AAI Junior Assistant Recruitment: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে চাকরি! শীঘ্রই আবেদন কর।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
AAI Junior Assistant Recruitment

AAI Junior Assistant Recruitment: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ভারতবর্ষের একটি অন্যতম প্রধান সরকারি সংস্থা, যা এই দেশের বিমানবন্দরগুলোর কার্যক্রম পরিচালনা এবং উন্নয়নের দায়িত্বে নিয়োজিত। এই সংস্থা ভারত সরকারের অধীনে একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হিসেবে কাজ কর। এটি কর্মসংস্থানের ক্ষেত্রেও একটি আকর্ষণীয় জায়গা।

প্রতি বছর AAI তার বিভিন্ন বিভাগে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ইচ্ছুক যোগ্য এবং দক্ষ প্রার্থীরা সেই সুযোগ গ্রহণ করে। এটি শুধুমাত্র একটি স্থায়ী চাকরি নয়, বরং দেশের বিমানবন্দর পরিচালনায় অংশগ্রহণ করার একটি বড় সুযোগও পাওয়া।

আমরা এই প্রতিবেদনে AAI-তে নিয়োগের সাম্প্রতিক একটি বিজ্ঞাপন (AAI Junior Assistant Recruitment) এর গুরুত্বপূর্ণ তথ্য যেমন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Important Dates

অনলাইন রেজিস্ট্রেশন শুরু৩০-১২-২০২৪ তারিখ থেকে
অনলাইন রেজিস্ট্রেশনের প্রথমে ধাপ ও দ্বিতীয় ধাপ কমপ্লিট করার শেষ তারিখ২৮-০১-২০২৫ পর্যন্ত

নিয়োগকারী দপ্তর

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটি ভারত সরকারের অধীনে একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইস।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পুরুষ,মহিলা সমস্ত যোগ্য প্রার্থীদের কাছ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) এই পদে (AAI Junior Assistant Recruitment) আবেদনপত্র গ্রহণ করছে।

পদের নামক্যাটেগরীসহ শূন্য পদের সংখ্যা
Junior Assistant (Fire Service) NE-4 level89 [UR-45, SC-10, ST-12, OBC(NCL)-14 এবং EWS-8]

বেতন কাঠামো (AAI Junior Assistant Recruitment)

এই পদে নির্বাচিত প্রার্থীদের বেতনকাঠামো ৩১,০০০/- থেকে ৯২,০০০/- টাকা ও তার সাথে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সমস্ত ভাতা ও সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ ও তার সাথে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

অথবা মাধ্যমিক পাশ + 3 years approved regular Diploma in Mechanical / Automobile /Fire ও তার সাথে ০১-১১-২০২৪ এর এক বছর বা দুই বছর মিডিয়াম বা লাইট মোটর ভেহিকল চালানোর বৈধ লাইসেন্স থাকা প্রার্থীরাও আবেদন করতে পারেন।

এছাড়া প্রার্থীদের শারীরিক সক্ষম হতে হবে যা ফিজিক্যাল ফিটনেস টেস্ট এর মাধ্যমে করা হবে।

AAI Junior Assistant Recruitment

বয়সসীমা

০১-১১-২০২৪ অনুযায়ী এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

নিয়ম অনুসারে SC/ST দের ক্ষেত্রে ৫ বছর এর ছাড় রয়েছে। OBC(NCL) ও Ex-Servicemen রা সর্বোচ বয়সীমার ৩ বছরের ছাড় পাবেন।

এছাড়া রিটায়ার্ড অগ্নিবীর, Widow, Divorced Women, Judicially Separated Women দের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি 

প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট (AAI Junior Assistant Recruitment) এ গিয়ে দুইধাপে অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা দেবেন। Step-I এ মোবাইল নম্বর ও ইমেইল Id ছাড়াও চাহিদামত তথ্য দিয়ে Sign Up করবেন। Step-II তে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং স্ক্যান করা ফটোগ্রাফ ও সাক্ষর দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে প্রার্থীরা আবেদনপত্র জমা দেওয়ার আগে ভালোকরে বিজ্ঞাপন পরে ও বুঝে তারপরেই আবেদন করবেন।

আবেদন ফী

প্রার্থীরা GST সহ ১০০০ টাকা পরীক্ষার ফিস অনলাইন নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/UPIএর মাধ্যমে জমা দেবেন।

Women/ SC/ST/Ex-Servicemen/Apprentices প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না।

কি কি নথি লাগবে

  • বৈধ ইমেইল ID ও মোবাইল নম্বর।
  • স্ক্যান করা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ।
  • স্ক্যান করা স্বাক্ষর।
  • জন্মের শংসাপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • বাসস্থান/নিবাস এর শংসাপত্র।
  • ইনকাম সার্টিফিকেট।
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ক্যাটাগরি সার্টিফিকেট।
  • এক্স-সার্ভিসেমেনদের ডিসচার্জ সার্টিফিকেট।
  • অগ্নিবীরদের সার্টিফিকেট।

এছাড়া প্রার্থীদের প্রয়োজনীয় অন্যান্য সার্টিফিকেটও সাথে রাখতে হবে।

নিয়োগ পদ্ধতি (AAI Junior Assistant Recruitment)

এখানে প্রার্থীদের দুইধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচন (AAI Junior Assistant Recruitment) করা হবে। প্রথমে ধাপে ২ ঘন্টায় ১০০ মার্ক্স্ এর অনলাইন কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। যেখানে ৫০% প্রশ্ন থাকবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিষয়ের উপর। বাকি ৫০% প্রশ্ন থাকবে General Knowledge, General Intelligence, General Aptitude এবং English ইত্যাদি বিষয়ের উপরে।

দ্বিতীয় ধাপে কম্পিউটার বেসড টেস্ট এর উপর ভিত্তি করে শর্টলিস্টেড প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে নির্বাচিত করা হবে:

  • ডকুমেন্ট/ সার্টিফিকেট ভেরিফিকেশন।
  • তারপর মেডিকেল টেস্ট ।
  • মোটর ভেহিকল টেস্ট ।
  • পরিশেষে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট।

প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা পদ্ধতি ও বিভিন্ন শর্তাবলী আবেদন করার আগে বিস্তারিতভাবে বিজ্ঞাপন থেকে জেনে নেবেন।

Important Links

Official NoticeDownload
Official WebsiteClick Here
Register and Apply LinkClick Here

Related Articles

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment