Central Pollution Control Board Recruitment 2025: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই সংস্থা একাধিক পদে মোট ৬৯টি শূন্যপদে নিয়োগ করবে। নূন্যতম মাধ্যমিক পাশ থেকে সর্বোচ্চ মাস্টার ডিগ্রী করা ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই সংস্থার নির্ধারিত সময়সীমা ২৮ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে (Central Pollution Control Board Recruitment 2025) আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা কি থাকতে হবে, কোন কোন পদে আবেদন করতে পারেন, বয়সসীমা কত হতে হবে, বেতন কত পাবেন, আবেদন কিভাবে করতে হবে এবং কিভাবে নিয়োগ করবে ইত্যাদি বিষয়ে এই প্রতিবেদনে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে।
Important Dates
অনলাইন আবেদন শুরু | ৭ এপ্রিল, ২০২৫ থেকে |
আবেদনের শেষ তারিখ | ২৮ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB), মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ।
Read More: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ ট্রেইনী নিয়োগ! শূন্যপদ ৪০০টি।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা (Central Pollution Control Board Recruitment 2025)
একাধিক পদে মোট ৬৯টি শূন্যপদে নিয়োগ করবে। তারমধ্যে বিভিন্ন পদে শূন্যপদের সংখ্যা হলো:
১) সায়েন্টিস্ট ‘B’-২২টি
২) অ্যাসিস্ট্যান্ট ল অফিসার-১টি
৩) সিনিয়র টেকনিকাল সুপারভাইসর-২টি
৪) সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-৪টি
৫) টেকনিক্যাল সুপারভিসর-৫টি
৬) অ্যাসিস্ট্যান্ট-৪টি
৭) একাউন্টস অ্যাসিস্ট্যান্ট-২টি
৮) জুনিয়র ট্রান্সলেটর-১টি
৯) Senior Draughtsman -১টি
১০) জুনিয়র টেকনিসিয়ান-২টি
১১) সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-২টি
১২) আপার ডিভিশন ক্লার্ক -৮টি
১৩) ডেটা এন্ট্রি অপারেটর Grade-II -১টি
১৪) স্টেনোগ্রাফার Grade-II -৩টি
১৫) জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-২টি
১৬) লোয়ার ডিভিশন ক্লার্ক-৫টি
১৭) ফিল্ড এটেন্ডেন্ট-১টি
১৮) মাল্টি-টাস্কিং স্টাফ-৩টি
বেতন কাঠামো
Name of the Post in Central Pollution Control Board Recruitment 2025 | স্যালারি (৭ম বেতন কমিশন মোতাবেক) |
সায়েন্টিস্ট ‘B’ | পে লেভেল-১০ (₹৫৬,১০০ – ১,৭৭,৫০০/-) |
অ্যাসিস্ট্যান্ট ল অফিসার/সিনিয়র টেকনিকাল সুপারভাইসর | পে লেভেল-৭ (₹৪৪,৯০০– ১,৪২,৪০০ /-) |
সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/টেকনিক্যাল সুপারভিসর/অ্যাসিস্ট্যান্ট/একাউন্টস অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র ট্রান্সলেটর/Senior Draughtsman | পে লেভেল-৬ (₹৩৫,৪০০–১,১২,৪০০/-) |
জুনিয়র টেকনিসিয়ান/সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্ক/ডেটা এন্ট্রি অপারেটর Grade-II/স্টেনোগ্রাফার Grade-II | পে লেভেল-৪ (₹২৫,৫০০– ৮১,১০০/-) |
জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট/লোয়ার ডিভিশন ক্লার্ক | পে লেভেল-২ (₹১৯,৯০০-৬৩,২০০/-) |
ফিল্ড এটেন্ডেন্ট/মাল্টি-টাস্কিং স্টাফ | পে লেভেল-১ (₹১৮,০০০– ৫৬,৯০০/-) |
বয়স এবং শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | বয়স | Qualification in Central Pollution Control Board Recruitment 2025 |
সায়েন্টিস্ট ‘B’ | সর্বোচ্চ ৩৫ বছর। | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা বিজ্ঞান বিষয়ে মাস্টার ডিগ্রী। |
অ্যাসিস্ট্যান্ট ল অফিসার | সর্বোচ্চ ৩০ বছর। | আইনে স্নাতক ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র টেকনিকাল সুপারভাইসর | সর্বোচ্চ ৩০ বছর। | ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং তার সাথে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট | সর্বোচ্চ ৩০ বছর। | বিজ্ঞান বিষয় নিয়ে মাস্টার ডিগ্রী এবং ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
টেকনিক্যাল সুপারভিসর | সর্বোচ্চ ৩০ বছর। | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ৩ বছর কাজের অভিজ্ঞতা। |
অ্যাসিস্ট্যান্ট | সর্বোচ্চ ৩০ বছর। | যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটারে ইংরেজিতে ৩৫ ওয়ার্ড প্রতি মিনিট/হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করা দক্ষতা থাকতে হবে। |
একাউন্টস অ্যাসিস্ট্যান্ট | সর্বোচ্চ ৩০ বছর। | কমার্স স্নাতক হতে হবে এবং ৩ বছর একাউন্টস, অডিট এবং ক্যাশ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। |
জুনিয়র ট্রান্সলেটর | সর্বোচ্চ ৩০ বছর। | হিন্দি এবং ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রী পাশ হতে হবে। |
Senior Draughtsman | সর্বোচ্চ ৩০ বছর। | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
জুনিয়র টেকনিসিয়ান | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
আপার ডিভিশন ক্লার্ক (Central Pollution Control Board Recruitment 2025) | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটারে ইংরেজিতে ৩৫ ওয়ার্ড প্রতি মিনিট/হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করা দক্ষতা থাকতে হবে। |
ডেটা এন্ট্রি অপারেটর Grade-II | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি ঘন্টায় ৮০০০ কি ডিপ্রেশন করার দক্ষতা থাকতে হবে। |
স্টেনোগ্রাফার Grade-II | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে। |
জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। |
লোয়ার ডিভিশন ক্লার্ক | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে ইংরেজিতে ৩৫ ওয়ার্ড প্রতি মিনিট/হিন্দিতে ৩০ ওয়ার্ড প্রতি মিনিট টাইপ করা দক্ষতা থাকতে হবে। |
ফিল্ড এটেন্ডেন্ট/মাল্টি-টাস্কিং স্টাফ | সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর। | মাধ্যমিক পাশ হতে হবে। |
আবেদন পদ্ধতি (Central Pollution Control Board Recruitment 2025)
প্রার্থীদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর এপ্লিকেশন পূর্ণ করে, এপ্লিকেশনের সাথে ফটো, স্বাক্ষর ও ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এপ্লিকেশন ফী দিয়ে এপ্লিকেশন জমা দেবেন ও এপ্লিকেশনের প্রিন্ট করা কপি রাখবেন।
আবেদন ফি
আবেদন করার সময় প্রার্থীদের অনলাইন ১০০০/- এপ্লিকেশন ফী/এক্সামিনেশন ফী জমা দিতে হবে। SC/ ST/ PwBD/ Ex-Servicemen and women প্রার্থীদের ফী দিতে হবে না। আবেদন ফী জমার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যা আবেদনকারীদের দেখে নিতে হবে।
নিয়োগ পদ্ধতি
সায়েন্টিস্ট-B পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অন্য পদগুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের পর নিয়োগ (Central Pollution Control Board Recruitment 2025) করা হবে।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
Related Article
জাতীয় ভূ-পদার্থ গবেষণা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ!