BRO MSW GREF Recruitment 2025: জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, বর্ডার রোডস অর্গানাইজেশন এ মাধ্যমিক পাশে নিয়োগ! শূন্যপদ ৪১১ টি।

By Shyamasree Chatterjee

Updated On:

Follow Us
BRO MSW GREF Recruitment 2025

BRO MSW GREF Recruitment 2025: প্রতিরক্ষা দপ্তরের অধীনে জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স(GREF), বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) একটি নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এমএসডব্লিউ (কুক, ম্যাসন, ব্ল্যাকস্মিথ, মেস ওয়েটার) পদে মোট ৪১১টি শূন্যপদ পূরণ করা হবে।

চাকরির সুযোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে এবং যোগ্য প্রার্থীদের এই সুযোগটি কাজে লাগানোর জন্য এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্তাবলি, বয়সসীমা, বেতন কাঠামো এবং নির্বাচনের পদ্ধতি সংক্রান্ত (BRO MSW GREF Recruitment 2025) সব তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

Important Dates

এপ্লিকেশন জমা শুরু১১ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে
এপ্লিকেশন জমার শেষ তারিখ২৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত।
উত্তরপূর্ব ভারত ও জম্মু কাশ্মীর সহ বিশেষ এলাকার জন্য আবেদনপত্র জমার শেষ তারিখ১১ মার্চ ২০২৫ পর্যন্ত।

নিয়োগকারী দপ্তর

জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স(GREF), বর্ডার রোডস অর্গানাইজেশন, প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকার।

পদের নামশূন্য পদের সংখ্যা

এম এস ডব্লিউ (কুক) ১৫৩টি, এম এস ডব্লিউ (ম্যাসন) ১৭২টি, এম এস ডব্লিউ (ব্ল্যাকস্মিথ) ৭৫টি, এম এস ডব্লিউ (মেস ওয়েটার) ১১টি পদসহ মোট ৪১১টি শূন্যপদে প্রার্থী নির্বাচন করবে বর্ডার রোডস অর্গাইনাইজেশন। তার মধ্যে UR, OBC, SC, ST এবং ESW প্রার্থীদের জন্য আলাদা আলাদা সংরক্ষিত পদে আছে।

BRO MSW GREF Recruitment 2025

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

Salary in BRO MSW GREF Recruitment 2025

উক্ত পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের ৭ম বেতন কমিশনের লেভেল-১ এর ১৮,০০০ থেকে ৫৬,০০০/- টাকা (বিজ্ঞাপনে পূর্বতন বেতনক্রম ৫,২০০ থেকে ২০,২০০ দেখানো হয়েছে) মূল বেতন স্থির হবে ও এর সাথে অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • এম এস ডব্লিউ (কুক) পদে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ ও তার সঙ্গে প্রাসঙ্গিক ট্রেডে দক্ষ এবং ফিজিক্যাল ও মেডিকেল টেস্টে পাশ করতে হবে।
  • এম এস ডব্লিউ (ম্যাসন) পদের প্রার্থীদের মাধ্যমিক পাশ তার সাথে প্রাসঙ্গিক ট্রেডে ITI /ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট, প্রফিসিয়েন্সি টেস্টে এবং ফিজিক্যাল ও মেডিকেল টেস্টে ফিট ও পাশ করতে হবে।
  • এম এস ডব্লিউ (ব্ল্যাকস্মিথ) পদের প্রার্থীদের (BRO MSW GREF Recruitment 2025) মাধ্যমিক পাশ ও তার সঙ্গে প্রাসঙ্গিক ট্রেডে ITI /ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট, প্রফিসিয়েন্সি টেস্টে এবং ফিজিক্যাল ও মেডিকেল টেস্টে ফিট ও পাশ করতে হবে।
  • এম এস ডব্লিউ (মেস ওয়েটার) পদের আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ ও তার সঙ্গে প্রাসঙ্গিক ট্রেডে এবং ফিজিক্যাল ও মেডিকেল টেস্টে পাশ করতে হবে।

    বয়সসীমা

    এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ হতে হবে।

    বয়সের ছাড়

    SC/ST/OBC/Ex-Servicemen ও সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সীমার ছাড় পাবেন।

    আবেদন পদ্ধতি 

    আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞাপনে দেওয়া আবেদনপত্রে ফটোসহ চাহিদামতো সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণভাবে পূর্ণ করে একটি মুখবন্ধ খামে সব ডকুমেন্টস এটাস্টেড বা সেলফ এটাস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় ডাক মারফত পাঠাতে হবে পাঠাতে হবে।

    আবেদন ফী (BRO MSW GREF Recruitment 2025)

    General/OBC/EWS/Ex-Servicemen প্রার্থীদের বিজ্ঞাপনে দেওয়া নির্দিষ্ট URL এর মাধ্যমে অনলাইনে ৫০/-(পঞ্চাশ) টাকা এপ্লিকেশন ফিস দিতে হবে। SC/ST/PwBD প্রার্থীদের কোনো ফিস দিতে হবে না।

    কি কি Document লাগবে

    • প্রার্থীর নিজের ছবি।
    • জন্মের শংসাপত্র।
    • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
    • কাস্ট(SC/ST/OBC) সার্টিফিকেট।
    • PwBD সার্টিফিকেট।
    • EWS সার্টিফিকেট।
    • সার্ভিস সার্টিফিকেট।
    • নো অব্জেকশন সার্টিফিকেট।
    • ইনকাম সার্টিফিকেট ফর EWS।
    • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
    • পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।
    • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

    এছাড়া ফিজিক্যাল ও মেডিকেল টেস্টে প্রার্থীদের কাছ থেকে নিচে দেওয়া ডকুমেন্টস গুলি নেওয়া হবে:

    • কল লেটার।
    • আঁধার কার্ড ও অন্যান্য ফটো আইডি।
    • টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট।
    • ড্রাইভিং লাইসেন্স।

    নিয়োগ পদ্ধতি

    শুধুমাত্র লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও প্রাসঙ্গিক ট্রেড পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থী নির্বাচন (BRO MSW GREF Recruitment 2025) করা হবে।

    প্রার্থীরা লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও প্রাসঙ্গিক ট্রেডের মানদণ্ড বিজ্ঞাপন থেকে দেখে নেবেন।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা

    আবেদনকারী প্রার্থীরা আবেদনপত্র ও তার সাথে সমস্ত কাগজপত্র গেজেটেড অফিসার দ্বারা এটাস্টেড বা সেলফ এটাস্টেড করে মুখবন্ধ খামের উপরে এপ্লিকেশন ফর দি পোস্ট……………………….ক্যাটাগরি UR/SC/ST/OBC/EWS/ESM/CPL ওয়েটেজ পার্সেন্টেজ ইন এজেন্সিয়াল কোয়ালিফিকেশ……….. ইত্যাদি লিখে নিচে দেওয়া ঠিকানায় পাঠাবেন:

    Commandant GREF Centre, Dighi camp, Pune-411015

    Important Links

    Official NotificationDownload
    Official WebsiteClick Here

    Related Article

    Shyamasree Chatterjee

    শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

    Leave a Comment