National Aluminium Company Recruitment: National Aluminium Company Limited যা সংক্ষেপে NALCO নামে পরিচিত ভারত সরকারের একটা নবরত্ন যা পুরো এশিয়া মহাদেশের একটা বিখ্যাত কোম্পানি। এবার সেই কোম্পানি চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে এগিয়ে এসেছে।
নালকোতে (National Aluminium Company Recruitment) বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। ভারতে বসবাসকারী ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পচ্চিমবঙ্গের কলকাতা ও আসাম এর গুয়াহাটি সহ মোট ১৮ টি স্থানে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
চলুন Nalco তে আবেদন করতে প্রার্থীদের বিভিন্ন প্রক্রিয়া যেমন পদের নাম, শূন্য পদের সংখ্যা,
বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা,আবেদন পদ্ধতি,আবেদন ফি,ডকুমেন্ট, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Important Dates in National Aluminium Company Recruitment
আবেদন শুরু | 31-12-2024 |
আবেদনের শেষ তারিখ | 21-01-2025 |
নিয়োগকারী দপ্তর
National Aluminium Company Limited(NALCO), A Government of India Enterprise.
পদের নাম
Non-Executive [SUPT(JOT)-Laboratory, SUPT(JOT)-Operator, SUPT(JOT)-Fitter, SUPT(JOT)-Electrical, SUPT(JOT)-instrumentation, SUPT(JOT)-Geologist, SUPT(JOT)-HEMM Operator, SUPT(SOT)-Mining, SUPT(JOT)-mining Mate, SUPT(JOT)-motor Mechanic, Dresser Cum First Aider, Laboratory Technician Gr.III, Nurse Gr. III, Pharmacist Gr.III ].
শূন্য পদের সংখ্যা
সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা 518 Posts।
Read More
বেতন কাঠামো
Non-Executive [SUPT(JOT)-Laboratory, SUPT(JOT)-Operator, SUPT(JOT)-Fitter, SUPT(JOT)-Electrical, SUPT(JOT)-instrumentation, SUPT(JOT)-Geologist, SUPT(JOT)-HEMM Operator, SUPT(SOT)-Mining, SUPT(JOT)-mining Mate, SUPT(JOT)-motor Mechanic এই পদগুলিতে বিভিন্ন ধাপে ১২ মাস ও ১৮ মাস ট্রেনিং এর পর অন্যান্য ভাতাসহ নিয়মিত বেতনক্রম যথাক্রমে Rs.29,500-3%-70,000/- এবং Rs.36,600-3%-1,15,000/- ধার্য্য করা হয়েছে। তবে মনে রাখতে হবে ট্রেনিং চলাকালীন তারা Rs.12,000- 16,000/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।
তবে Dresser Cum First Aider এর ক্ষেত্রে অন্যান্য ভাতাসহ নিয়মিত বেতনক্রম যথাক্রমে Rs.27,300-3%-65,00/-, Laboratory Technician Gr.III, Nurse Gr. III, Pharmacist Gr.III এর ক্ষেত্রে Rs.29,500-3%-70,000/-দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (National Aluminium Company Recruitment)
এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বনিন্ম 10th ও তার সাথে ITI থাকলেই আবেদন করতে পারেন।প্রার্থীরা 10th ও তার সাথে ITI থেকে শুরু করে Diploma ও সর্বোচ্চ B.Sc(Hons) in Chemistry থাকলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ।
বয়স সীমা
প্রার্থীদের ২১-০১-২০২৫ হিসাব ধরে সর্বোচ্চ বয়সসীমা নিচে দেওয়া হলো:
পদ | সর্বোচ্চ বয়সসীমা |
SUPT(JOT)-Laboratory, SUPT(JOT)-Operator, SUPT(JOT)-Fitter, SUPT(JOT)-Electrical, SUPT(JOT)-instrumentation, SUPT(JOT)-Geologist, SUPT(JOT)-HEMM Operator, SUPT(JOT)-mining Mate & SUPT(JOT)-motor Mechanic | 27 years |
SUPT(SOT)-Mining | 28 years |
Dresser Cum First Aider, Laboratory Technician Gr.III, Nurse Gr. III & Pharmacist Gr.III | 35 years |
বয়সের ছাড়
তবে আইন অনুযায়ী SC/ST, OBC, PwBD ও Ex-Servicemen দের ক্ষেত্রে ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি
প্রার্থীরা নালকোর ওয়েবসাইট www.nalcoindia.com এ গিয়ে “Career-Career NALCO SUPT/Paramedical Recruitment 2024-25” এর মাধ্যমে সরাসরি অনলাইন পদ্ধতিতে আবেদন করবেন।
আবেদন ফি (National Aluminium Company Recruitment)
General/OBC(NCL)/EWS প্রার্থীরা অফেরতযোগ্য Rs.100/- টাকা এপ্লিকেশন ফী হিসাবে Online Banking/Credit Card/ Debit Card এর মাধ্যমে জমা দেবেন। অন্যানদের ক্ষেত্রে যেমন SC/ST/PwBD/Ex-Serviceman/land ousted/internal candidate দের ক্ষেত্রে কোনো ফী নেই।
ডকুমেন্ট কি লাগবে
প্রার্থীরা নিজ নিজ ইমেইল Id ও ফোন নম্বর দিয়ে অনলাইন পদ্ধতিতে আবেদন করার আগে নিজের ছবি (4.5cm X 3cm) এবং স্বাক্ষর স্ক্যান করে প্রস্তুত রাখবেন ও ফর্ম পূরণ করার সময় জমা দেবেন।
নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস
National Aluminium Company Recruitment: এই পদগুলিতে নিয়োগ করার জন্য প্রার্থীদের 100 Marks এর কম্পিউটার বেসড টেস্ট(Computer Based Test) নেওয়া হবে। 120 মিনিট সময়ের পরীক্ষার মধ্যে প্রার্থীদের নিজ নিজ টেকনিকাল(ডোমেইন) এর 60 Marks ও General Awareness এর 40 Marks এর প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর।
এই পরীক্ষার উপর ভিত্তি করে পরীক্ষার্থীদের তৈরি হবে ও পরবর্তী ধাপে মেডিকেল ফিটনেস টেস্ট এর পর যোগ্য বিবেচিত প্রার্থীদের প্লেসমেন্ট দেওয়া হবে।
এখানে প্রার্থীদের সুবিধার জন্য বলে রাখি যে, প্রার্থীরা পচ্চিমবঙ্গের কলকাতা ও আসাম এর গুয়াহাটি পরীক্ষার স্থান হিসাবে বাছাই করতে পারেন।
Important Links
Related Articles