BEL Recruitment 2025: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এ ইঞ্জিনিয়ার নিয়োগ! আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারী।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
BEL Recruitment 2025

BEL Recruitment 2025: ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি হল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। এটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স ও ডিফেন্স প্রোডাক্টস ডিজাইন, ডেভেলপ ও উৎপাদন করে থাকে। BEL ভারতের প্রতিরক্ষা খাতের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার কাজ করে। প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদন কার্যক্রমে নিয়মিতভাবে নিয়োজিত থাকে।

Bharat Electronics Limited সম্প্রতি একটি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির (BEL Recruitment 2025) মাধ্যমে ভারতে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনপত্র আহ্বান করেছে।

ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের উদ্দেশ্যে আমরা এই প্রতিবেদনে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।

Important Dates

অনলাইন এপ্লিকেশনর রেজিস্ট্রেশন শুরু১০-০১-২০২৫ বিকাল ৪:০০ টায়।
পেমেন্টসহ অনলাইন এপ্লিকেশনর রেজিস্ট্রেশনের শেষ তারিখ৩১-০১-২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের অধীন একটি সংস্থা।

পদের নাম

প্রবেশনারি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স/মেকানিকাল) ইন E-II গ্রেড।

Vacancy in BEL Recruitment 2025

এই পদগুলিতে মোট ৩৫০ শূন্যপদে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য BEL বিজ্ঞপ্তি জারি করেছে।তার মধ্যে ২০০টি শূন্যপদ ইলেকট্রনিক্স প্রবেশনারি ইঞ্জিনিয়ারিং ও ১৫০ পদে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে।

মোট ৩৫০টি শূন্যপদের মধ্যে বিজ্ঞাপনে UR-143, EWS-35, OBC(NCL)-94, SC-52 এবং ST-26 পদ সংরক্ষিত দেখানো হয়েছে।

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

বেতন কাঠামো

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বা কর্মচারীরা প্রার্থমিক বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০/- টাকা ধরে বাৎসরিক মোট ১৩ লক্ষ টাকা বেতন পাবেন।

মূল বেতন ছাড়াও চাকুরিপ্রাপ্তরা (BEL Recruitment 2025) নিয়ম অনুসারে ডিএ, এইচআরএ, কনভেয়ন্স এলাউন্স, পারফরমেন্স রিলেটেড পে, মেডিকেল রেইমবার্সমেন্ট এবং অন্যান্য ভাতা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী অসংরক্ষিত [UR/OBC(NCL)/EWS] প্রার্থীদের AICTE স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণীতে ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ইলেকট্রনিক্স এন্ড টেলিকম্যুনিকেশন/ কমিউনিকেশন/টেলিকম্যুনিকেশন/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হতে হবে।সংরক্ষিত )SC/ST/PwBD) পদের প্রার্থীদের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই।

বয়স সীমা

প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারী (BEL Recruitment 2025) অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ০১-০১-২০২৫ তারিখে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।

বয়সের ছাড়

সরকারি গাইডলাইন অনুযায়ী SC /ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর, OBC (NCL ) প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ও PwBD প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি

উপযুক্ত যোগ্য প্রার্থীরা BEL এর ওয়েবসাইটে নিৰ্দিষ্ট লিংকে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন ও আবেদনপত্র পূরণ করবেন। প্রার্থীরা বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে স্ক্যান করা পাসপোর্ট কালার ফটোগ্রাফ, স্বাক্ষর ও তার সাথে চাহিদামতো সমস্ত তথ্য দিয়ে ও ডকুমেন্ট আপলোড করে এপ্লিকেশন পূর্ণ করে সাবমিট করতে হবে। পরিশেষে ফিস পেমেন্ট করতে হবে।

Application Fees in BEL Recruitment 2025

GEN/OBC(NCL)/EWS প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারী প্রার্থীদের এপ্লিকেশন ফী ও জিএসটি মিলিয়ে মোট ১,১৮০ টাকা এর মাধ্যমে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। SC/ST/PwBD/ESM প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।

ডকুমেন্ট কি লাগবে

প্রার্থীরা অনলাইনে এ স্বাক্ষর, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে এপ্লিকেশন সাবমিট করবেন। তবে নিচে দেওয়া ডকুমেন্টস গুলি ইন্টারভিউয়ের সময় অরিজিনাল ও সেলফ এটাস্টেড কপি নিয়ে যাবেন:

  • অনলাইন আবেদনের প্রিন্ট আউট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সমস্ত মার্কশীটস।
  • আঁধার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট।
  • সিজিপিএ কনভার্সন সার্টিফিকেট।
  • EWS প্রমানের সার্টিফিকেট।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট।
  • নো-অব্জেকশন সার্টিফিকেট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারী প্রার্থীদের ৮৫ Marks এর কম্পিউটার বেসড টেস্ট(CBT) ও ১৫ মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্টে কোয়ালিফাই করা শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। উভয় পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রার্থী সিলেকশন (BEL Recruitment 2025) করা হবে।

পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস

এই পদের আবেদনকারী প্রার্থীদের ২ ঘন্টায় ১২৫ মার্ক্স্ এর টেস্ট নেওয়া হবে। ১ নম্বরের প্রশ্নোউত্তরে মোট ১২৫টি প্রশ্নে ১০০ নম্বরের টেকনিকাল প্রশ্ন এবং ২৫ মার্ক্স্ এর জেনারেল এপটিটুড এবং রিসনিং থাকবে।

কম্পিউটার বেসড টেস্ট হবে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অথবা ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন কারিকুলাম বা স্পেসালিজশন থেকে। এছাড়া জেনারেল অপটিটুড এবং এনালিটিক্যাল রিসনিং থেকেও অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে।

পরীক্ষাকেন্দ্র

প্রার্থীরা ৭৫টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে প্রার্থীদের যোগাযোগের ঠিকানার কাছাকাছি যে কোনো ৫টি কেন্দ্র বাছাই করতে পারেন। উত্তর ও উত্তরপূর্বের প্রার্থীদের সামনে পরীক্ষা দেওয়ার (BEL Recruitment 2025) দারুন সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কলকাতা ও শিলিগুড়িতে, আসামের প্রার্থীরা গুয়াহাটিতে ও ত্রিপুরার প্রার্থীরা আগরতলাতে পরীক্ষা দিতে পারেন। এছাড়া মনিপুরের ইমফল, মেঘালয়ের শীলং, মিজোরামের আইজল এবং নাগাল্যান্ডের কোহিমাতে পরীক্ষাকেন্দ্র আছে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Register and ApplyClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment