DFCCIL Executive and MTS Recruitment: ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL) ভারতীয় রেলওয়ের অন্তর্গত একটি স্বশাসিত সংস্থা। এটি ভারত সরকারের একটি প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হল মালামাল পরিবহনকে আরও দ্রুত, সাশ্রয়ী এবং দক্ষ করা। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই সংস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL) বিভিন্ন পদে যুবক-যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। DFCCIL এর এই বিজ্ঞাপনটি চাকুরিপ্রার্থী বেকার যুবক-যুবতীদের কাছে সুবর্ণ সুযোগ হতে পারে।
আবেদনকারীদের জন্য মাল্টি টাস্কিং স্টাফ(MTS) পদে অনেক বড় সুযোগ দিয়েছে DFCCIL। এই পদে অনেকগুলি শূন্যপদে নিয়োগ করবে। কাজেই বিস্তারিত বিজ্ঞাপন দেখে যোগ্য প্রার্থীরা ঝটপট আবেদন করে নেবেন।
তাই এই প্রতিবেদনে, আমরা ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের DFCCIL Executive and MTS Recruitment পদগুলির বিস্তারিত বিবরণ, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানাবো।
Important Dates
অনলাইন এপ্লিকেশন ও ফী জমা শুরু হবে | ১৮ জানুয়ারী ২০২৫ বিকাল ৪:০০ টা থেকে |
অনলাইন এপ্লিকেশন ও ফী জমার শেষ তারিখ | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ রাত্র ১১:৪৫ টা পর্যন্ত। |
নিয়োগকারী সংস্থা
ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত সরকারের স্বশাসিত সংস্থা।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
পদের নাম | শূন্যপদের সংখ্যা (DFCCIL Executive and MTS Recruitment) |
জুনিয়র ম্যানেজার ফিনান্স, এক্সিকিউটিভ (সিভিল/ইলেকট্রিকাল/সিগন্যাল এন্ড টেলিকম্যুনিকেশন) এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS) | মোট ৬৪২ শূন্যপদে লোক নিয়োগ করবে |
নিচে আরো বিস্তিত পদের সংখ্যা দেওয়া হয়েছে:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
জুনিয়র ম্যানেজার ফিনান্স | ৩টি |
এক্সিকিউটিভ সিভিল | ৩৬টি |
এক্সিকিউটিভ ইলেকট্রিকাল | ৬৪টি |
এক্সিকিউটিভ সিগন্যাল এন্ড টেলিকম্যুনিকেশন | ৭৫টি |
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) | ৪৬৪টি |
Read More: ইউকো ব্যাংকে লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ! স্নাতক যোগ্যতায় ২৫০টি শূন্যপদে আবেদন করুন।
Salary in DFCCIL Executive and MTS Recruitment
নির্বাচিত প্রার্থীরা জুনিয়র ম্যানেজার পদে ৫০,০০০/- থেকে ১,৬০,০০০/ টাকা (E2 Level, IDA Pay Scale), এক্সিকিউটিভ পদে ৩০,০০০/- থেকে ১,২০,০০০/- টাকা (E0 Level, IDA Pay Scale) ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৬,০০০/- থেকে ৪৫,০০০/-টাকা (N-1 Level, IDA Pay Scale) বেতনক্রম পাবেন।
এছাড়া ডি এ, এইচ আর এ, গ্রাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, মেডিকেল এলাউন্স, ক্যাফেটেরিয়া এলাউন্স ও অন্যান্য সুবিধা পাবেন
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ম্যানেজার ফিনান্স পদের আবেদনকারী প্রার্থীদের Chartered Accountants of India/Institute of Cost Accountants of ইন্ডিয়া থেকে CA/CMA ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে।
এক্সিকিউটিভ সিভিল এই পদের আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা তার সম্পর্কিত ফিল্ডগুলিতে যেমন Transportation/Construction/Public Health/Water Resources ইত্যাদিতে ৬০% নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।
এক্সিকিউটিভ ইলেকট্রিকাল পদের আবেদনকারী প্রার্থীদের ইলেক্টিক্যাল/ইলেকট্রনিক্স বা তার সম্পর্কিত ফিল্ডগুলিতে যেমন Instrumentation, Power Electronics ইত্যাদি নিয়ে ৬০% নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।
