AAI Junior Executive ATC Recruitment 2025: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ! শূন্যপদ ৩০৯টি ।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
AAI Junior Executive ATC Recruitment 2025

AAI Junior Executive ATC Recruitment 2025: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের একটি বিজ্ঞাপন দিয়েছে। সংস্থা এই পদে সর্বমোট ৩০৯টি শূন্যপদে নিয়োগ করার কথা বলেছে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন-ভাতা সহ অন্যান্য পাবেন।

এই প্রতিবেদনে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগে (AAI Junior Executive ATC Recruitment 2025) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের উর্দ্ধসীমা, আবেদন ফী, কিভাবে আবেদন করতে হবে, স্যালারি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে যা আবেদনকারীদের সহায়ক হবে।

Important Dates

অনলাইন আবেদন শুরু২৫ এপ্রিল, ২০২৫ থেকে
আবেদনের শেষ তারিখ২৪ মে, ২০২৫ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।

পদের নামশূন্য পদের সংখ্যা

জুনিয়র এক্সিকিউটিভ (Air Traffic Control)। এই পদে মোট ৩০৯টি শূন্যপদে নিয়োগ করবে। তার মধ্যে UR-১২৫টি, EWS-৩০টি, OBC(NCL)-৭২টি, SC-৫৫টি এবং ST-২৭টি শূন্যপদ আছে।

Read More: দিল্লী জল বোর্ডে নিয়োগ! শূন্যপদ ১৩১টি।

বেতন কাঠামো (AAI Junior Executive ATC Recruitment 2025)

জুনিয়র এক্সিকিউটিভ পদে কোনো প্রার্থী নির্বাচিত হলে, তিনি (Group-B: E-1 level) ₹৪০,০০০/- – ৩% – ১,৪০,০০০/- পে স্কেল পাবেন। এছাড়া ডিএ, এইচ আর এ, মেডিকেল বেনিফিট সহ অন্যান্য অনেক সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

পদার্থবিদ্যা এবং গণিত সহ বিজ্ঞানে পূর্ণকালীন নিয়মিত ৩ বছরের স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং-এ যে কোনও শাখায় পূর্ণকালীন নিয়মিত স্নাতক ডিগ্রি। পদার্থবিদ্যা এবং গণিত কমপক্ষে একটি সেমিস্টারের বিষয় হতে হবে।

বয়সসীমা

২৪-০৫-২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর হতে হবে।

বয়সের ছাড়

SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ৫ বছর, OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছর, PwBD প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ১০ বছর ছাড় পাবেন। এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (AAI Junior Executive ATC Recruitment 2025)

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের ক্যরিয়ার সেক্শনে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ও স্বাক্ষর আপলোড করে এপ্লিকেশন ফী জমা দিতে হবে। এরপর এপ্লিকেশন জমা দিয়ে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

আবেদন ফী

General/OBC/EWS প্রার্থীদের ১০০০/- এপ্লিকেশন ফী অনলাইনে মোডে (Internet Banking/Debit/Credit Card) জমা দিতে হবে। SC/ST/PWD/Apprentices প্রার্থীদের এপ্লিকেশন ফিস দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

আবেদন করা প্রার্থীদের নিচে দেওয়া বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নির্বাচন (AAI Junior Executive ATC Recruitment 2025) করা হবে:
১) প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT নেওয়া হবে।
২) শর্টলিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে।
৩) প্রার্থীদের কমুনিকেশনের দক্ষতা পরীক্ষার জন্য ভয়েস টেস্ট করা হবে।
৪) সাইকোঅ্যাকটিভ পদার্থ পরীক্ষার ক্ষেত্রে কোকেন, ক্যানাবিস পরীক্ষা করা হবে।
৫) শারীরিক মেডিকেল পরীক্ষা করা হবে।
৬) পরিশেষে প্রার্থীর চরিত্র ও পূর্ববর্তী ঘটনার ভেরিফিকেশন করা হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here

Related Article

ইউনিভার্সিটি অফ মুম্বাই-এ এপ্রেন্টিসেস পদে নিয়োগ! শূন্যপদ ৯৪টি।

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment