CSIR-CLRI technician recruitment: সি এস আই আর- সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে নিয়োগ! ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
CSIR-CLRI technician recruitment

CSIR-CLRI technician recruitment: বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, ভারত সরকারের অধীনস্থ সি এস আই আর – সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI) টেকনিশিয়ান গ্রেড-II পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের ৭ম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।

এই নিয়োগ প্রক্রিয়ার (CSIR-CLRI technician recruitment) প্রতিটি ধাপ যেমন পদের বিবরণ, শূন্যপদের সংখ্যা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, আবেদন ফিস, নিয়োগ পদ্ধতি সমস্ত তথ্য এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

Important Dates

অনলাইন এপ্লিকেশন জমা শুরু হবে১৭-০১-২০২৫ সকাল ৯:০০ টা থেকে
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ১৬-০২-২০২৫ রাত্র ১১:৩০ টা পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

সি এস আই আর – সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, ভারত সরকার।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

পদের নাম শূন্য পদের সংখ্যা
টেকনিসিয়ান্স গ্রেড-IIমোট ৪১টি শূন্যপদে নিয়োগ করবে।

Read More: ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশনে মাল্টি টাস্কিং স্টাফসহ ৬৪২ পদে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন ১৬ ফেব্রুয়ারির মধ্যে।

Salary in CSIR-CLRI technician recruitment

এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীরা ৭ম বেতন কমিশনের পে লেভেল-২, ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা বেতনক্রম ধরে আনুমানিক মোট ৩৮, ৪৮৩/- টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

টেকনিশান (1) (ইনস্ট্রুমেন্ট মেকানিক / ইলেকট্রনিক মেকানিক)/টেকনিশান (1) (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – কেমিকাল প্লান্ট)/টেকনিশান (1) (রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং)/টেকনিশান (1) (Draughtsman – সিভিল) /টেকনিশান (1) (ফিজিওথেরাপি)/টেকনিশান (1) (মেডিকেল ল্যাব টেকনিশান)/টেকনিশান (1) (নার্সিং / মিডওয়াফে)/টেকনিশান (1) (ক্যাটারিং / হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট)/টেকনিশান (1) (ল্যাব এনিম্যাল হ্যান্ডলিং এন্ড ব্রিডিং)/টেকনিশান (1) (হাউসকিপার / ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট)/টেকনিশান (1) (ফার্মাসিস্ট)/টেকনিশান (1) (নেটওয়ার্ক মেইনটেনেন্স)/টেকনিশান (1) (COPA / PASAA) /টেকনিশান (1) (লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট)/ টেকনিশান (1) (ডেস্কটপ পাবলিশিং অপারেটর)/টেকনিশান (1) (লেদার গুডস মেকার)/টেকনিশান (1) (ফুটওয়্যার মেকার)/টেকনিশান (1) (ফ্লোরিকালটুরিস্ট)/টেকনিশান (1) (মেকানিক – মোটর ভেহিকল) ইত্যাদি পদের আবেদনকারী প্রার্থীদের সাইন্স নিয়ে ৫৫% নম্বরসহ মাধ্যমিক পাস ও তার সাথে প্রাসঙ্গিক ট্রেডে ITI অথবা এপ্রেন্টিস ট্রেনিং অথবা ২-৩ বছর নিজ ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞাপনে দেওয়া CSIR-CLRI technician recruitment এর এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

বয়সের ছাড়

সংরক্ষিত SC /ST /OBC/PwBD/Ex-Servicemen পদের প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন ।

আবেদন পদ্ধতি 

আবেদনকারী প্রার্থীরা CSIR-CLRI এর ওয়েবসাইটে গিয়ে ইমেইল আইডি ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন ও এপ্লিকেশন ফিস জমা দেবেন। তারপর সম্পূর্ণ এপ্লিকেশন পূর্ণ করে স্ক্যান করা ফটোগ্রাফ, স্বাক্ষরসহ সমস্ত তথ্য দিয়ে এপ্লিকেশন সাবমিট করবেন ও আবেদনপত্রের প্রিন্ট আউট কপি নেবেন।

আবেদন ফী (CSIR-CLRI technician recruitment)

General/OBC/EWS আবেদনকারী প্রার্থীরা SBI Collect ONLINE / SBI Branch এর মাধ্যমে ৫০০/-(পাঁচশো) টাকা আবেদন ফিস দিতে হবে। SC / ST / PwBD / ESM / Women / CSIR Employees প্রার্থীদের এপ্লিকেশন ফিস দিতে হবে না।

কি কি নথি লাগবে

লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্টসগুলি জমা দিতে হবে:

  • লিখিত পরীক্ষার কল লেটার/এডমিট।
  • অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
  • পেমেন্টের রিসিট কপি।
  • জন্মের শংসাপত্র।
  • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট(SC/ST) সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট ফর EWS
  • ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
  • নো অব্জেকশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
  • প্রার্থীর নিজের ছবি।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের Stage-I এ ট্রেড টেস্টের মাধ্যমে Stage-II এর জন্য বিবেচনা করা হবে। Stage-II তে প্রার্থীদের OMR বেসড অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এর লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় ১৫০ প্রশ্নের ২ঘন্টা ৩০ মিনিটে পরিক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থী নির্বাচন (CSIR-CLRI technician recruitment) করা হবে।

পরীক্ষার সিলেবাস

মেন্টাল এবিলিটি টেস্ট(Paper-I) ৫০ টা প্রশ্ন ১০০ নম্বরের, জেনারেল অবরেনেস ও ইংলিশ ল্যাংগুয়েজ (Paper-II) ২৫ টা প্রশ্ন করে মোট ১৫০ নম্বর ও প্রাসঙ্গিক বিষয়ে (Paper-III) ৫০ টা প্রশ্ন ১৫০ নম্বরের থাকবে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and Apply NowClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment