Central Bank of India ZBO Recruitment 2025: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোন বেসড অফিসার নিয়োগ! স্নাতক যোগ্যতায় আবেদনের সময়সীমা ৯ ফেব্রুয়ারী।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
Central Bank of India ZBO Recruitment 2025

Central Bank of India ZBO Recruitment 2025: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের একটি অন্যতম প্রধান সরকারি ব্যাঙ্ক। এটি একটি পাবলিক সেক্টর ব্যাংক। এই ব্যাঙ্ক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উন্নত ব্যাংকিং পরিষেবা প্রদান করার মাধ্যমে ব্যাংকটি সারা দেশে কাজ করে যাচ্ছে। সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে এই ব্যাঙ্ক সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা এবং নিরাপত্তা প্রদান করছে।

সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জোন বেসড অফিসার পদে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। ব্যাঙ্ক এই পদের জন্য সারা দেশ থেকে পুরুষ মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহব্বান করেছে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

উপযুক্ত প্রার্থীদের সুবিধার জন্য এই প্রতিবেদনে আমরা Central Bank of India ZBO Recruitment 2025 সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আবেদন প্রক্রিয়া, শূন্যপদের সংখ্যা, বেতন কাঠামো, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

Important Dates

অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২১-০১-২০২৫ থেকে
অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ০৯-০২-২০২৫ পর্যন্ত।
সম্ভাব্য অনলাইন পরীক্ষা মার্চ ২০২৫ ।

নিয়োগকারী ব্যাঙ্ক

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পদের নামশূন্য পদের সংখ্যা

পদের নামশূন্য পদের সংখ্যা
জোন বেসড অফিসার- JMGS- I (মেইনস্ট্রিম)মোট ২৬৬টি শূন্যপদে নিয়োগ করবে।

নিচে প্রার্থীরা শূন্যপদের সংখ্যা বিস্তারিত দেখে নিন:

Read More: রাজস্থান হাই কোর্টে ১৪৪টি শূন্যপদে স্টেনোগ্রাফার নিয়োগ! ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন।

বেতন কাঠামো (Central Bank of India ZBO Recruitment 2025)

নির্বাচিত জোন বেসড অফিসাররা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(স্কেল-১) এ ৪৮৪৮০-২০০০/৭-৬২৪৮০-২৩৪০/২-৬৭১৬০-২৬৮০/৭-৮৫৯২০ টাকা প্রাথমিক বেতনক্রম পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের আবেদনকারী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তার সমতুল্য (Dual degree (IDD ), Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant সহ) হতে হবে ও তার সাথে অনুরূপ প্রতিষ্ঠানে ১ থেকে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

এই পদে (Central Bank of India ZBO Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের ৩০-১১-২০২৪ তারিখে সর্বনিন্ম বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। প্রার্থীদের জন্ম ০১-১২-১৯৯২ থেকে ৩০-১১-২০০৩ এর মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/OBC(NCL)/PwBD/Ex-Servicemen প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সীমার ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

জোন বেসড অফিসাররা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারী যোগ্য প্রার্থীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ক্লিক হেয়ার টো এপলাই সেক্শনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং স্ক্যান করা ফটোগ্রাফ, স্বাক্ষর, হাতের লেখা ডিক্লারেশন ও চাহিদামতো অন্যান্য নথিপত্র আপলোড করে এপ্লিকেশন সাবমিট করবেন ও পেমেন্ট করবেন। পরিশেষে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি নেবেন।

আবেদন ফি (Central Bank of India ZBO Recruitment 2025)

SC/ST/PwBD/Women প্রার্থীরা ১৭৫/-(একশো পঁচাত্তর) টাকা + GST এপ্লিকেশন ফিস Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets এর মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। অন্য প্রার্থীদের ৮৫০/-(আটশো পঞ্চাশ) টাকা + GST এপ্লিকেশন ফিস এপ্লিকেশনের সাথে একইভাবে অনলাইনে জমা দিতে হবে।

ডকুমেন্ট কি লাগবে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউতে নিচে দেওয়া ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে:

  • কল লেটার/এডমিট।
  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST/OBC) সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট (for EWS) ।
  • ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

এই পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচিত ও নিয়োগ (Central Bank of India ZBO Recruitment 2025) করা হবে। এছাড়া প্রার্থীদের এপলাই করা নির্দিষ্ট জোনের ভাষার পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সিলেবাস

আবেদনকারী প্রার্থীদের ৮০ মিনিটে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বরের। লিখিত পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ২০ নম্বরের ১৫ মিনিটে, ব্যাঙ্কিং নলেজ ৬০ নম্বর ৩৫ মিনিটে, কম্পিউটার নলেজ ২০ নম্বর ১৫ মিনিটে ও প্রেসেন্ট ইকোনমিক সেনারিও এন্ড জেনারেল নলেজ ২০ নম্বর ১৫ মিনিটে পরীক্ষা নেওয়া হবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment