Coal India Management Trainee Recruitment 2025: ভারত সরকারের অধীনে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হল কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)। এটি দেশের কয়লা খনি উৎপাদনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। এটি ভারতীয় খনি শিল্পের বৃহত্তম রাষ্ট্রীয় সংস্থা। এই সংস্থা সারা দেশে কয়লা উত্তোলন ও সরবরাহের জন্য কাজ করছে।
সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনী পদে প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ভিন্ন ভিন্ন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনী পদে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
ম্যানেজমেন্ট ট্রেনী (Coal India Management Trainee Recruitment 2025) পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বিভিন্ন পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফিস, বেতন কাঠামো, বয়সসীমা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি।
Important Dates
অনলাইন এপ্লিকেশন জমা শুরু হবে | ১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:০০ টা থেকে |
অনলাইন এপ্লিকেশন জমার শেষ তারিখ | ১৪ ফেব্রুয়ারী বিকাল ৬:০০ টা পর্যন্ত। |
নিয়োগকারী কোম্পানি
কোল ইন্ডিয়া লিমিটেড, ভারত সরকারের অধিগৃহীত সংস্থা।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম | শূন্য পদের সংখ্যা |
Community Development | ২০ টি |
Environment | ২৮টি |
Finance | ১০৩টি |
Legal | ১৮টি |
Marketing & Sales | ২৫টি |
Materials Management | ৪৪টি |
Personnel & HR | ৯৭টি |
Security | ৩১টি |
Coal Preparation | ৬৮টি |
Read More: AIIMS এ উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি নিয়োগ! মোট ৪৫৯৭টি শূন্যপদে আবেদন করুন।
Salary in Coal India Management Trainee Recruitment 2025
এই পদগুলিতে নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনীরা প্রথম ১ বছর ট্রেনিং চলাকালীন ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে পাবেন। ১ বছর পর থেকে E-3 Grade এ ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকা প্রাথমিক বেতন তার সাথে ডি এ, এইচ আর এ, লিভ , মেডিকেল এলাউন্স, গ্রাচুইটি, পারফরমেন্স রিলেটেড পে সহ অন্যান্য ভাতা ইত্যাদি পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
- কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনী পদে (Coal India Management Trainee Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে যেমন Rural Development অথবা Social Work এ ৬০% marks নিয়ে স্নাতোকোত্তর পাস হতে হবে।
- এনভায়রনমেন্ট পদে আবেদনকারী প্রার্থীদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ ৬০% marks নিয়ে পাশ বা তার সমতুল্য হতে হবে।
- ফিনান্স ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের একজন কোয়ালিফাইড CA বা ICWA হতে হবে।
- লিগাল পদে আবেদনকারী প্রার্থীদের ৬০% Marks নিয়ে আইনে স্নাতক হতে হবে।
- মার্কেটিং এন্ড সেলস ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের ৬০% Marks নিয়ে MBA/PG Diploma in Marketing থাকতে হবে।
- ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের ইলেকট্রিকাল অথবা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক তার সাথে ৬০% মার্ক্স্ নিয়ে দুই বছরের MBA / PG Diploma in Management with specialization in Marketing(Major) থাকতে হবে।
- পার্সোনেল এন্ড এইচআর ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের ৬০% Marks নিয়ে Graduate with a PG degree/diploma in HR থাকতে হবে।
- সিকিউরিটি ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের স্নাতক তার সাথে এই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- কোল প্রিপারেশন ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের ৬০% Marks সহ Chemical/Mining/Metallurgy নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা
ম্যানেজমেন্ট ট্রেনী পদে (Coal India Management Trainee Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের ৩০-০৯-২০২৪ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে।
বয়সের ছাড়
SC/ST/OBC(NCL)/PwBD/Ex_servicemen প্রার্থীদের ক্ষেত্রে ভারত সরকারের নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীরা কোল ইন্ডিয়ার ওয়েবসাইটের (www.coalindia.in) ক্যরিয়ার সেকশন এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূর্ণ করে, চাহিদামত ডকুমেন্টস ও এপ্লিকেশন ফিস জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন।
Application Fees in Coal India Management Trainee Recruitment 2025
ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী General(UR)/OBC/EWS প্রার্থীদের ১,১৮০/-(এক হাজার একশো আশি) টাকা এপ্লিকেশন ফিস বাবদ পেমেন্ট করতে হবে। SC/ST/PwBD/Employees of Coal India প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।
ডকুমেন্ট কি লাগবে
আবেদন করার সময় প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্টসগুলির সেলফ এটাস্টেড কপি অনলাইন এপ্লিকেশনের সাথে আপলোড করতে হবে:
- প্রার্থীর ছবি ও স্বাক্ষর।
- জন্মের শংসাপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট(SC/ST/OBC(NC)) সার্টিফিকেট।
- PwBD সার্টিফিকেট।
- নো অব্জেকশন সার্টিফিকেট।
- ইনকাম সার্টিফিকেট(for EWS)।
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
- পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
- CGPA/GPA কনভার্সন সার্টিফিকেট।
- এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।
নিয়োগ পদ্ধতি
ম্যানেজমেন্ট ট্রেনী পদে (Coal India Management Trainee Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড অনলাইন টেস্ট (CBT) এর ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। কম্পিউটার বেসড অনলাইন টেস্ট (CBT) এর পর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
পরীক্ষার সিলেবাস
ম্যানেজমেন্ট ট্রেনী পদে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষায় ৩ ঘন্টায় দুই পেপারে ১০০ Marks করে প্রতি পেপারে মাল্টিপল চয়েস কৌশ্চান (MCQ) পরীক্ষা নেওয়া হবে। Paper-I এ থাকবে General Knowledge/Awareness, Reasoning, Numerical Ability and General English আর Paper-II তে থাকবে Professional Knowledge (Discipline related) ইত্যাদি। প্রার্থীদের সুবিধার জন্য পরীক্ষা ও মার্কসের নমুনা নিচে দেওয়া হল:
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Registration and Apply Now | Click Here |
Related Article