।
বয়স সীমা
এই পদের আবেদদনকারী প্রার্থীদের কোনো বয়সীমা নাই। যে কোনো বয়সের লোকেরা আবেদন করতে পারেন।
How to Apply Crowdgen By Appen?
এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সরাসরি Crowdgen By Appen এর ওয়েবসাইট এ গিয়ে Apply For This Job এইখানে ক্লিক করে আবদেন করতে পারেন। তবে চাহিদামতো আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ আবেদনপত্র পূর্ণ করবেন। তবে আপনাকে অবশ্যই Updated Resume সাবমিট করতে হবে যেখানে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ও এগুলি সম্পর্কিত সমস্ত ও দক্ষতা উল্লেখ করবেন।
আবেদন ফি
Crowdgen By Appen এর এই পদগুলিতে পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি
আপনার সমস্ত তথ্য যাচাই করে তারপরই কোম্পানি আপনাকে কাজ করার জন্য নির্বাচিত করবে।
Important Links
Official Website | Click Here |
Apply | Click Here |
Related Articles