Supreme Court Law Clerk Recruitment 2025: সুপ্রিম কোর্টে ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগপ্রক্রিয়া শুরু! আবেদনের শেষ তারিখ ৭ ফেব্রুয়ারী।

By Shyamasree Chatterjee

Published On:

Follow Us
Supreme Court Law Clerk Recruitment 2025

Supreme Court Law Clerk Recruitment 2025: ভারতের প্রত্যেকটা নাগরিক ভারতের সুপ্রিম কোর্ট এর নাম জানে বা চেনে। ভারতের সুপ্রিম কোর্টই হলো এই দেশের সর্বোচ্চ আদালত এবং দেশের সংবিধানের রক্ষক। এটি ১৯৫০ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং দিল্লিতে অবস্থিত।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগর বিজ্ঞপ্তি দিয়েছে। ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সুপ্রিম কোর্ট নির্ধারিত নিয়ম নীতি মেনে আবেদন করতে পারেন।

ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে আমরা এই প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়ায় (Supreme Court Law Clerk Recruitment 2025) শূন্যপদের সংখ্যা, বেতনক্রম, আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড, বয়সসীমা, আবেদন ফিস এবং পরীক্ষার পদ্ধতিসহ বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

Important Dates

অনলাইন এপ্লিকেশন রেজিস্ট্রেশন শুরু১৪-০১-২০২৫ থেকে
অনলাইন এপ্লিকেশন রেজিস্ট্রেশনের শেষ তারিখ০৭-০২-২০২৫ রাত্র ১১:৫৫ পর্যন্ত।
পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৯-০৩-২০২৫ তারিখে।

নিয়োগকারী দপ্তর

ভারতের সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।

পদের নামশূন্য পদের সংখ্যা

পদের নামশূন্য পদের সংখ্যা
ল ক্লার্ক-কাম-রিসার্চ এসোসিয়েটস৯০ টি

Read More: সিবিএসসি তে গ্রুপ-সি পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন কর।

বেতন কাঠামো (Supreme Court Law Clerk Recruitment 2025)

সুপ্রিম কোর্টে নিযুক্তিপ্রাপ্ত ল ক্লার্ক-কাম-রিসার্চ এসোসিয়েটসরা প্রতিমাসে মোট ৮০,০০০/- টাকা করে পাবেন। এটা বলা দরকার যে, সুপ্রিম কোর্টে নিযুক্তপ্রাপ্ত ল ক্লার্ক-কাম-রিসার্চ এসোসিয়েটসরা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বা চুক্তির ভিত্তিতে ২০২৫-২০২৬ সময়ের জন্য নিযুক্ত হবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের আইন দ্বারা প্রতিষ্টিত বা বার কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো স্কুল/ কলেজ/প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে ল গ্রাজুয়েট হতে হবে। এছাড়া প্রার্থীদের রিসার্চ এন্ড এনালিটিক্যাল স্কিল, লেখার ক্ষমতা ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

আইন নিয়ে পাঠরত অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রীরাও এই পদে আবেদন করতে পারেন। তবে নির্বাচিত হলে, কাজে যোগ দেওয়ার আগে পাশ করার সার্টিফিকেট জমা দিতে হবে।

বয়সসীমা

উক্ত পদে আবেদনকারী প্রার্থীদের ০৭-০২-২০২৫ তারিখে সর্বনিন্ম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

How to Apply in Supreme Court Law Clerk Recruitment 2025

উপযুক্ত প্রার্থীরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রদত্ত লিংকে গিয়ে নির্দিষ্ট সময়ে রেজিস্টার করবেন, তারপর আবেদনপত্র সম্পূর্ণ পূর্ণ করে স্ক্যান করা ফটোগ্রাফ ও স্বাক্ষর আপলোড করে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন।

আবেদন ফী

আবেদনকারী প্রার্থীদের এপ্লিকেশন ফী বা টেস্ট ফী হিসাবে ৫০০/-(পাঁচশত) টাকা ইউকো ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে।

Document বা কি কি নথি লাগবে

এই পদে (Supreme Court Law Clerk Recruitment 2025) আবেদন করার সময় প্রার্থীদের শুধুমাত্র প্রয়োজনীয় সমস্ত তথ্যসহ ফটো ও স্বাক্ষর আপলোড করে দিতে হবে। ইন্টারভিউতে প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্টসগুলি অরিজিনাল ও সেলফ এটাস্টেড করে নিয়ে যেতে হবে এবং জমা দিতে হবে:

  • জমা দেওয়া এপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি।
  • ফটো আইডেন্টিটি।
  • জন্মের শংসাপত্র।
  • মাধ্যমিক থেকে স্নাতক(ল ডিগ্রী) পর্যন্ত সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীটস।
  • কাস্ট সার্টিফিকেট।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের তিন ধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পার্ট-১ হবে মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চন যেখানে প্রার্থীদের ল বা আইন বোঝা বা আইন প্রয়োগ ও আইন নিয়ে বোধ পরীক্ষণ এগুলির পরীক্ষা করা হবে। পার্ট-২ তে রাইটিং এন্ড এনালিটিক্যাল স্কিল নিয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা ও পার্ট-৩ তে ইন্টারভিউ। সবগুলি পরীক্ষার উপর ভিত্তি করে Supreme Court Law Clerk Recruitment 2025এ যোগ্য বা উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

পার্ট-১ পরীক্ষা হবে অনলাইন মোডে আর পার্ট-২ পরীক্ষা কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন দেখে পেন পেপার মোডে এক্সাম নেওয়া হবে।

Supreme Court Law Clerk Recruitment 2025

পরীক্ষাকেন্দ্র

পার্ট-১ এবং পার্ট-২ দেশের মোট ২৩ টা শহরে অনুষ্ঠিত হবে। এই ২৩টা শহরের মধ্যে উত্তরপূর্ব ভারতের ইমফল ও গুয়াহাটিতে পরীক্ষাকেন্দ্র আছে। এছাড়া পূর্বভারতের অন্যান্য শহর ছাড়াও কলকাতা ও ভুবেনেশ্বরও পরীক্ষাকেন্দ্র রয়েছে।

Important Links

Official NotificationDownload
Official WebsiteClick Here
Registration and ApplyClick Here

Related Article

Shyamasree Chatterjee

শ্যামশ্রী চ্যাটার্জী! jobsindia247.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতকোত্তর।

Leave a Comment