Soul AI Recruitment: অনেকে হয়তো বিভিন্ন কারণে রেগুলার জব থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হন। কারণ রেগুলার জব মানে আপনাকে নির্দিষ্ট সময়ে অফিস এ যেতে হবে আবার নির্দিষ্ট সময়ের আগে আপনি অফিস থেকে বের হতে পারবেন না। বরং অফিসের কাজ শেষ করে তারপরেই আপনাকে বের হতে হবে। এক্ষেত্রে বিশেষকরে নতুন মা বা housewife দের ক্ষেত্রে সন্তান,সংসার ফেলে চাকরি করা সম্ভব হয় না।
এইসব বিভিন্ন কারণে যাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করার সুযোগ হয় না ও যারা ওয়ার্ক ফ্রম হোম অথবা নিজেদের ফ্লেক্সিবল টাইম এ বাড়িতে বসে Freelancer হিসাবে কাজ করতে চান তাদের জন্য দারুন সুযোগ (Soul AI Recruitment) নিয়ে এলো Soul AI কোম্পানি। বাংলা বা হিন্দি ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষায় আপনি কাজ করতে পারেন।
আজকের এই প্রতিবেদনে সেইসব মা, housewife, retired লোক বা অন্য যারা বাড়িতে বসে নিজেদের অবসর সময়ে কাজ করতে চান তাদের জন্য আমরা Soul AI কোম্পানির কাজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
কোম্পানির নাম
এই কোম্পানির নাম Soul AI ।
ভারতে এই কোম্পানির হেড অফিস হায়দরাবাদ এ অবস্থিত। এটি একটি সফটওয়্যার কোম্পানি। এরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কে উন্নত করার চেষ্টা করে। এই কোম্পানির কাছে আলাদা আলাদা অনেক প্রজেক্ট আসে। অসংখ্য লোক এখানে কাজ করে ও উপার্জন করে।
পদের নাম
পদের নাম/কাজের নাম |
Translator Bengali |
Translator Hindi |
Translator Marathi |
Translator Malayalam |
Translator Kannada |
Translator Telegu |
Translator Telegu |
এখানে উপরে দেওয়া এই ভাষাগুলির অসংখ্য কাজ আছে। আপনি আপনার ভাষা অনুযায়ী কাজ করতে পারেন। তবে যেই ভাষাতে কাজ করবেন সেই ভাষাতে ক্লিক করলেই সেই ভাষার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Read More: Amazon Company তে বাড়িতে বসে কাজ! আজই আবেদন করুন।
বেতন (Soul AI Recruitment)
এই কোম্পানি প্রতি ঘন্টায় আপনাকে ২৫০ টাকা করে দেবে। তার মানে, যদি আপনি একদিনে ৪ ঘন্টা কাজ করেন তাহলে ১০০০ টাকা উপার্জন করতে পারেন। তবে আপনার কাজের উপর নির্ভর করে এটা আরো বাড়তে পারে।
তবে আপনাকে সপ্তাহে পেমেন্ট করা হবে। আপনি একসপ্তাহে যতটুকু কাজ করবেন, তার পেমেন্ট আপনার ওয়ালেট এ জাম হবে। তারপর আপনি আপনার ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করে নিতে পারেন।
এখানে সবচেয়ে বড় সুবিধা হলে আপনি ঘরে বসে অবসর সময়ে কাজ করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
এই কোম্পানিতে কাজ (Soul AI Recruitment) করতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তবে আবেদন করার সময়ে আপনাকে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করতে হবে।
তবে এই ভাষাগুলিকে মধ্যে যেটা নিয়ে আপনি কাজ করবেন সেই ভাষাতে আপনাকে কথা বুঝা,বলা, পড়া ও লেখাতে সাবলীল হতে হবে। আপনাকে সেই ভাষার কমিউনিকেশন ও ট্রান্সলেশন এ দক্ষ হতে হবে। তাছাড়া যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে প্রাধান্য পাবেন।
বয়সসীমা
এই কোম্পানিতে যে কোনো বয়সের ছেলে মেয়েরা কাজ করতে পারেন। কোনো নির্দিষ্ট বয়সীমা চাওয়া হয়নি।
আবেদন পদ্ধতি
এখানে কাজ করতে আগ্রহী প্রার্থীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (Soul AI Recruitment) এ গিয়ে আগে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তারপর ফ্রীলান্সার পোর্টাল এ গিয়ে ক্লিক করলেই নির্দিষ্ট পেজ এ নিয়ে যাবে যেখানে আপনি Get Started এ Click করে আবেদন করতে পারেন।
আপনাকে Google Account দিয়ে লগইন করে Apply করতে হবে। এখানে বলে রাখি, এই কোম্পানিতে কাজ করতে হলে বা আবেদন করতে হলে প্রার্থীদের চারটি স্টেপ বা ধাপে আপনার প্রোফাইল কমপ্লিট করে আবেদন করতে হবে।
প্রথম ধাপে আপনাকে শিক্ষাগত যোগ্যতাসহ আরো কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। দ্বিতীয় ধাপে আপনার Resume Details দিতে হবে। তৃতীয় ধাপে যেটা দিতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটা হলো আপনাকে English Proficiency Test দিতে হবে ও পাশ করতে হবে। শেষ ধাপে আপনাকে Verify your PAN করতে হবে।
ফ্রীলান্সার প্রার্থীদের আবেদন করতে অসুবিধা হলে কোম্পানির দেওয়া ইমেইল এড্রেস এর মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে ।
আবেদন ফী
এই কোম্পানিতে (Soul AI Recruitment) কাজ করতে বা আবেদন করতে কোনো ধরনের আবেদন ফিস বা ইনভেস্টমেন্ট নেই।
কাজের বিবরণ
এখানে শুধু ট্রান্সলেশন এর কাজ নয়, এখানে রাইটিং এর ও কিছু কাজ আছে। আপনি যেই ভাষায় কাজ করবেন সেই ভাষায় প্রফিসিয়েন্ট হতে হবে। এই কাজে (Soul AI Recruitment) আপনাকে ট্রান্সলেশন যেমন করতে হবে পাশাপাশি কিছু কনটেন্ট ক্রিয়েশন ও করতে হবে। আপনার পছন্দের ভাষায় দক্ষ মানে বলতে,লিখতে ও পড়তে পারলে আপনি আপনার সুয়াবিধামতো সময় বেছে এখানে কাজ করে টাকা উপার্জন করতে পারেন ও সেই সুযোগ গ্রহণ করতে পারেন।
এখানে আপনাকে দেওয়া কনটেন্ট গুলি আপনার পছন্দ করা ভাষায় ট্রান্সলেট করতে হবে। আপনাকে হাই কোয়ালিটি ও কালচারালি রিলেটেড কনটেন্ট লিখতে হবে এবং আপনাকে ধারাবাহিকতা, দক্ষতা ও সব কাজের কনটেক্সট বজায় রাখতে হবে।
নিয়োগ পদ্ধতি (Soul AI Recruitment)
উপরে উল্লেখিত স্টেপগুলি কমপ্লিট করলে ও ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এ পাশ করলেই আপনি বিভিন্ন প্রজেক্ট থেকে বাছাই করে কাজ করতে পারবেন।
Important Links
Official Website | Click Here |
Apply | Click Here |
Related Articles