BEL Apprenticeship Recruitment 2025: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) হল ভারতের একটি অন্যতম প্রধান পাবলিক সেক্টর ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কোম্পানি বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ এবং অন্যান্য শিল্প ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি এবং সেবা প্রদান করে আসছে। এই সংস্থা ভারত সরকারের অধীনে কাজ করে দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভেল একটি পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন পেশায় তরুণ ও প্রতিভাবান মানুষদের ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সম্প্রতি, BEL এপ্রেন্টিসশীপ ট্রেনিং এর জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউর আয়োজন করছে। যারা ভারত সরকারের কোনো সংস্থায় এপ্রেন্টিসশীপ বা শিক্ষানবিস হিসাবে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে পারে।
আসুন, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ওয়াক ইন ইন্টারভিউ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যেমন এপ্রেন্টিসেস পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বৃত্তি, আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি এবং যোগ্যতার শর্তাবলী ইত্যাদি।
গুরুত্বপূর্ণ তারিখ ও জায়গা
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, নন্দমবাক্কাম, চেন্নাই-৬০০০৮৯ তে ওয়াক ইন ইন্টারভিউ (BEL Apprenticeship Recruitment 2025) এর মাধ্যমে নেওয়া হবে। প্রার্থীদের বিভিন্ন বিভাগে ওয়াক ইন ইন্টারভিউর সময় (নিচে দেওয়া) দেখে নিন:
বিভাগ বা ডিসিপ্লিন | সময় |
BE/B.Tech(ECE), BE/B.Tech(EEE) এবং BE/B.Tech(CSE) | ২০-০১-২০২৫ তারিখ সকাল ৯:৩০ টায়। |
BE/B.Tech(MECH) এবং BE/B.Tech(CIVIL) | ২১-০১-২০২৫ তারিখ সকাল ৯:৩০ টায়। |
DIPLOMA (ECE, MECH,EEE, CSE & CIVIL) এবং B.Com | ২২-০১-২০২৫ তারিখ সকাল ৯:৩০ টায়। |
নিয়োগকারী কোম্পানি
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, নন্দমবাক্কাম, চেন্নাই-৬০০০৮৯।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
ভেল মোট ৮৩টি খালিপদে তিনটি ক্যাটেগরিতে ১ বছরের জন্য এপ্রেন্টিসেস (BEL Apprenticeship Recruitment 2025) নেবে। যথা:
1.গ্রাজুয়েট এপ্রেন্টিসেস (ক্যাটাগরি-I):
এই পদে মোট ৬৩টি খালিপদের মধ্যে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ -২৮টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ-২৫টি, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ-৫টি, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং এ-৩টি,সিভিল ইঞ্জিনিয়ারিং এ-২টি পদে এপ্রেন্টিসেস নেবে। |
2.টেকনিসিয়ান(ডিপ্লোমা)এপ্রেন্টিসেস (ক্যাটাগরি-II):
এই পদে মোট ১০টি খালিপদের মধ্যে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ -৫টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ-৫টি পদে এপ্রেন্টিসেস নেবে। |
3.বি.কম এপ্রেন্টিসেস (ক্যাটাগরি-III):
এই ক্যাটেগরিতে মোট ১০টি পদে এপ্রেন্টিসেস নেবে ভেল। |
Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।
Monthly Stipend in BEL Apprenticeship Recruitment 2025
ক্যাটাগরি | মাসিক বৃত্তি |
ক্যাটাগরি-I | এই ক্যাটেগরিতে নির্বাচিতরা প্রতিমাসে ১৭,৫০০ টাকা করে বৃত্তি পাবেন। |
ক্যাটাগরি-II এবং ক্যাটাগরি-III | এই ক্যাটেগরিতে নির্বাচিতরা প্রতিমাসে ১২,৫০০ টাকা করে বৃত্তি পাবেন। |
শিক্ষাগত যোগ্যতা
ভেল এপ্রেন্টিসশীপে নিয়োগ (BEL Apprenticeship Recruitment 2025) পেতে হলে প্রার্থীদের ০১-০৪-২০২০ তারিখে বা তার পরে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে প্রাসঙ্গিক ক্যাটাগরিতে স্নাতক বা ডিপ্লোমা হতে হবে।
প্রয়োজনীয় নম্বর
General/OBC/EWS প্রার্থীদের স্নাতক বা ডিপ্লোমাতে শতকরা ৬০% বা তার উপরে নম্বর থাকতে হবে। SC/STদের ক্ষেত্রে স্নাতক বা ডিপ্লোমাতে ৫০% বা তার উপরে থাকতে হবে।
বি.কম এপ্রেন্টিসেস দের ক্ষেত্রে নূন্যতম ৫০% বা তার উপরে থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ হতে হবে।
বয়সের ছাড়
ভারতীয় নিয়ম অনুসারে SC/STদের ক্ষেত্রে ৫ বছর, OBCদের ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি
বিজ্ঞাপনে (BEL Apprenticeship Recruitment 2025) দেওয়া সুনির্দিষ্ট আবেদনপত্র ও তার সাথে সমস্ত নথিপত্র নিয়ে নির্দিষ্ট জায়গায় ও তারিখে সময়মতো ওয়াক ইন সিলেকশন এ আসতে হবে।
ডকুমেন্ট কি লাগবে
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল এপ্রেন্টিসশীপ ট্রেনিং স্কিম (NATS) এর ওয়েব পোর্টাল এ নাম নথিভুক্ত করতে হবে ও BHEL এপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় NATS রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে । এছাড়া প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্টগুলি নিয়ে ওয়াক ইন সিলেকশন এ আসতে হবে:
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক মার্কশীটস।
- সমস্ত মার্কশীটস বা সমস্ত সেমিস্টারের মার্কশীটস।
- স্নাতক/ডিপ্লোমা/প্রভিশনাল ডিগ্রির সমস্ত সার্টিফিকেট।
- আঁধার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- সিজিপিএ কনভার্সন সার্টিফিকেট।
নির্বাচন পদ্ধতি (BEL Apprenticeship Recruitment 2025)
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শতকরা নম্বরের উপরে ভিত্তি করে শর্টলিস্টেড বা চয়ন করা প্রার্থীদের ইমেইল ও ওয়েবসাইট এ প্রকাশ করার মাধ্যমে জানানো হবে।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Related Articles