Railway Group D Recruitment 2025: রেলওয়েতে গ্রুপ-ডি নিয়োগ! শূন্যপদ ৩২০০০। দ্রুত আবেদন করুন।যারা রেলওয়ের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। তাদের জন্য ভারতীয় রেল তেমনি একটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এলো। শুধু তাই নয়, যারা বয়সের জন্য রেলে চাকরির সুযোগ হারিয়েছিলেন, বয়সের উর্দ্ধসীমা বাড়িয়ে তাদেরও সুযোগ করে দিয়েছে ভারতীয় রেল ।
ভারত সরকারের রেল মন্ত্রক সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ-ডি শ্রেণীতে বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি (Railway Group D Recruitment 2025) প্রকাশ করেছে। বিশাল সংখ্যক নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞাপন অনুযায়ী শীঘ্রই এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করার জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারেন।
অপেক্ষারত ভারতীয় প্রার্থীদের সুবিধার জন্য আমরা এই নিয়োগপ্রক্রিয়ায় কত পদ, কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বয়স কত, ফিস, আবেদন পদ্ধতি, নিয়োগপদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তিত আলোচনা করছি।
Important Dates
অনলাইন এপ্লিকেশন জমা শুরু | ২৩-০১-২০২৫ |
অনলাইন এপ্লিকেশন করার শেষ তারিখ | ২২-০২-২০২৫ রাত্র ১১:৫৯ পর্যন্ত |
নিয়োগকারী দপ্তর
রেল মন্ত্রক, ভারত সরকার।
পদের নাম (Railway Group D Recruitment 2025)
গ্রুপ-ডি শ্রেণীতে বিভিন্ন পদে।
শূন্য পদের সংখ্যা
বিজ্ঞাপনে আনুমানিক ৩২০০০ পদের সংখ্যা বলা আছে। প্রার্থীরা পুরো এডভার্টাইসমেন্ট ও পদসংখ্যা দেখে আবেদন করবেন।
Read More: সাউথ সেন্ট্রাল রেলওয়েতে এপ্রেন্টিসেস নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ।
বেতন কাঠামো
এই পদগুলিতে নিযুক্তিপ্রাপ্তরা (Railway Group D Recruitment 2025) ৭ম বেতন কমিশনের লেভেল-১ এর প্রারম্ভিক বেশন ১৮০০০ টাকা পাবেন। অবশ্যই তার সাথে অন্য ভাতাগুলি যোগ করে তবেই মোট বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে মাধ্যমিক পাশ বা আইটিআই বা
তার সমতুল্য বা NCVT দ্বারা প্রদত্ত জাতীয় শিক্ষানবিশ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞাপন দেওয়া পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের ০১-০৭-২০২৫ পর্যন্ত ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বয়সের ছাড়
সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেতে ইচ্ছুক SC/ST/OBC-NCL/EWS/ExSM/CCAA/PwBD প্রার্থীরা প্রয়োজনীয় নথি দেখালেই ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
এই পদগুলিতে আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই জমা করতে হবে। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ বিজ্ঞাপন (Railway Group D Recruitment 2025) সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN )নো ০৮/২০২৪) ভালোকরে পড়ে, বুঝে তারপর আবেদন করতে হবে।
কত ফিস দেবেন
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ৫০০ টাকা অনলাইন প্রক্রিয়াতে Debit Cards/Credit Cards/Internet Banking/UPI এর মাধ্যমে এপ্লিকেশন ফিস জমা দেবেন যেটা SC/ST/PwBD/Female/Transgender/Ex-Servicemen/Minority Communities/Economically Backward শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য্য করা হয়েছে। তবে এর মধ্যে ফেরতযোগ্য ফিসও আছে। প্রার্থীরা বিজ্ঞাপনে বিস্তিত দেখে নেবেন।
মেডিকেল ফিটনেস
প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট শারীরিক সক্ষমতার মান বজায় থাকতে হবে ও তা যাচাই করা হবে।
নিয়োগ পদ্ধতি (Railway Group D Recruitment 2025)
প্রার্থীদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট(CBT ) নেওয়া হবে। CBT তে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সাইন্স, ম্যাথমেটিক্স, রিসনিং মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এ যোগ্যতা অর্জন করলে প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট(PET), ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদির পর যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষার সিলেবাস
প্রার্থীদের দেড়ঘন্টা সময়ে নিচে দেওয়া এই সিলেবাসে ১০০ নম্বরের ১ নম্বর প্রশ্নমানে অবজেক্টিভ মাল্টিপল টাইপ প্রশ্ন করা হবে:
General Knowledge & Current Affairs | 20 Marks |
General Science | 25 Marks |
Mathematics | 25 Marks |
Reasoning | 30 Marks |
প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন, ভালো করে পড়ুন এবং দ্রুত আবেদন করুন।
Important Links
Official Short Notification | Download |
Official Website | Click Here |
Register and Apply Link | Click Here |
Related Articles