Teachers Recruitment 2025: আপনিও কি সরকারি চাকরি খুঁজছেন ? শিক্ষকতার চাকরি করতে চান ? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। দীর্ঘ দুই বছর পর শিক্ষাদপ্তরে শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই সুযোগ হাতছাড়া করবেন না।
বলা হয়ে থাকে শিক্ষক সমাজের মেরুদন্ড। তাই শিক্ষকতার চাকরি মানে অনেক সন্মানীয়। অনেকে এই সন্মানীয় চাকরির জন্য দীর্ঘ বছর অপেক্ষা করে থাকে। আর নতুন বছরের শুরুতে এই সন্মানীয় চাকরির সুযোগ নিয়ে এলো ত্রিপুরার শিক্ষাদপ্তর । সম্প্রতি ত্রিপুরার শিক্ষাদপ্তর Tripura Teachers’ Recruitment Board এর মাধ্যমে ১৫৬৬ টি শিক্ষকপদে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করলো যা শিক্ষকতার চাকরির পদে আবেদনকারীদের জন্য অনেক বড় সুখবর।
তাহলে চলুন এবার এই শিক্ষক পদ (Teachers Recruitment 2025) সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন পদের নাম, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদন ফিস, আবেদনের সময়সীমা ইত্যাদি সম্পর্কে জেনে নিই ।
নিয়োগকারী দপ্তর
Elementary Education Directorate, Education(School) Department, Government of Tripura.
পদের নাম
1. Under Graduate teacher (for Classes I-V)(Group-C Non-Gazetted) |
2. Graduate teacher (for Classes VI-VIII)(Group-C Non-Gazetted) |
Teachers Recruitment 2025: শূন্যপদের সংখ্যা
প্রার্থীদের সুবিদার্থে উপরে উল্লেখিত শিক্ষক পদের সংখ্যা ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:-
বেতন কাঠামো
Name of the Post | Monthly Salary |
Under Graduate teacher (for Classes I-V) | Rs. 16,050/-(Revised) fixed pay per month being 75% of the basic pay as per Level-7 of Tripura State Pay Matrix, 2018. |
Graduate teacher (for Classes VI-VIII) | Rs. 20,475/-(Revised) fixed pay per month being 75% of the basic pay as per Level-7 of Tripura State Pay Matrix, 2018. |
Read More:
শিক্ষাগত যোগ্যতা
Teachers Recruitment 2025 এর Under Graduate Teacher for Class-I-V ও Graduate Teacher for Class-VI-VIII এই পদগুলিতে নির্বাচিত হওয়ার জন্য প্রাথীদের NCTE নির্ধারিত নিন্মলিখিত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন:-
Name of the Post | Qualification |
Under Graduate teacher (for Classes I-V) | (A) Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 2-year Diploma in Elementary Education (or one year Diploma in Education up to academic session 2004-05) (by whatever name known). Or Senior Secondary (or its equivalent) with at least 45% marks and 2-year Diploma in Elementary Education (by whatever name known), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations, 2002 (or one year Diploma in Education up to academic session 2004-05). Or Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor of Elementary Education (B. El. Ed.). Or Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 2-year Diploma in Education (Special Education). Or Graduation and 2-Year Diploma in Elementary Education (or one year Diploma in Education up to academic session 2004-05) (by whatever name known). AND (B) passed Tripura-Teachers’ Eligibility Test (T-TET) Paper-l and obtained certificate issued by TRBT. (C) Desirable Qualification: Knowledge of Bengali or Kokborok. (D) permanent Resident Certificate of Tripura IPRTC would be required while applying for jobs by direct recruitment under the State Government, Corporations, Boards, PSUs etc. |
Graduate teacher (for Classes VI-VIII) | (A) Graduation and 2-year Diploma in Elementary Education (or one year Diploma in Education up to academic session 2004-05) (by whatever name known). Or At least 50% marks either in Graduation or Post-Graduation and Bachelor in Education (B.Ed.). Or Graduation with at least 45% marks and Bachelor in Education (B. Ed.), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard. Or Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 4-years Bachelor in Elementary Education (B. El. Ed.). Or Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 4-years B.A. / B. Sc. Ed or B.A. Ed / B. Sc. Ed. Or Graduation with at least 50% marks and Bachelor in Education (B. Ed.) (Special Education). Or Post-Graduation with minimum 55% marks or equivalent grade and three-year integrated B.Ed.-M.Ed. AND (B) passed Tripura-Teachers’ Eligibility Test [T-TETJ Paper-ll and obtained certificate issued by TRBT. (C) Desirable Qualification: – Knowledge of Bengali or Kokborok [D) permanent Resident Certificate of Tripura (PRTC) would be required while-applying for pbs by direct recruitment under the State Government, Corporations, Boards, PSUs etc. (E) Relaxation up to 5% in the qualifying marks shall be allowed to the candidates belonging to the SC/ST/PH category. |
তবে একথা জানা সবার জানা দরকার যে, Teachers Recruitment 2025 এর প্রার্থীদের অবশ্যই ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করতে হবে ও Permanent Resident Certificate of Tripura (PRTC)থাকতে হবে।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রাথীদের বয়স ১২-১২-২০২৪ অনুযায়ী হিসাব ধরে সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
বয়সের ছাড়
সরকারি নিয়ম অনুসারে ST/SC/PH/Government Servant প্রাথীরা ৫ বছর বয়সের উদ্ধসীমার ছাড় পাবেন। তবে মনে রাখতে হবে, ST/SC/PH category সরকারি কর্মচারীরা সাধারণ ছাড় ৫ বছর এর বেশি আর ছাড় পাবেন না। Ex-Serviceman(ESM)রা নিয়ম অনুসারে বয়সের উদ্ধসীমার ছাড় পাবেন।
শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) প্রার্থীদের ক্ষেত্রে
অন্ধ বা স্বল্প দৃষ্টির মতো প্রতিবন্ধী প্রার্থীদের (আংশিকভাবে অন্ধ), আংশিকভাবে বধির এবং শ্রবণে অক্ষম এবং লোকোমোটর অক্ষমতা শুধুমাত্র PH বিভাগের অধীনে আবেদন করতে পার। অক্ষমতার 40% শতাংশ বা তার বেশি হতে হবে।
How to Apply in Teachers Recruitment 2025?
প্রার্থীরা ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইট এ সরাসরি গিয়ে নিজ নিজ bio-data যেমন নাম, ইমেইল ID, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর নিজ নিজ লগইন ID এবং পাসওয়ার্ড দিয়ে “Apply Online” এ গিয়ে “Selection to the post of Under Graduate Teacher for Class I-V Session 2024” বা “Selection to the post of Graduate Teacher for Class VI-VIII Session 2024” এ পছন্দ অনুযায়ী/ নির্দিষ্ট/উভয় পদে অনলাইন আবেদন করে নিদিষ্ট আবেদন ফিস জমা করবেন।
আবেদন ফী
আবেদনকারী UR প্রার্থীদের অ-ফেরতযোগ্য ফি হিসাবে Rs.100/-(১০০ টাকা) ও SC/ST/PH প্রার্থীরা ৫০ টাকা Debit/Credit Card/ internet banking এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রদান করতে হবে।
নিয়োগ পদ্ধতি
Vacancy ও Weightage of Document & Marks অনুযায়ী একটি সংক্ষিপ্ত মেধাতালিকা তৈরি করে, প্রার্থীদের Document Scrutiny এর জন্য ডাকা হবে। সেই Scrutiny তে প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। সমস্ত কাগজপত্র, মার্কস যাচাই ও বাছাই করে তারপর মেধা তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকাভুক্ত ভাগ্যবানরাই Teachers Recruitment 2025 এ নিয়োগপত্র পাবেন।প্রার্থীদের সুবিদার্থে Weightage Pattern নিচে দেওয়া হলো:-
আবেদনের ঠিকানা(Teachers Recruitment 2025)
প্রার্থীরা ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইট এ সরাসরি গিয়ে উপরে উল্লেখিতভাবে অনলাইন পদ্ধতিতে আবেদন করবেন।
Document বা কি কি নথি লাগবে
আবেদন করতে হলে প্রাথীদের অবশ্যই ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করতে হবে।প্রার্থীরা আবেদন করার সময় অবশ্যই যোগ্যতার নিয়ম ভালোকরে বুঝে ও নিশ্চিত হয়ে নিন্মলিখিত ডকুমেন্টস গুলি দিয়ে আবেদন করবেন:
- Scanned image of latest passport size photograph of candidate (In JPG/JPEG format only, Size: up to 100 KB).
- Scanned image of full signature of candidate (In JPG/JPEG format only, Size: up to 60 KB).
Teachers Recruitment 2025: প্রার্থীদের Document Scrutiny এর সময় নিচে উল্লেখিত ডকুমেন্টস গুলি অবশ্যই আনতে হবে:-
- Original Copies of all mark sheets of academic and professional qualification.
- Certificates(if any) of academic and professional qualification.
- T-TET certificate(as applicable)
- PRTC.
- Admit card of matriculation as proof of age.
- Caste certificate(if applicable).
- PH certificate(if any).
- Certificate of Ex-Serviceman(if applicable).
- Application Acknowledgement of online application along with 2 sets of self attested photocopies of all these documents.
- One photo bearing identity card in original like AADHAAR Card/Passport/Driving License?EPIC(Voter I Card).
গুরুত্বপূর্ণ তারিখ(Teachers Recruitment 2025)
Notification | 12-12-2024 |
Submission of Online Application | 04-01-2025 (form 4:00 PM) to 10-01-2025(upto 4:00 PM) |
Last date of submission of online application | 10-01-2025(4:00 PM) |
Last date for Finalization of Application | 10-01-2025(4:00 PM) |
Last date of Payment of Fees | 14-01-2025(4:00 PM) |
Scrutiny of documents | Schedule will be issued later on. |
Important Links
Official Notification | Download |
Official Website | Click Here |
Register and Apply | Click Here |
Related Articles