এক্সিকিউটিভ সিগন্যাল এন্ড টেলিকম্যুনিকেশন পদের আবেদনকারী ইলেকট্রনিক্স/আইটি/ টেলিকম্যুনিকেশন বা তার সম্পর্কিত ফিল্ডগুলিতে যেমন Communication, Computer Science, Instrumentation ইত্যাদি নিয়ে ৬০% নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ ও তার সাথে ৬০% নম্বরসহ NCVT/SCVT স্বীকৃত এক বছরের ITI Course পাশ হতে হবে।
বয়সসীমা
এই পদগুলিতে (DFCCIL Executive and MTS Recruitment) আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বনিন্ম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বয়সের ছাড়
SC/ST/OBC(NCL)/PwBD/Ex-Servicemen আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড(DFCCIL)এর ওয়েবসাইটের নির্দিষ্ট সেক্শনে গিয়ে ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর প্রয়োজনীয় সমস্ত তথ্য সাথে স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, ডিক্লারেশন ও এপ্লিকেশন ফিস জমা দিয়ে অনলাইনে এপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি
এই পদগুলিতে আবেদন (DFCCIL Executive and MTS Recruitment) করতে ইচ্ছুক আবেদনকারী জুনিয়র ম্যানেজার/এক্সেকিউটিভ (UR/OBC-NCL/EWS) পদের প্রার্থীদের ১০০০/-(এক হাজার) টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে যেমন UPI/Debit Card/Credit Card/Online Net Banking ইত্যাদির মাধ্যমে এপ্লিকেশন ফিস জমা দিতে হবে।
মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) (UR/OBC-NCL/EWS) পদের ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের ৫০০/-(পাঁচশো) টাকা একইভাবে অনলাইনে এপ্লিকেশন ফিস জমা দিতে হবে।
SC/ST/OBC(NCL)/PwBD/Transgender শ্রেণীর প্রার্থীদের আবেদন ফিস দিতে হবে না।
ডকুমেন্ট কি লাগবে
প্রার্থীদের চাহিদামত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান ও আপলোড করে এপ্লিকেশন সাবমিট করতে হবে ও নিচে দেওয়া ডকুমেন্টসগুলি কাগজপত্র পরীক্ষার সময় নিয়ে যেতে হবে:
- ইন্টারভিউ কল লেটার।
- অনলাইনে এপ্লিকেশনের প্রিন্ট আউট কপি।
- জন্মের শংসাপত্র।
- আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট(SC/ST) সার্টিফিকেট।
- ইনকাম সার্টিফিকেট ফর EWS
- ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড সার্টিফিকেট।
- নো অব্জেকশন সার্টিফিকেট।
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
- পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
- প্রার্থীর নিজের ছবি।
- এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের দুইধাপ কম্পিউটার বেসড টেস্ট (1st Stage CBT & 2nd Stage CBT) বা পরীক্ষার মাধ্যমে নির্বাচন (DFCCIL Executive and MTS Recruitment) করা হবে ও পরবর্তীতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মেডিকেল টেস্ট করা হবে।
পরীক্ষার সিলেবাস
প্রথম ধাপ পরীক্ষায় (1st Stage CBT) তে ১ নম্বরের মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন করা হবে। ৯০ মিনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস নিচে দেওয়া হলো:
প্রার্থীদের দ্বিতীয় ধাপের (2nd Stage CBT) পরীক্ষার সিলেবাস বিজ্ঞাপন থেকে দেখে নেবেন।
পরীক্ষাকেন্দ্র (DFCCIL Executive and MTS Recruitment)
আবেদনকারী প্রার্থীরা গুয়াহাটি, কলকাতা ও ভুবেনশ্বরসহ যে কোনো তিনটি কেন্দ্র পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নিতে পারেন।
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Registration and Apply Now | Click Here |
Related Article